ibas++ payfixation verification number | How recover forget payfixation verification number
ভুলে/ হারিয়ে যাওয়া pay fixation verification number বের করার প্রদ্ধতি ?
প্রত্যেক ১জুলাই মাসে সরকারী কর্মকর্তা/কর্মচারীদের বার্ষিক ইনক্রিমেন্ট প্রদান করা হয়। বার্ষিক ইনক্রিমেন্ট প্রদান এবং pay fixation বিভিন্ন সমস্যা সমাধান করার জন্য ibas++ verification number এর প্রয়োজন হয়। pay fixation verification number বের করার জন্য আমরা http://www.payfixation.gov.bd সাইটে প্রবেশ করে ibas++ verification number করা যাবে।
ভুলে যাওয়া Ibas++ pay fixation এর verification number বের করার জন্য জাতীয় পরিচয়পত্রের নাম্বার ও কাপচা পূরণ করে send verification code আপনার মোবাইলে Pay fixation এর verification number পাওয়া যাবে।
pay fixation verification number বের করার পদ্ধতি বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
এলপিসি কি | শেষ বেতনের প্রত্যায়ন পত্র কি বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
রিলেটেড ট্যাগ: ibas++ payfixation verification number, Pay fixation verification number,
আমি বাংলাদেশ সরকারের অডিট এন্ড একাউন্টস বিভাগের একজন কর্মচারি। প্রায় এক যুগের বেশি সময় ধরে কর্মরত থাকায় বিভিন্ন অভিজ্ঞতা শেয়ার করে থাকি। তারপরও যে কোন ভুল ত্রুটি হলে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। কোন পরামর্শ থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।