Site icon Govt news

পে-স্কেল বাস্তবায়নের আগে সরকারি কর্মচারিদের জন্য ৫০% মহার্ঘ্য ভাতা সহ অন্যান্য দাবি সমূহ ?

পে-স্কেল বাস্তবায়নের আগে সরকারি কর্মচারিদের জন্য ৫০% মহার্ঘ্য ভাতা সহ অন্যান্য দাবি সমূহ

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও জীবন যাত্রার ব্যয় বৃদ্ধির সঙ্গে সমন্বয় করে সব ভাতা পুনঃনির্ধারণ করা এবং জবে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর ও অবসরের বয়স সীমা ৬২ বছর নির্ধারণ করাসহ ৭ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ সরকারী শ্রমিক দাবি আদায় মিলন পরিষদ।

বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই’ শিরোনামে আয়োজিত মানববন্ধনে শুক্রবার (৭ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবের সামনে ‘এসব দাবি জানিয়েছে তারা ।

পে-স্কেল বাস্তবায়নের আগে সরকারি কর্মচারিতের জন্য ৫০% মহার্ঘ্য ভাতা সহ অন্যান্য দাবি সমূহ ?

গুগল নিউজ হতে আপডেট ” নিউজ হতে আইবাস++ ও সরকারি নিউজের আপডেট সংগ্রহ করে নিতে পারেন।

৫০% মহার্ঘ্য ভাতা দেওয়ার জন্য দাবি ?

১০ ধাপে বেতন  Scale  নির্ধারণ করা ?

সচিবালয়ের ন্যায় কর্মচারিদের ১০ গ্রেডে উন্নাীত করা ?

আরও জানুনঃ

সরকারি কর্মচারীদের দৈনিক ভাতার ও ভ্রমণ ভাতার নতুন হার ২০২৩ ?

টাইম স্কেল সিলেকশন গ্রেড পূণর্বহাল ?

১০ম গ্রেডে উন্নীতকরণের দাবি প্রাথমিক সহকারি শিক্ষকদের ?

আউট সোর্সিং পদ্ধতি বাতিল করে রাজস্ব খাতে নিয়োগ ?

আর জানুনঃ

আইবাস++ কর্মচারিদের ভ্রমন বিল অনলাইনে সাবমিট করার পদ্ধতি ? ibas++ta da staff login ?

চাকরীতে প্রবেশের বয়স সীমা বৃদ্ধি ?

আরও জানুনঃ

ফায়ার সার্ভিস বেতন কত ? ফায়ার সার্ভিস বেতন স্কেল ? ফায়ার সার্ভিস স্টেশন অফিসার কত গ্রেড ?

Exit mobile version