nocomments

Ibas++Final payment of GPF on retirement আগে Authority Entry করার পদ্ধতি ?

Ibas++ Final payment of GPF on retirement Authority Entry করার নিম্নের ধাপ অনুসরণ করতে হবেঃ

  • সংশ্লিষ্ট কর্মকর্তা/কর্মচারিকে জিপিএফ ফাইনাল পেমেন্ট করার জন্য আবেদন করতে হবে।
  • জিপিএফ সংক্রান্ত ৬৬৩ ফরম পূরণ করতে হবে।
  • সংশ্লিষ্ট ডিডিও এর ফরওয়াডিংসহ হিসাবরক্ষণ অফিসে প্ররণ করতে হবে।
  • হিসাবরক্ষণ অফিস জিপিএফ সংক্রান্ত সকল ডকুমেন্ট যাচাই করে জিপিএফ চূড়ান্ত উত্তোলনের জন্য অথরিটি জারী করবে।
  • অথরিটি জারীর পর সংশ্লিষ্ট অফিস যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক আর্থিক মঞ্জুরী সহ নির্ধারিত ফরমে হিসাবক্ষরণ অফিসে প্রেরণ করলে হিসাবরক্ষণ অফিস বিলটি পরিশোধ করবে।

আরও জানুনঃ গ্রাচুইটি কি ? সরকারি চাকরিজীবীদের পেনশন কত ? স্ত্রীর পেনশন কি স্বামী পাবে ?

হিসাবরক্ষণ অফিস কর্তৃক ibas++ জিপিএফ ফাইনাল payment authority entry করার পদ্ধতিঃ

Retirement সময় Final payment of gpf এর authority entry করার ১ম ধাপ ?

  • কর্মকর্তা/কর্মচারিদের আবেদন থাকবে।
  • কর্মকর্তা/কর্মচারিদের আবেদনের তারিখ উল্লেখ করতে ।
  • ঐ আবেদনটি আপলোড করতে হবে।

আরও জানুনঃ পিপিও কি , Pension Payment Order, ইপিপিও কি ? ডি-হাফ ( Disburser’s Half) কি ?

Retirement সময় Final payment of gpf এর authority entry করার ২য় ধাপ ?

প্রথমে যে কোন ব্রাউজারের সাহায্যে অডিটরের আইডিতে আইবাস++ এ প্রবেশ করার পর Accounting Mode থেকে Gpf Management তারপর Gpf Transaction হতে Gpf final payment Authority Entry অপশনে প্রবেশ করলে নিচের স্ক্রিন আসবেঃ

  • Pay point: অটোমেটিক সিলেক্ট থাকবে।
  • Employee type: সিলেক্ট করতে হবে।
  • Nid: এনআইডি নম্বর দিয়ে go অপশনে ক্লিক করতে হবে।
  • Application status: দেখা যাবে।
  • Payee name: অটোমেটিক দেখা যাবে।
  • Gpf account number: অটোমেটিক দেখা যাবে।
  • Gpf account number (Old): অটোমেটিক দেখা যাবে।
  • Designation : অটোমেটিক দেখা যাবে।

গুগল নিউজ হতে আপডেট ” নিউজ হতে আইবাস++ ও সরকারি নিউজের আপডেট সংগ্রহ করে নিতে পারেন।

  • Office: অটোমেটিক দেখা যাবে।
  • Type of payment and date: সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারির ক্ষেত্রে যেটি প্রযোজ্য সেটি সিলেক্ট করতে হবে এবং তারিখ দিতে হবে।
  • Application date: এটি অত্যন্ত গরুত্বপূর্ণ । কারণের উল্লেখিত তারিখ পর্যন্ত মুনাফা প্রাপ্য হবেন।
  • Application upload: এটি আপলোপ করে দিতে হবে।
Ibas++ GPF Final Payment Authority Entry করার পদ্ধতি?
Ibas++ GPF Final Payment Authority Entry করার পদ্ধতি?

Ibas++ GPF Final Payment Authority Entry করার পদ্ধতি বিস্তারিত জেনে নিতে পারেন।

রিলেটেড ট্যাগঃ Ibas++ GPF Final Payment Authority Entry ,Ibas ++ gpf final payment authority entry form,Ibas ++ gpf final payment authority entry online,Ibas ++ gpf final payment authority entry pdf,Ibas ++ gpf final payment authority entry login,Ibas ++ gpf final payment authority entry download,

Reply

error: Content is protected !!