Site icon

How ibas++ pay bill submission 2025 ?

ibas++ এর মাধ্যমে সকল সরকারি কর্মকর্তা/কর্মচারিদের বেতন বিল পেয়ে থাকে। এ জন্য সরকারি কর্মকর্তা/কর্মচারিদের প্রত্যেক মাসে ibas++ এ pay bill submissionn করতে হয়। প্রতি মাসের কোন তারিখের পর পরবর্তী মাসের ibas++ এ online salary bill submission করার অপশন সংক্রিয়ভাবে খুলে দেওয়া হয়, কখন আপনার বেতন বিলে টোকেন নম্বন পড়ে এবং তারপর কি করতে হয়, এ সংক্রান্ত সকল বিষয় নিয়ে অর্থাৎ অনলাইনে বেতন বিল দাখিল করার উপায় বিস্তারিত আলোচনা করব।

এই পোস্ট থেকে নিম্নলিখিত বিষয় সমূহ জানা যাবেঃ

প্রতি মাসে কোন তারিখে ibas++ pay bill submissionএ র জন্য অপশন খুলে দেওয়া হয় ?

অনলাইনে বেতন বিল দাখিল করার উপায় ?

আইবাস++এর ওয়েবসাইটে প্রবেশঃ

ibas++ pay bill submission
ibas++ pay bill submission

ibas ++ salary login জন্য লগইন করার উপায় ১ম ধাপ ?

Ibas++ এ প্রত্যেক মাসের কর্মকর্ত/কর্মচারিদের বেতন সাবমিট করতে হয় । ibas++online salary অথবা ibas++ এ online pay bill submission করার জন্য প্রথমে ibas++ এ login করতে হবে।

ইউজার আইডিতে প্রবেশঃ

এরপর লগইন আপশনে ক্লিক করতে হবে। ক্লিক করলে নিচের স্ক্রিন আসবেঃ

ibas++ pay bill submission

আপনার আইবাস++ ইউজার আইডি ও পাসওয়ার্ড এবং ক্যাপচা পূরণ করে লগইন করে Budget Execution প্রবেশ করতে হবে।

ibas++ pay bill submission ?

ibas++ pay bill submission করার পূর্বে তথ্য সমূহ যাচাই:

ibas++ pay bill submission

Your salary bill for the month of March-2025 (Bill #004577) has been accepted and forwarded to DDO.

ibas ++ salary এর জন্য লগইন করার উপায় ২য় ধাপ ?

Login ID: এই ঘরে আপনার লগইন আই ডি টাইপ করুন।

Password: এই ঘরে আপনার পাসওয়ার্ড টাইপ করুন। পাসওয়ার্ড টাইপ করলে আপনি ***** এই স্টার চিহ্ন দেখতে পাবেন।

সর্তকবাণী: আপনার পাসওয়ার্ডের গোপনীয়তা রক্ষা করার ব্যাপারে আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে। আপনার ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে অন্য কেউ ডাটা সংযোজন বা মুছে ফেললে তার দায়দায়িত্ব আপনাকেই নিতে হবে, কারণ আইবাস++ এ স্বয়ংক্রিয়ভাবে সকল কার্যক্রমের রেকর্ড সংরক্ষণ করা হয়ে থাকে।

ibas ++ login জন্য লগইন করার উপায় ৩য় ধাপ ?

গেজেটেড সরকারি কর্মকর্তার বেতন বিল অনলাইন ?

আইবাস++ এ গেজেটেড কর্মকর্তাদের বেতন বিল অনলাইনে সাবমিট করতে নিম্নলিখিত বিষয় সমূহ লক্ষ্য করা প্রয়োজন :

আরও দেখুনঃ সাধারণ ভবিষ্য তহবিল (জিপিএফ) অগ্রিম উত্তোলনের নিয়ম ২০২২

আইবাস++ এ অনলাইন বেতন বিলের জন্য লগইন করার উপায় ৪র্থ ধাপ ?

অনলাইনে বেতন বিল দাখিল করার উপায় ?

ibas++ pay bill submission

আইবাস++ বেতনের জন্য লগইন করার উপায় ৫ম ধাপ ?

আইবাস++ ও সরকারি নিউজের আপডেট জানতে আমাদের গুগল নিউজ চ্যানেল ফলো করুন।

salary login জন্য লগইন করার উপায় ৬ষ্ট ধাপ ?

বেতন বিল ডিডিও কর্তৃক ফরওয়ার্ড করার প্রয়োজন আছে কিনা ?

Ibas++ এ salary bill এ কখন টোকেন নম্বর পাওয়া যায় ?

আপনার বেতন বিল হিসাবরক্ষণ অফিস ইএফটি করেছে কিনা ?

অনলাইনে বেতন বিল দাখিল করার সময় জিপিএফ তথ্য পরিবর্তন করা যায় কিনা ?

অনলাইনে বেতন বিল দাখিল করার সময় প্রতি জুলাই মাসে আপনার বেতন বিল সেটিং আপশন থেকে নিজে নিজে জিপিএফ তথ্য পরিবর্তন করতে পারবেন।

আয়করের তথ্য কথন পরিবর্তন করা যায় ?

অনলাইনে বেতন বিল দাখিল করার সময় প্রতি জুলাই মাসে আপনার বেতন বিল সেটিং আপশন থেকে নিজে নিজে আয়করের তথ্য পরিবর্তন করতে পারবেন।

গেজেটেড সরকারি কর্মকর্তার বেতন বিল অনলাইন ?

আইবাস++ এ অফিসারদের বেতন বিল সাবমিট করার পদ্ধতি | ibas++ online pay bill submission tutorial ভিডিও দেখে নিতে পারেন।

শেষ কথাঃ সরকারি কর্মকর্তা/কর্মচারিদের আইবাস++ এর মাধ্যমে অনলাইনে বেতন বিল দাখিল করা ডিজিটাল বাংলাদেশ গড়ার পথে অনেক এগিয়েয়ে সরাকারি আর্থিক ব্যবস্থাপনা । এতে করে খুব অল্প সময়ে বেতন বিল দাখিল এবং হিসাবরক্ষণ খুব সহজেই করা সম্ভব হয় । তারপরও সকল হিসাবের হার্ডকপি সংরক্ষণ করে রাখা উচিত।

আইবাস++ ও সরকারি নিউজের আপডেট জানতে আমাদের গুগল নিউজ চ্যানেল ফলো করুন।

Exit mobile version