Site icon

উপজেলা সমাজসেবা অফিসারের বেতন কত এবং কোন গ্রেডের ?

উপজেলা সমাজসেবা অফিসার কি বিসিএস ক্যাডার

সমাজসেবা অধিদফতর সমাজকল্যাণ মন্ত্রাণালয়ের অধীন  একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠান। এখানে বিভিন্ন ধরনের সমাজসেবা কর্মকর্তা/কর্মচারি কর্মরত থাকেন, যেমন উপজেলা সমাজসেবা অফিসার, মিউনিসিপ্যাল অফিসার, রেজিস্ট্রেশন অফিসার, হাসপাতাল অফিসার, এতিম ও কিশোর উন্নয়ন কেন্দ্রের অফিসার, প্রবেশন অফিসার, লিয়াজো অফিসার এবং রিসার্চ অফিসার আরও অনেক কর্মকর্তা/কর্মচারি কর্মরত রয়েছে।  এই পোস্টে আমরা সমাজসেবা অফিসারের বেতন কত , কোন গ্রেডের ও কি কি ভাতাদি এবং অন্যান্য সুবিধা কি কি রয়েছে তা নিয়ে আমরা বিস্তরিত আলোচনা করা হয়েছে।

Table of Contents

Toggle

সমাজসেবা অধিদপ্তর গঠিত হয় কত সালে ? সমাজ সেবা অফিসারের কাজ কি ?

সমাজসেবা অধিদপ্তর বাংলাদেশ সরকারের একটি গুরুত্বপূর্ণ সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য  জাতিগঠনমূলক প্রতিষ্ঠান। ১৯৫৫ সালে সমাজ সেবার কার্যক্রম শুরু হয়, ১৯৬১ সালে সমাজসেবা পরিদফতরের আনুষ্ঠানিক সূচনা ঘটে। সেই সময়ে এটি মূলত শহর এলাকায় সেবামূলক কার্যক্রম পরিচালনা করত, তবে বর্তমানে এর সেবা দেশজুড়ে, সমাজের তৃণমূল পর্যায় পর্যন্ত বিস্তার করা হয়েছে। সমাজসেবা অধিদপ্তর এখন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে দেশের দরিদ্র, অবহেলিত, অটিস্টিক, প্রতিবন্ধী এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য বহুমুখী ও ব্যাপক কার্যক্রম পরিচালনা করে আসছে। অধিদপ্তরটি সমাজের এই শ্রেণির মানুষের উন্নয়ন ও কল্যাণে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, যার লক্ষ্য সামাজিক নিরাপত্তা বেষ্টনীর প্রসার ও সুদৃঢ় করা ।

উপজেলা সমাজসেবা অফিসারের গ্রেড কত
উপজেলা সমাজসেবা অফিসারের গ্রেড কত

১৯৪৭ সালে দেশ ভাগের পর ঢাকায় বস্তি সমস্যা ও অন্যান্য সামাজিক সমস্যার উদ্ভব ঘটে। এই সমূহ সমস্যার সমাধান করার জাতিসংঘের পরামর্শে ১৯৫৫ সালে Urban Community Development Board, Dhaka-এর আওতায় শহর সমাজসেবা কার্যালয় এবং সমাজকল্যাণ পরিষদের আওতায় হাসপাতাল সমাজসেবা কার্যক্রম শুরু হয়। পাশাপাশি, ১৯৪৩ সালের বঙ্গীয় ভবঘুরে আইন এবং ১৯৪৪ সালের এতিম ও বিধবা সদন আইনের আওতায় পরিচালিত ভবঘুরে কেন্দ্র এবং রাষ্ট্রীয় এতিমখানার দায়িত্বও ১৯৬১ সালে সমাজকল্যাণ পরিদফতরের অওতায় চলে আসে। এ কার্যক্রমের প্রসার ঘটতে থাকলে, ১৯৭৮ সালে এটি সরকারের একটি স্থায়ী জাতিগঠনমূলক বিভাগে রূপান্তরিত করা হয় এবং ১৯৮৪ সালে “সমাজসেবা অধিদফতর” হিসেবে স্বীকৃতি লাভ করে।

উপজেলা সমাজসেবা অফিসার পদে নিয়োগ যোগ্যতা ?

উপজেলা সমাজসেবা অফিসার এবং অন্যান্য সমমানের পদ: সমাজসেবা অফিসার বা সমমানের পদে সাধারণ প্রার্থীদের বয়সসীমা ৩২ বছর নির্ধারণ করা হয়েছে। তবে, বিভাগীয় প্রার্থীদের জন্য বয়সসীমা ৩৫ বছর পর্যন্ত শিথিলযোগ্য। সরাসরি নিয়োগের ক্ষেত্রে সাধারণ প্রার্থীদের বয়স ৩২ এর মধ্যে সীমাবদ্ধ থাকলেও, বিভাগীয় প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর। পদোন্নতির ক্ষেত্রে বয়সসীমার কোনো নির্দিষ্ট নিয়ম নেই, যেকোনো বয়সেই পদোন্নতি পাওয়া যেতে পারে।

সমাজসেবা অধিদফতর নিয়োগ ও পদোন্নতি বিধিমালা ?

সমাজসেবা অধিদফতর নিয়োগ পদোন্নতি বিধিমালা ২০১৩: গেজেটেড কর্মকর্তা এবং নন-গেজেটেড কর্মচারীদের নিয়োগের বিধিমালা ২০১৩ সালে প্রণয়ন করা হয়েছে। এখানে সমাজসেবা অফিসার পদের জন্য নিয়োগ এবং পদোন্নতির যোগ্যতার বিষয়গুলো নির্ধারিত হয়।

সমাজসেবা নিয়োগ প্রক্রিয়া ও পদোন্নতির যোগ্যতা ?

সমাজসেবা নিয়োগ প্রক্রিয়া ও পদোন্নতির যোগ্যতাঃ সমাজসেবা অফিসারের মোট পদের ২০% পদ পদোন্নতির মাধ্যমে এবং ৮০% পদ সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণ করা হয়ে থাকে । সরাসরি নিয়োগের জন্য প্রার্থীর যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি বা দ্বিতীয় শ্রেণির স্নাতক (সম্মান) ডিগ্রিসহ দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। চার বছরের মেয়াদী দ্বিতীয় শ্রেণির স্নাতক (সম্মান) ডিগ্রিও গ্রহণযোগ্য। সমাজকল্যাণ, সমাজবিজ্ঞান বা সমাজকর্ম বিষয়ে শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন প্রার্থীরা অগ্রাধিকার পেয়ে থাকেন। পদোন্নতির ক্ষেত্রে স্টোর অফিসার, সমাজসেবা অফিসার, প্রশাসনিক কর্মকর্তা ইত্যাদি পদে ন্যূনতম ৫ বছরের চাকরির অভিজ্ঞতা এবং স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। উচ্চমাধ্যমিক বা সমমানের ডিগ্রি সহ ৭ বছরের চাকরির অভিজ্ঞতা ও পদোন্নতির জন্য প্রয়োজন হয়।

সমাজসেবা অধিদফতর নিয়োগ ও পদোন্নতি বিধিমালা ২০১৩ ডাউনলোড করতে পারবেন।

সমাজসেবা অধিদফতর নিয়োগ ও পদোন্নতি বিধিমালা সংশোধিত বিধিমাল ২০২০ঃ ডাউনলোড করতে পারবেন।

আরও জানুনঃ কোন গ্রেডে কত বেতন ? সরকারি চাকরিতে কোন গ্রেডে কত বেতন ২০২৪ ?

উপজেলা সমাজসেবা অফিসারের গ্রেড কত ?

উপজেলা সমাজসেবা অফিসার গ্রেড হলো  ৯ম বা নবম গ্রেডের।

সমাজসেবা অফিসারের বেতন কত ?

নবম গ্রেড বেতন স্কেল হলোঃ

২২০০০-২৩১০০-২৪২৬০-২৫৪৮০-২৬৭৬০-২৮১০০-

২৯৫১০-৩০৯৯০-৩২৫৪০-৩৪১৭০-৩৫৮৮০-৩৭৬৮০৩৯৫৭০-৪১৫৫০-

৪৩৬৩০-৪৫৮২০-৪৮১২০-৫০৫৩০-৫৩০৬০ ।

নবম গ্রেডে বেতন স্কেল শুরু হয় ২২,০০০/- টাকা থেকে, যা সর্বোচ্চ ৫৩,০৬০/- টাকা পর্যন্ত হয়ে থাকে।

সমাজসেবা অফিসারের বাড়িভাড়া ভাতা :

চাকরি শুরুতে একজন সমাজ সেবা অফিসার নিম্নলিখিত হারে বাড়ি ভাড়া ভাতা প্রাপ্য হবেনঃ

সমাজসেবা অফিসারের চিকিৎসা ভাতা

সমাজসেবা অফিসারের শিক্ষা ভাতা ?

উপজেলা সমাজসেবা অফিসারের মোট বেতন কত ?

আরও জানুনঃইউএনও এর বেতন কত ? উপজেলা নির্বাহী অফিসার কিভাবে হওয়া যায় ?

একজন সমাজসেবা অফিসারের অন্যান্য সুবিধা ?

শ্রান্তি ও বিনোদন ভাতা

উৎসব ভাতা

বাংলা নববর্ষ ভাতা

ছুটি সুবিধা

পাহাড়ি ও দুর্গম অঞ্চল ভাতা

মাসিক পাহাড়ি ভাতা

বদলি বা সরকারি কাজে ভ্রমণ ভাতা

দৈনিক ভাতা ও পথ ভাড়া

আরও জানুনঃঅনলাইনে বয়স্ক, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার আবেদন করা ২০২৩ সালের নতুন নির্দেশনা ?

মাতৃত্বকালীন ছুটি

অবসর ভাতা ও আনুতোষিক

গাড়ি সুবিধা ও যাতায়াত ভাতা

গৃহনির্মাণ ঋণ

উপজেলা সমাজসেবা অফিসার কি বিসিএস ক্যাডার ?

উপজেলা সমাজসেবা অফিসার কি গেজেটেড ?

সর্বশেষ কথা

 বাংলাদেশে সরকারি চাকরির ক্ষেত্রে ১ম থেকে ২০তম গ্রেডের বেতন কাঠামো নির্ধারণ করা আছে। সমাজ সেবা অফিসারের পদ খুবই গুরুত্বপূর্ণ এবং সম্মানের।

আইবাস++ ও সরকারি নিউজের আপডেট জানতে আমাদের গুগল নিউজ চ্যানেল ফলো করুন।

Exit mobile version