Admin

ibas++ Lien Entry। লিয়েন কি। লিয়েন ছুটির নিয়ম | Lien Entry (Self) for officer

লিয়েন অর্থ কি বা লিয়েন ছুটি মানে কি ?

লিয়েন শব্দের অর্থ অধিকার ।

লিয়েন কি অথবা লিয়েন কাকে বলে?

স্থায়ী পদে বাস্তবভাবে নিয়োজিত হলে ঐ পদের অধিকার উপর যে, অধিকার জম্মায় তাকে লিয়েন বা পূর্ব -স্বত্ব বলে।অর্থাৎ কোন সরকারী কর্মচারীর অনুপস্থিতি বা ছুটিকালীন অবস্থায় উক্ত পদে নিয়োগ প্রদান করা যাবে না। [ F.R 9(13), BSR Rule 5(34)]

কোন পদে লিয়েন অর্জনের জন্য নিম্নোক্ত শর্ত পূরণ করতে হয়ঃ

(ক) পদটি স্থায়ী পদ হতে হবে।

(খ) উক্ত স্থায়ী পদে স্থায়ীভাবে নিয়োজিত হতে হবে। উল্লেখ্য স্থায়ী পদে সর্বদাই শিক্ষানবিশ হিসাবে নিয়োগ প্রদান করতে হয় বিধায় শিক্ষানবিশকালীন সময় শেষে স্থায়ী না হওয়া পযন্ত এবং কোন অস্থায়ী পদে বা উন্নয়ন প্রকল্পের পদে লিয়েন সৃষ্টি হয় না ।

রিলেটড ট্যাগঃ লিয়েন কি, লিয়েন অর্থ কি, লিয়েন ছুটি মানে কি, লিয়েন ও প্রেষণ কি,লিয়েন কাকে বলে, লিয়েন কত প্রকার, লিয়েন বলতে কি বুঝায়

Ibas++ এ সরকারী কর্মকর্তাদের নিজে নিজেই Lien Entry করার পদ্ধতি বিস্তারিত জেনে নিতে পারেন।

এসিআর এর পরিবর্তে চালু হচ্ছে এপিএআর জেনে নিতে পারেন।

admin

Recent Posts

প্রাথমিক সহকারি শিক্ষকদের নিয়োগ ২০২৩ সালের তয় ধাপের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ ।

রাজস্বখাতভুক্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের “সহকারী শিক্ষক নিয়োগ ২০২৩” এর তৃতীয় ধাপরে লিখিত পরীক্ষার ফলাফল ২০২৪…

2 weeks ago

এমপিওভুক্ত স্কুল শিক্ষকদের বেতন ও ভাতাদি কত ২০২৪ ?

সারা দেশে অসংখ্য বেসরকারি এমপিওভুক্ত মাধ্যমিক স্কুল রয়েছে। এসব বেসরকারি এমপিওভুক্ত মাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষক,…

3 weeks ago

সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকদের বেতন গ্রেড এবং বেতন কত ২০২৪ ?

বাংলাদেশে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যা কত ? বাংলাদেশে শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী…

4 weeks ago

ঈদুল ফিতর এর কতদিন থাকছে ২০২৪ সালে সরকারি ছুটি ?

পোস্ট সামারীঃ কতদিন থাকছে  ঈদুল ফিতর ২০২৪ সালে সরকারি ছুটি ? ঈদুল ফিতর ২০২৪ সরকারি…

1 month ago

ছুটি নগদায়ন নীতিমালা ২০২৪ ?

ছুটি নগদায়নের ইংরেজি কি ? ছুটি নগদায়নের ইংরেজি কি হলো লাম্পগ্রান্ড (lump grant) . ছুটি…

2 months ago