Site icon Govt news

আইবাস++ এ কর্মকর্তা/কর্মচারিদের পেমেন্ট এন্ড রিকোভারি রিপোর্ট বের করার পদ্ধতি?

Ibas++ Payments ?

প্রতি মাসে ডিডিওগণের কর্মকর্তা/কর্মচারিদের বেতন ভাতা বাবদ মোট খরচ এবং কি কি কর্তন রয়েছে সেটি বের করার প্রয়োজন হয়। এ জন্য ডিডিওদের আইডি হতে পেমেন্ট এন্ড রিকোভারি রিপোর্ট অপশন থেকে নিম্ন লিখিত কোডের তথ্য পাওয়া যাবেঃ

3111101Basic pay (Officer)মূল বেতন (অফিসার)
3111201Basic pay (Employee)মূল বেতন (কর্মচারী)
3111301Charge allowanceদায়িত্ব ভাতা
3111310Housing rent allowanceবাড়ি ভাড়া ভাতা
3111311Medical allowanceচিকিৎসা ভাতা
8112201General provident fund (Civil)সাধারণ ভবিষ্য তহবিল (সিভিল)
8172503Employee benevolent fundকর্মচারী কল্যাণ তহবিল
8172504Employee group insurance fundকর্মচারী যৌথবিমা তহবিল
7215101House building loanগৃহনির্মাণ ঋণ
1111101Income tax payable by individualsব্যক্তি কর্তৃক দেয় আয়কর
1162101Stamp dutyস্ট্যাম্প ডিউটি
Ibas++ Payments and Recoveries

Ibas++ হতে মাসিক ব্যয় বিবরণী (Ibas++ Payments and Recoveries) বের করার জন্য যে কোন ব্রাউজারের সাহ্যয়্যে ডিডিওগণ তাদের তাদের আইডিতে লগইন করলে নিচের স্ক্রিন আসবেঃ

Ibas++ Payments ?

তারপর Ibas++ Accounting Module এ প্রবেশ করলে নিচের স্ক্রিন আসবেঃ

আইবাস++ পেমেন্ট এন্ড রিকোভারি রিপোর্ট

এখন Ibas++ Repots অপশনে ক্লিক করলে নিচের স্ক্রিন আসবেঃ

Ibas++ Payments and Recoveries

তারপর ibas++ register ক্লিক করলে নিচের স্ক্রিন আসবেঃ

Ibas++ পেমেন্ট এন্ড রিকোভারি রিপোর্ট

Ibas++ এ register অপশনে registers ‍ড্রপডাউন অপশন হতে Register 04 –Ibas++ Payments and Recoveries সিলেক্ট করে Run Report ক্লিক করলে পেমেন্ট এন্ড রিকোভারি রিপোর্ট রিপোর্ট পাওয়া যাবে।

Ibas++ Recoveries

Ibas++ online gpf account balance check করার জন করুন।

আইবাস++ এ কর্মকর্তা/কর্মচারিদের পেমেন্ট এন্ড রিকোভারি বের করার ভিডিও দেখে নিন।

Related tag: Ibas ++ payment and recovery pdf,ibas++ payment and recovries,Ibas ++ payment and recovery 2021,Ibas ++ payment and recovery online,Ibas ++ payment and recovery login

Exit mobile version