nocomments

১০ তম গ্রেডের বেতন কত ? ১০ তম গ্রেডের মোট বেতন কত ২০২৪ ?

১০ গ্রেডের বেতন কত ২০২৪ ?

১০ গ্রেডের বেতন কত ২০২৪ ?

সরকারি চাকরি সবারে সবার কাছেই খুবই কাঙ্ক্ষিত বিষয়। অনেকটা সোনার হরিণ পাওয়ার মত। সরকারি চাকরিতে কোন গ্রেডে কত বেতন এবং সর্বমোট বেতন কত হবে ইত্যাদি বিষয় নিয়ে আমাদের অনেকেরই জানা নেই, সেটা জানার অনেকেরই আগ্রহ দেখা যায় । কোন গ্রেডে কত বেতন এটি অনেকের জানা থাকে না আজকে আমরা ১০ গ্রেডের বেতন কত টাকা বেতন হয় এবং বেতন কত হবে এ বিষয়গুলো নিয়ে আলোচনা করব।

এই পোস্ট থেকে নিম্ন বর্ণিত বিষয়সমূহ জানা যাবে :

  • ১০ তম গ্রেডের বেতন কত ?
  • ১০ তম গ্রেডের মোট বেতন কত ?
  • ১০ম গ্রেডের কি কি পদ রয়েছে ?
  • ১০ম গ্রেডের শিক্ষা সহায়ক ভাতা ২০২৩ ?
  • ১০ম গ্রেডের শিক্ষা সহায়ক ভাতা কত টাকা ?
  • ১০ম গ্রেডের শিক্ষা সহায়ক ভাতা প্রাপ্তির সর্বনিম্ন বয়স ?
  • ১০ তম গ্রেডে সর্বসাকুল্যে বেতন কত ?
  • ১০ তম গ্রেডের ভাতাদি কত ও পেনশন কত হতে পারে ?

১০ তম গ্রেডের মুল বেতন এবং স্কেল কত ?

  • ১০ তম গ্রেডের বেতন স্কেল : ১৬০০০-১৬৮০০-১৭৬৪০-১৮৫৩০-১৯৪৬০-২০৪৪০-২১৪৭০-২২৫৫০-২৩৬৮০-২৪৮৭০-২৬১২০-২৭৪৩০২৮৮১০-৩০২৬০-৩১৭৮০-৩৩৩৭০-৩৫০৪০-৩৬৮০০-৩৮৬৪০
  • ১০ তম গ্রেডের মুল বেতন শুরুতে ১৬০০০/- টাকা।
  • ১০ তম গ্রেডের শেষ বেতন ৩৮,৬৪০/- টাকা।
১০ গ্রেডের বেতন কত
১০ গ্রেডের বেতন কত

১০ তম গ্রেডের মোট বেতন কত ২০২৪ ?

জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ১০ তম গ্রেডে নিয়োগকৃত কর্মচারিদের বেতন ও ভাতদি নিম্নে উল্লেখ করা হলোঃ

১০ তম গ্রেডের মোট বেতন কত :

  • অর্থনৈতিক কোড-৩১১১২০১ মুল বেতনঃ১৬,০০০ /- টাকা ।
  • অর্থনৈতিক কোড-৩১১১৩১০ বাড়িভাড়া ভাতাঃ ৯৬০০/- টাকা  ।
  • ঢাকা সিটি কর্পোরেশন এলাকার জন্য ৬০% ও চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, সিলেট,  বরিশাল, রংপুর, নারায়ণগঞ্জ ও গাজিপুর সিটি কর্পোরেশন এবং সাভার এলাকার জন্য ৫০% এবং অন্যান্য স্থানের জন্য ৪৫% ।
  • অর্থনৈতিক কোড-৩১১১৩১১ মেডিকেল ভাতাঃ ১৫০০/- টাকা।

১০ তম গ্রেডে সর্বসাকুল্যে বেতন – ভাতাদি= (১৬,০০০+৯৬০০+১৫০০)=২৭,১০০/- টাকা।

  • ১০ তম গ্রেডের শুরুতে মোট বেতন ২৭,১০০/- টাকা।

আরও জানুনঃ কখন শ্রান্তি বিনোদন ভাতার জন্য আবেদন করবেন ও কোন কোন কর্মকর্তা/কর্মচারি rest and recreation leave প্রাপ্য হবেন না ?

 

১০ম গ্রেডের শিক্ষা সহায়ক ভাতা ২০২৩ ? শিক্ষা সহায়কভাতা কত টাকা এবং শিক্ষা ভাতার অর্থনৈতিক কোড কত ?

(১) সকল কর্মচারীর জন্য সন্তান প্রতি মাসিক ৫০০ (পাঁচ শত) টাকা হারে এবং অনধিক ২ (দুই) সন্তানের জন্য মাসিক সর্বোচ্চ ১০০০ (এক হাজার) টাকা শিক্ষা সহায়কভাতা প্রদেয় হইবে, তবে, স্বামী ও স্ত্রী উভয়ই সরকারি কর্মচারী হইলে সন্তান সংখ্যা যে কোন একজনের ক্ষেত্রেই গণনা করিয়া ভাতার পরিমাণ নির্ধারণ করিতে হইবে।

 (২) বয়সের সাটিফিকেট দাখিল সাপেক্ষে ২১ (একুশ) বৎসর পর্যন্ত বয়সী সন্তানেরা শিক্ষা সহায়কভাতা প্রাপ্য হইবেন।

১০ম গ্রেডের কি কি পদ রয়েছে ?

  • পুলিশের এসআই।
  • সরকারি হাইস্কুলে সহকারি শিক্ষক ?
  • এসএএস সুপারিনটেনডেন্ট
  • সহকারি নির্বচান কর্মকর্তা
  • সহকারি সমাজ সেবা কর্মকর্তা
  • উপ সহকারি কৃষি কর্মকর্তা

এছাড়াও ১০ম গ্রেডের বিভিন্ন সরকারী মন্ত্রণালয়, দপ্তর ও অধিদপ্তরের পদ রয়েছে।

শিক্ষা সহায়ক ভাতা প্রাপ্তির সর্বনিম্ন বয়স ?

  • শিক্ষা সহায়ক ভাতা প্রাপ্যতার সর্বনিম্ন বয়স ৫ বছর।

আরও জানুনঃ অনলাইনে জিপিএফ ব্যালেন্স চেক করার উপায় ২০২৩ এবং জিপিএফ হিসাবের স্লিপ বের করার উপায় ?

শিক্ষা সহায়ক ভাতা প্রজ্ঞাপন ?

(৩) শিক্ষা সহায়কভাতার বিষয়ে অর্থ মন্ত্রণালয়, অর্থ বিভাগের ১৪/১০/২০১৫ খ্রি. তারিখের ০৭.১৭৩.০৩১.০২.০০.০৩০.২০১০-৭৯ নং স্মারক অনুসরণ করিতে হইবে।

শিক্ষা ভাতার অর্থনৈতিক কোড কত ?

শিক্ষা ভাতার অর্থনৈতিক কোড ৩১১১৩০৬

পাহাড়ি ভাতা এবং পাহাড়ি ভাতার অর্থনৈতিক কোড ৩১১১৩০৯

পার্বত্য জেলাসমূহের জেলা সদর ও সদর উপজেলায় নিযুক্ত সকল কর্মচারীর জন্য মূল বেতনের ২০% হারে সর্বোচ্চ ৩০০০ (তিন হাজার) টাকা এবং অন্যান্য উপজেলার জন্য মূল বেতনের ২০% হারে সর্বোচ্চ ৫০০০ (পাঁচ হাজার) টাকা পাহাড়িভাতা প্রদেয় হইবে।

হাওড় ভাতা এবং হাওড় ভাতার অর্থনৈতিককোড ৩১১১৩৪৩

হাওড়/চর/দ্বীপ হিসেবে ঘোষিত ১৬টি উপজেলায় কর্মরত কর্মকর্ত /কর্মচারিরা হাওড় ভাতা পেয়ে থাকেন।

আরও জানুনঃ স্বামীর বা স্ত্রীর মৃত্যুর পর পেনশন জন্য আবেদন করার উপায় ? মৃত ব্যক্তির পেনশন কে  পাবে ?স্বামীর মৃত্যুর পর পেনশন কে পাবে?

শ্রান্তি ও বিনোদন ভাতার সুবিধাঃ

  • প্রতি ৩ (তিন) বছর অন্তর ১ মাসের মূল বেতনসহ এবং ১৫ দিনের ছুটির সুবিধা প্রদান করা হয়।

উৎসব ভাতার সুবিধাঃ

  • ঈদুল ফিতর, ঈদুল আযহা এবং দুর্গাপূজার মতো উৎসব উপলক্ষে কর্মচারীদের উৎসব বোনাস দেওয়া হয়।

বাংলা নববর্ষ ভাতার সুবিধাঃ

  • বাংলা নববর্ষ উদযাপনের জন্য কর্মচারীরা তাদের মূল বেতনের ২০% হারে বাংলা নববর্ষ ভাতা পান।

ছুটি সুবিধাঃ

সরকারি নিয়ম অনুযায়ী মোট ১৮ ধরনের ছুটি ভোগের নিয়ম রয়েছে।

পাহাড়ি ও দুর্গম অঞ্চল ভাতার সুবিধাঃ

  • হাওর, চর, দ্বীপ ও দুর্গম এলাকায় কর্মরত কর্মকর্তা/কর্মচারীদের গ্রেড অনুযায়ী নির্ধারিত ভাতা প্রদান করা হয়।
  • পার্বত্য এলাকায় কাজ করলে মূল বেতনের ২০% (সর্বোচ্চ ৫,০০০ টাকা) পর্যন্ত পাহাড়ি ভাতা দেওয়া হয়।

বদলি ও ভ্রমণ ভাতার সুবিধাঃ

  • সরকারি কাজের জন্য ভ্রমণের ক্ষেত্রে নির্ধারিত নিয়ম অনুযায়ী কর্মকর্তা/কর্মচারীদের দৈনিক ভাতা এবং পথ ভাড়া দেওয়া হয়।

মাতৃত্বকালীন ছুটি এর সুবিধাঃ

  • মহিলা কর্মকর্তা/কর্মচারীরা দু’বার ৬ মাস করে মাতৃত্বকালীন ছুটির সুবিধা পান।

অবসর ভাতা ও আনুতোষিক এর সুবিধাঃ

  • সন্তোষজনকভাবে চাকরি শেষে কর্মকর্তা/কর্মচারীদের অবসর ভাতা এবং এককালীন আনুতোষিক সুবিধা প্রদান করা হয়।

গাড়ি ও যাতায়াত এর সুবিধাঃ

বেশিরভাগ ৯ম গ্রেডের কর্মকর্তারা গাড়ি ব্যবহারের সুবিধা পান।

গৃহনির্মাণ ঋণ এর সুবিধাঃ

সরকারি কর্মকর্তা/কর্মচারীরা ২৫ থেকে ৭৫ লক্ষ টাকা পর্যন্ত গৃহনির্মাণ ঋণ সুবিধা পান। কর্মরত অবস্থায় মৃত্যু বা স্থায়ী অক্ষমতার ক্ষেত্রে ঋণ মওকুফের সুযোগ রয়েছে।

১০তম গ্রেডের পেনশন কত ?

  • ১০তম গ্রেডের স্টাফদের পেনশনের পরিমাণঃ
  • যদি ১০ তম গ্রেডে নিয়োগের পরে আপনি কোন টাইমস্কেল, উচ্চতর গ্রেড নাও পেয়ে থাকেন  ১০ তম গ্রেডের বেতন ও ভাতাদি গ্রহণ করে আপনি অবসরে যান, তাহলে ;
  • ১০তম গ্রেডের কর্মকর্তাদের বেতন স্কেল: ১৬০০০-১৬৮০০-১৭৬৪০-১৮৫৩০-১৯৪৬০-২০৪৪০২১৪৭০-২২৫৫০-২৩৬৮০-২৪৮৭০-২৬১২০-২৭৪৩০২৮৮১০-৩০২৬০-৩১৭৮০-৩৩৩৭০-৩৫০৪০-৩৬৮০০-৩৮৬৪০
  • পেনশন ও আনুতোষিক হিসাব =( শেষ বেসিক*শতকরা হার)/২
  • পেনশন ও আনুতোষিক হিসাব = ( ৩৮,৬৪০*৯০%)/২
  • পেনশন ও আনুতোষিক হিসাব =১৭,৩৮৮/- টাকা
  • এককালীন আনুতোষিকের পরিমাণ =১৭,৩৮৮ টাকা *২৩০ টাকা

                                       = ৩৯,৯৯,২৪০/- টাকা

  • পেনশন মাসিক পেনশনের পরিমাণ =১৭,৩৮৮ টাকা + মেডিকেল ভাতা-১৫০০টাকা ( ৬৫ বছরের উর্দ্ধে হলে ২৫০০/- টাকা)

আইবাস++ ও সরকারি নিউজের আপডেট জানতে আমাদের গুগল নিউজ চ্যানেল ফলো করুন।

১০ম গ্রেড ও অন্যান্য গ্রেডের বাড়ি ভাড়ার নির্ধারণের নিয়ম ?

চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, সিলেট,  বরিশাল, রংপুর, নারায়ণগঞ্জ ও গাজিপুর সিটি কর্পোরেশন এবং সাভার এলাকার জন্য

টাকা ৯৭০০ পর্যন্তমূল বেতনের ৬৫% হারে নূন্যতম টাকা ৫৬০০মূল বেতনের ৫৫% হারে ন্যূনতম টাকা ৫০০০মূল বেতনের ৫০% হারে হারে ন্যূনতম টাকা ৪৫০০
৯৭০১ হইতে টাকা ১৬০০০ পর্যন্তমূল বেতনের ৬০% হারে নূন্যতম টাকা ৬৪০০মূল বেতনের ৫০% হারে নূন্যতম টাকা ৫৪০০মূল বেতনের ৪৫% হারে নূন্যতম টাকা ৪৮০০
১৬০০১ হইতে টাকা ৩৫৫০০ পর্যন্তমূল বেতনের ৫৫% হারে নূন্যতম টাকা ৯৬০০মূল বেতনের ৪৫% হারে নূন্যতম টাকা ৮০০০মূল বেতনের ৪০% হারে নূন্যতম টাকা ৭০০০
টাকা ৩৫৫০১ তদূর্ধ্ব।মূল বেতনের ৫০% হারে নূন্যতম টাকা ১৯৫০০মূল বেতনের ৪০% হারে নূন্যতম টাকা ১৬০০০মূল বেতনের ৩৫% হারে নূন্যতম টাকা ১৩৮০০

আইবাস++ ও সরকারি নিউজের আপডেট জানতে আমাদের গুগল নিউজ চ্যানেল ফলো করুন।

Reply

error: Content is protected !!