প্রতি মাসে ডিডিওগণের কর্মকর্তা/কর্মচারিদের বেতন ভাতা বাবদ মোট খরচ এবং কি কি কর্তন রয়েছে সেটি বের করার প্রয়োজন হয়। এ জন্য ডিডিওদের আইডি হতে পেমেন্ট এন্ড রিকোভারি রিপোর্ট অপশন থেকে নিম্ন লিখিত কোডের তথ্য পাওয়া যাবেঃ
3111101 | Basic pay (Officer) | মূল বেতন (অফিসার) |
3111201 | Basic pay (Employee) | মূল বেতন (কর্মচারী) |
3111301 | Charge allowance | দায়িত্ব ভাতা |
3111310 | Housing rent allowance | বাড়ি ভাড়া ভাতা |
3111311 | Medical allowance | চিকিৎসা ভাতা |
8112201 | General provident fund (Civil) | সাধারণ ভবিষ্য তহবিল (সিভিল) |
8172503 | Employee benevolent fund | কর্মচারী কল্যাণ তহবিল |
8172504 | Employee group insurance fund | কর্মচারী যৌথবিমা তহবিল |
7215101 | House building loan | গৃহনির্মাণ ঋণ |
1111101 | Income tax payable by individuals | ব্যক্তি কর্তৃক দেয় আয়কর |
1162101 | Stamp duty | স্ট্যাম্প ডিউটি |
Ibas++ হতে মাসিক ব্যয় বিবরণী (Ibas++ Payments and Recoveries) বের করার জন্য যে কোন ব্রাউজারের সাহ্যয়্যে ডিডিওগণ তাদের তাদের আইডিতে লগইন করলে নিচের স্ক্রিন আসবেঃ
তারপর Ibas++ Accounting Module এ প্রবেশ করলে নিচের স্ক্রিন আসবেঃ
এখন Ibas++ Repots অপশনে ক্লিক করলে নিচের স্ক্রিন আসবেঃ
তারপর ibas++ register ক্লিক করলে নিচের স্ক্রিন আসবেঃ
Ibas++ এ register অপশনে registers ড্রপডাউন অপশন হতে Register 04 –Ibas++ Payments and Recoveries সিলেক্ট করে Run Report ক্লিক করলে পেমেন্ট এন্ড রিকোভারি রিপোর্ট রিপোর্ট পাওয়া যাবে।
Ibas++ online gpf account balance check করার জন করুন।
আইবাস++ এ কর্মকর্তা/কর্মচারিদের পেমেন্ট এন্ড রিকোভারি বের করার ভিডিও দেখে নিন।
Related tag: Ibas ++ payment and recovery pdf,ibas++ payment and recovries,Ibas ++ payment and recovery 2021,Ibas ++ payment and recovery online,Ibas ++ payment and recovery login
আমি বাংলাদেশ সরকারের অডিট এন্ড একাউন্টস বিভাগের একজন কর্মচারি। প্রায় এক যুগের বেশি সময় ধরে কর্মরত থাকায় বিভিন্ন অভিজ্ঞতা শেয়ার করে থাকি। তারপরও যে কোন ভুল ত্রুটি হলে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। কোন পরামর্শ থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।