Site icon

ছুটি কি ? ছুটি কি অধিকার ? ছুটি কত প্রকার ও কি কি ? কিভাবে গড় ও অর্ধগড় বেতনে ছুটি অর্জন করা যায় ? Leave Account বা ছুটির হিসাব সংরক্ষণ কে করবেন ?

ছুটি কি? ছুটি কি অধিকার ? ছুটি কত প্রকার ও কি কি ? কিভাবে ছুটি অর্জন করা যায়? Leave Account বা ছুটির হিসাব সংরক্ষণ কে করবেন ?

Table of Contents

Toggle

ছুটি কি ?

সরকারি ছুটি বিধিমালা ১৯৫৯

ছুটি কি অধিকার ?

                   [Govt. decision below FR-67]

গুগল নিউজ হতে আপডেট ” নিউজ হতে আইবাস++ ও সরকারি নিউজের আপডেট সংগ্রহ করে নিতে পারেন।

[CAG’s circular no 1762/NGE-11/44-61 dt 23, I0.62]

গড় বেতনে অর্জিত ছুটি এবং অর্ধ গড় বেতনে ছুটি কিভাবে অর্জন করা যায় ?

আরও জানুন

সাময়িক বরখাস্ত বলতে কি বোঝায় ? সাময়িক বরখাস্তকালীন কি কি বেতন ভাতা প্রাপ্য ? সাময়িক বরখাস্ত কালীন আইবাসে বেতন ভাতা বা খরপোষ ভাতার বিল ইএফটি করার উপায়?

গড় বেতনে অর্জিত ছুটি এবং অর্ধ গড় বেতনের অর্জিত ছুটির নীতিমালা অনুযায়ী ছুটির হিসাবের জন্য নিম্নোক্ত সময়কে কর্মকাল হিসাবে গণ্য করা যায় :

[ বিএসআর পার্ট-১, বিধি-১৪৫]

আরও জানুনঃ প্রাপ্যতা বিহীন ছুটি ? প্রাপ্যতা বিহীন ছুটি সর্বোচ্চ কত দিনের মঞ্জুর করা যায় ?

Leave Account বা ছুটির হিসাব সংরক্ষণ কে করবেন?

(ক) একজন গেজেটেড অফিসারের ছুটির হিসাব তার হিসাবরক্ষণ অফিস কর্তৃক সংরক্ষিত হবে।

 (খ) একজন নন-গেজেটেড কর্মচারীর ছুটির হিসাব তার অফিস প্রধান কর্তৃক সংরক্ষিত হবে। ISR-215]

ছুটি কত প্রকার ও কি কি ?

 The Prescribed Leave Rules, 1959, Fundamental Rules, Bangladesh Service Rules এবং সময়ে সময়ে সরকার কর্তৃক জারীকৃত আদেশ দ্বারা নিয়ন্ত্রিত হয়। উক্ত বিধিমালা ও বিভিন্ন আদেশের আওতায় নিম্নোক্ত প্রকার ছুটির বিধান রহিয়াছেঃ

১। অর্জিত ছুটি (Earned Leave)।

২। অসাধারণ ছুটি (Extraordinary Leave)

৩। অক্ষমতাজনিত বিশেষ ছুটি (Special Disability Leave)

৪। অধ্যয়ন ছুটি (Study Leave)।

 ৫। সংগনিরোধ ছুটি (Quarantine Leave)

৬। প্রসূতি ছুটি (Maternity Leave)।

 ৭। চিকিৎসালয় ছুটি (Hospital Leave)

৮। বিশেষ অসুস্থতাজনিত ছুটি (Special sick leave)

 ৯। অবকাশ বিভাগের ছুটি (Leave of Vacation Department)

 ১০। বিভাগীয় ছুটি (Departmental Leave)

আরও জানুনঃ পেনশন ইএফটি কি ? ইএএফটি রিটার্ন কী ?  ইএফটি রিটার্ন হলে করণীয় ? পেনশনার মারা গেলে করণীয় ?

১১। প্রাপ্যতাবিহীন ছুটি (Leave not due)।

১২। অবসর উত্তর ছুটি (P R L)

১৩। বাধ্যতামূলক ছুটি (Compulsory Leave)

 ১৪। বিনা বেতনে ছুটি (Leave without pay)

১৫। নৈমিত্তিক ছুটি (Casual Leave)

১৬। সাধারণ ও সরকারী ছুটি (Public and Government holiday)।

(ক) সাধারণ ছুটি (Public holiday) (খ) নির্বাহী আদেশে সরকারী ছুটি (Government holiday)

(গ) ঐচ্ছিক ছুটি (Optional Leave)

১৭। শ্রান্তি বিনোদন ছুটি (Rest and Recreation Leave)

আরও জানুনঃ জিপিএফ কি ? জিপিএফ ব্যালেন্স এর স্লিপ বের করার নিয়ম ? । অনলাইনে জিপিএফ ব্যালেন্স চেক করার উপায় ?

অর্জিত ছুটি কাকে বলে ? অর্জিত ছুটি কত প্রকার ? গড় বেতনে অর্জিত ছুটি কি ?

অর্জিত ছুটি কাকে বলে ?

অর্জিত ছুটি (Earned Leave) :

কর্মকালীন সময়ের দ্বারা যে ছুটি অর্জিত হয়, উহাই অর্জিত ছুটি (বি এস আর, পার্ট-১ এর বিধি-১৪৫)।          

অর্জিত ছুটি কত প্রকার ?

অর্জিত ছুটি দুই প্রকার :

 যথাঃ-(১) গড় বেতনে অর্জিত ছুটি, এবং (২) অর্ধ-গড় বেতনে অর্জিত ছুটি।

আরও জানুনঃ জিপিএফ এর নমিনি পরিবর্তন করার নিয়ম ২০২২

গড় বেতনে অর্জিত ছুটি কি ?

গড় বেতনে অর্জিত ছুটি :

বি এস আর, পার্ট-১ এর ৫(৩২) নং বিধিমতে যে ছুটিকালীন সময়ে গড় বেতনের সমান ছুটিকালীন বেতন প্রাপ্য হয়, উহাই গড় বেতনে অর্জিত ছুটি।

গড় বেতনের ছুটি কি ভাবে অর্জন করা যায় এবং এককালীন কত দিন গড় বেতনে ছুটি মঞ্জুর করা যায় ?

নির্ধারিত ছুটি বিধিমালা, ১৯৫৯ এর ৩(১) (i) নং বিধিমতে একজন কর্মচারী কর্মকালীন সময়ের প্রতি ১১ দিনের জন্য ১ দিন হিসাবে গড় বেতনে ছুটি অর্জন করিবে। অর্থাৎ ছুটি অর্জনের হার হইবে কর্মকালীন সময়ের ১/১১।

আরও জানুনঃ চাকুরীরত অবস্থায় এবং সাময়িক বরখাস্তকালীন সময়ে জিপিএফ এর জমাকৃত অর্থ চূড়ান্ত উত্তোলনের নিয়ম ২০২২ ?

এককালীন কত দিন গড় বেতনে ছুটি মঞ্জুর করা যায় ?

অর্ধগড় বেতনের ছুটি কিভাবে অর্জন করা যায় এবং এককালীন কত দিন অর্ধগড় বেতনে ছুটি মঞ্জুর করা যায়?

এককালীন কত দিন অর্ধগড় বেতনে ছুটি মঞ্জুর করা যায়?

একজন সরকারী কর্মচারীকে ডাক্তারী সনদপত্র ব্যতীত এককালীন ০১ (এক) বৎসর পর্যন্ত (০৪ (চার) মাস গড় বেতনে এবং ০৮ (আট) মাস অর্ধ গড় বেতনে ছুটি মঞ্জর করা যায়। ডাক্তারী সনদপত্র সহ আবেদন করিলে ০২ (দুই) বৎসর পর্যন্ত (০৬ (ছয়) মাস গড় বেতনে এবং ১৮ (আঠার) মাস অর্ধগড় বেতনে) ছুটি মঞ্জুর করা যায়। [Rule-7, PLR-1955/1959] ।

আরও জানুনঃ গ্রাচুইটি কি ? সরকারি চাকরিজীবীদের পেনশন কত ? স্ত্রীর পেনশন কি স্বামী পাবে ?

অর্জিত ছুটি ভোগের নিয়ম এবং গড় বেতনে ও অর্ধ গড় বেতনে ছুটির সর্বোচ্চ মেয়াদ ?

(ক) গড় বেতনে অর্জিত ছুটির মেয়াদ

১। ব্যক্তিগত বা পারিবারিক কারণঃ নির্ধারিত ছুটি বিধিমালা, ১৯৫৯ এর ৩(১) (ii) নং বিধি মোতাবেক একজন কর্মচারী ব্যক্তিগত বা পারিবারিক কারণে এককালীন সর্বোচ্চ ৪ মাস পর্যন্ত গড় বেতনে ছুটি ভোগ করিতে পারেন। ছুটির মেয়াদ ৪ মাসের অধিক হওয়ার ক্ষেত্রে ৪ মাসের অতিরিক্ত সময় অর্ধ-গড় বেতনে ছুটি হইবে।

২। স্বাস্থ্যগত কারণঃ নির্ধারিত ছুটিমালা, ১৯৫৯ এর ৩(১) (ii) নং বিধি মোতাবেক একজন কর্মচারী স্বাস্থ্যগত কারণে গড় বেতনে এক কালীন সর্বোচ্চ ৬ মাস পর্যন্ত ছুটি ভোগ করিতে পারিবেন। ইহার অতিরিক্ত ছুটির প্রয়োজন হইলে তাহা অর্ধ-গড় বেতনে ভোগ করিতে পারিবেন। আর অর্ধ-গড় বেতনে ছুটি পাওনা থাকিলে নির্ধারিত ছুটি বিধিমালা, ১৯৫৯ এর ৯ (৩) নং বিধির অধীনে অসাধারণ ছুটি ভোগ করিতে পারিবেন।

বি এস আর, পটি-১ এর ১৫৭ নং বিধি মোতাবেক স্বাস্থ্যগত কারণে ছুটির ক্ষেত্রে নিম্নোক্ত বিষয়গুলি অনুসরণ করিতে হইবে

(১) ছুটির আবেদনের সহিত মেডিকেল সার্টিফিকেট দাখিল করিতে হইবে।

 (২) স্বাস্থ্যগত কারণে ৩ মাসের অধিক ছুটির আবেদনের ক্ষেত্রে অথবা ৩ মাসকে অতিক্রম পূর্বক ছুটি বর্ধিত করণের ক্ষেত্রে মেডিকেল বোর্ডের সার্টিফিকেট প্রয়োজন হইবে।

(৩) ছুটি শেষে কমে যোগদানের ক্ষেত্রে ফিটনেস সার্টিফিকেট দাখিল করিতে হইবে।

(৪) দাখিলকৃত সার্টিফিকেটের বিষয়ে ছুটি মঞ্জুরকারী কর্তৃপক্ষ সন্তোষ্ট না হইলে দ্বিতীয়বার মেডিকেল পরীক্ষার আদেশ দিতে পারিবেন। এইক্ষেত্রে। কর্তৃপক্ষ নিজেই যতশীঘ্র সম্ভব দ্বিতীয়বার স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা নিবেন।

আরও জানুনঃ পেনশন ইএফটি কি ? ইএএফটি রিটার্ন কী ?  ইএফটি রিটার্ন হলে করণীয় ? পেনশনার মারা গেলে করণীয় ?

অর্ধ গড় বেতন কি ?

অর্ধ গড় বেতন হচ্ছে আপনি দুই দিনে একদিনের বেতন প্রাপ্য হবেন। অর্থাৎ আপনি যদি ১৫ দিন অর্ধগড় বেতনে ছুটি ভোগ করেন তাহলে আপনি ১৫ দিনের বেতন প্রাপ্য হবেন।

বিনা বেতনের ছুটি কি বা অসাধারন ছুটি ? বিনা বেতনের ছুটি বা অসাধারন ছুটির প্রেক্ষাপট কি ? বিনা বেতনে ছুটিতে থাকিলে কি কোন ভাতা পাওয়া যায়?

বিনা বেতনের ছুটি কি বা অসাধারন ছুটি ?

আরও জানুনঃ লাইফ ভেরিফিকেশন কী ? Pensioner Life Verification App ? লাইফ ভেরিফিকেশন এখন আপনার হাতের মুঠোয় ?

বিনা বেতনের ছুটি কি বা অসাধারন ছুটির প্রেক্ষাপট কি ?

বিনা বেতনের ছুটি বা অসাধারন ছুটির প্রেক্ষাপট নিম্নরুপঃ

বিনা বেতনে ছুটিতে থাকিলে কি কোন ভাতা পাওয়া যায় ?

আরও জানুনঃ

সরকারি কর্মচারীদের দৈনিক ভাতার ও ভ্রমণ ভাতার নতুন হার ২০২৩ ?

বিনা বেতনে ছুটিতে থাকিলে বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা পাওয়ার আদেশ ?

‘     

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

অর্থ মন্ত্রণালয়, অর্থ বিভাগ,

প্রবিধি শাখা-২

নং অম/অবি/প্রবি-২/ছুটি- ১/৮৫/৭  তারিখঃ ০৯/০৩/১৯৯১ ইং

বিষয়ঃ বিনা বেতনে ছুটিকালীন সময়ে কর্মচারীদের বাড়ী ভাড়া ভাতা ও চিকিৎসা বিষয়ঃ বিনা বেতনে ভাতা সম্পর্কে। 

সূত্রঃ নং-সিএজি/প্রো-১/১৩৩/১২৫, তারিখঃ ১৩/১/৯১ ইং

নিম্ন স্বাক্ষরকারী আদিষ্ট হইয়া জানাইতেছেন যে, সংস্থাপন বিভাগের ১০/০৫/৮৩ ইং তারিখে জারীকত অফিস স্মারক নং-ইডি(বিধি-৪)-২০২/৮৩-৩৯ এর ৪(২)ও ৪(৫) অনুচ্ছেদ অনুযায়ী বিনা বেতনে ছুটিকালীন সময়ে সংশ্লিষ্ট কর্মকর্তা/কর্মচারীগণ, বিনা বেতনে ছুটিতে যাওয়ার পূর্বে যে পরিমান অর্থ বাড়ী ভাতা ও চিকিৎসা ভাতা হিসাবে পাইতেন উহাই প্রাপ্য হইবেন।

                                         (মোঃ আলাউদ্দিন)

                                           সিঃ সহকারী সচিব।

অর্থ মন্ত্রণালয়, অর্থ বিভাগ,

বাস্তবায়ন ও প্রবিধি অনুবিভাগ

প্রৰিধি শাখা-৪

নং-অম/অবি/প্রলিধি-8/ বাড়ীভাড়া-১/১008/৮১ তারিখঃ ২৫/০৫/২০০৮ খ্রিঃ

বিষয়ঃ অধগড় বেতনে অথবা বিনা বেতনে অসাধারণ ছুটিতে থাকা অবস্থায় ০১/০৭/২০০৬ তারিখ হতে জাতীয় বেতন স্কেল/০৫ অনুযায়ী বর্ধিত হারে বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা প্রাপ্যতা প্রসঙ্গে।

সূত্র ও হিসাব মহা নিয়ন্ত্রকের পত্র নং-সিজিএ/পদ্ধতি-১ (টিএম)/২২/(৮২-৮৩)/খন্ড-২/১৯৯ তারিখ: ০৩/০২/২০০৮খ্রিঃ

উপযুক্ত বিষয় ও সূত্রের প্রেক্ষিতে নির্দেশক্রমে জানানো যাচ্ছে যে, “সংস্থাপন মন্ত্রনালয়ের ১০/০৫/১৯৮৩ তারিখের মর্মানুসারে ছুটিতে গমনের পূর্বে যে পরিমাণ ভাতা উত্তোলন করেছেন, ছুটিকালীন সমগ্র সময়ে উক্ত পরিমাণ ভাতাই প্রাপ্য হবেন। ছুটিতে থাকা অবস্থায় বর্ধিত হারে ভাতা পাবেন  না।”

                                                                                স্বাক্ষরিত/-

(মোঃ আব্দুর রশিদ মিয়া)

সিনিয়র সহকারী সচিব

ফোনঃ ৭১৭৩০৫৭

Ibas++ pension calculator | আইবাস++ এ পেনশন ক্যালকুলেটর এর সাহায্যে পেনশনের হিসাব করার পদ্ধতির ভিডিও দেখে নিতে পারেন।

Ibas++employee income tax certificate 2022 | আইবাস++কর্মচারিদের আয়কর সার্টিফিকেট বের করার পদ্ধতি দেখে নিতে পারেন।

রিলেটেড ট্যাগঃ গড় বেতনে অর্জিত ছুটি,গড় বেতনে অর্জিত ছুটির হিসাব,গড় বেতনে অর্জিত ছুটি কি,অর্জিত ছুটির নীতিমালা,অর্জিত ছুটি কাকে বলে,অর্জিত ছুটি ভোগের নিয়ম,অর্জিত ছুটি কত প্রকার,বিনা বেতনে ছুটি কি

Exit mobile version