আইবাস++

বিদেশে ভ্রমণরতদের আইবাস++ এর ইউজার আইডি’র Password মেয়াদ উত্তীর্ণ হলে পাসওয়ার্ড পরিবর্তন করার উপায় ?

How change password in ibas++ after three months during foreign tour ?

Ibas++ Change Request Management পরিচিতি ?

একজন সরকারি কর্মকর্তা নানাবিধ কারনে দেশের বাইরে গমন করতে পারেন। দেশের বাইরে অবস্থান করার কারণে তার মোবাইল নম্বরটি তিনি ব্যবহার করতে পারেন না। ফলে, তিনি বেতন- বিল সাবমিশন থেকে শুরু করে iBAS++ এর সাথে সংশ্লিষ্ট কর্মকাণ্ড সম্পাদনে OTP সরাসরি তার মোবাইল নম্বরে যায়। মোবাইল নম্বর ব্যবহারের সুযোগ না থাকায় তিনি OTP পেতেন না। ফলে, OTP যাতে ইমেইলে আসে সেজন্য তিনি ম্যানুয়াল পদ্ধতিতে OTP Option Change করতেন।

গুগল নিউজ হতে আপডেট ” নিউজ হতে আইবাস++ ও সরকারি নিউজের আপডেট সংগ্রহ করে নিতে পারেন।

বর্তমানে iBAS++ OTP Option Change Request এর একটি পদ্ধতি সিস্টেমে কার্যকর করেছে। এখন উক্ত কর্মকর্তা iBAS++ এর মাধ্যমে সরাসরি তার ডিডিও এর নিকট OTP Option পরিবর্তনের জন্য Change Request পাঠাবে। যাতে করে দেশের বাইরে অবস্থান করলেও Email এর মাধ্যমে OTP পাওয়া সম্ভব।

OTP Option Change Request এর উল্লেখযোগ্য কিছু সুবিধা হচ্ছেঃ

  • SDO নিজেই Change Request ডিডিও এর নিকট পাঠাতে পারবেন;
  • আনভেরিফাইড থাকলে SDO এর Mobile number ও Email Address  ভেরিফাই করতে পারবেন;
  • Mobile number ও Email Address  এড্রেস পরিবর্তন করতে চাইলে তা পারবে;

বিদেশে ভ্রমণরতদের ইউজার আইডি’র Password মেয়াদ উত্তীর্ণ হলে OTP মাধ্যম পরিবর্তনে করণীয়ঃ


iBAS++ সিস্টেম ব্যবহারকারীর ইউজার আইডি’র Password মেয়াদোত্তীর্ণ হলে Password পরিবর্তনের সময় প্রাপ্ত OTP তার মোবাইল নাম্বারে আসে। কিন্তু, তিনি দেশের বাইরে অবস্থান করলে OTP গ্রহণে সমস্যা দেখা যায়। এজন্য, তিনি OTP প্রাপ্তির মাধ্যম মোবাইল নাম্বারের পরিবর্তে ই-মেইলে গ্রহণ করার জন্য হিসাবরক্ষণ অফিসে আবেদন করবেন।

আরও জানুনঃ কখন শ্রান্তি বিনোদন ভাতার জন্য আবেদন করবেন ও কোন কোন কর্মকর্তা/কর্মচারি rest and recreation leave প্রাপ্য হবেন না ?

আরও জানুন

  • বিদেশ ভ্রমণরতদের ইউজার আইডি’র Password মেয়াদোত্তীর্ণ হলে ই-মেইলে OTP প্রাপ্তির জন্য হিসাবরক্ষণ অফিস বরাবর আবেদন করতে হবে।
  • আবেদনের সাথে ভ্রমণ আদেশ সংযুক্ত করতে হবে।
  • আবেদনে User ID, NID, Date of Birth (DOB), email Address, Mobile Number উল্লেখ
    করতে হবে।
  • সংশ্লিষ্ট হিসাবরক্ষণ অফিস উক্ত আবেদনের ভিত্তিতে ই-মেইল verification সম্পন্ন করবেন।
  • এরপর হিসাবরক্ষণ অফিস OTP মাধ্যম পরিবর্তন করবেন।
  • OTP মাধ্যম পরিবর্তনের পর উক্ত নোটিফিকেশন তিনি ই-মেইলে পাবেন।

আরও জানুনঃ আইবাস++ কর্মচারিদের ভ্রমন বিল অনলাইনে সাবমিট করার পদ্ধতি ২০২৩ ? ibas++ta da staff login ?

  • হিসাবরক্ষণ অফিস OTP মাধ্যম পরিবর্তন পরবর্তী সময় থেকে নির্ধারিত মেয়াদ পর্যন্ত আবেদনকারী তার ই-মেইলে OTPপাবেন। এরপর iBAS++ এর লগইন পেজের নিচে Forget Password এ ক্লিক করার মাধ্যমে নতুন পাসওয়ার্ড সেট করতে হবে।

রিলেটেড ট্যাগঃ ibas++ password change after three months,

admin

Recent Posts

প্রাথমিক সহকারি শিক্ষকদের নিয়োগ ২০২৩ সালের তয় ধাপের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ ।

রাজস্বখাতভুক্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের “সহকারী শিক্ষক নিয়োগ ২০২৩” এর তৃতীয় ধাপরে লিখিত পরীক্ষার ফলাফল ২০২৪…

1 week ago

এমপিওভুক্ত স্কুল শিক্ষকদের বেতন ও ভাতাদি কত ২০২৪ ?

সারা দেশে অসংখ্য বেসরকারি এমপিওভুক্ত মাধ্যমিক স্কুল রয়েছে। এসব বেসরকারি এমপিওভুক্ত মাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষক,…

2 weeks ago

সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকদের বেতন গ্রেড এবং বেতন কত ২০২৪ ?

বাংলাদেশে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যা কত ? বাংলাদেশে শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী…

4 weeks ago

ঈদুল ফিতর এর কতদিন থাকছে ২০২৪ সালে সরকারি ছুটি ?

পোস্ট সামারীঃ কতদিন থাকছে  ঈদুল ফিতর ২০২৪ সালে সরকারি ছুটি ? ঈদুল ফিতর ২০২৪ সরকারি…

1 month ago

ছুটি নগদায়ন নীতিমালা ২০২৪ ?

ছুটি নগদায়নের ইংরেজি কি ? ছুটি নগদায়নের ইংরেজি কি হলো লাম্পগ্রান্ড (lump grant) . ছুটি…

1 month ago