How ibas++ pay bill submission 2025 ?
ibas++ এর মাধ্যমে সকল সরকারি কর্মকর্তা/কর্মচারিদের বেতন বিল পেয়ে থাকে। এ জন্য সরকারি কর্মকর্তা/কর্মচারিদের প্রত্যেক মাসে ibas++ এ pay bill submissionn করতে হয়। প্রতি মাসের কোন তারিখের পর পরবর্তী মাসের ibas++ এ online salary bill submission করার অপশন সংক্রিয়ভাবে খুলে দেওয়া হয়, কখন আপনার বেতন বিলে টোকেন নম্বন পড়ে এবং তারপর কি করতে হয়, এ সংক্রান্ত সকল বিষয় নিয়ে অর্থাৎ অনলাইনে বেতন বিল দাখিল করার উপায় বিস্তারিত আলোচনা করব।
এই পোস্ট থেকে নিম্নলিখিত বিষয় সমূহ জানা যাবেঃ
- প্রতি মাসে কোন তারিখে ibas++ salary bill এর জন্য অপশন খুলে দেওয়া হয় ?
- ibas++ salary জন্য লগইন করার উপায় ?
- ibas++online salary bill submission বা অনলাইনে বেতন বিল দাখিল করার উপায় ?
- বেতন বিল ডিডিও কর্তৃক ফরওয়ার্ড করার উপায় ?
- Ibas++ এ salary bill এ কখন টোকেন নম্বর পাওয়া যায় ?
- ibas++online pay bill submission করার ভিডিও ?
প্রতি মাসে কোন তারিখে ibas++ pay bill submissionএ র জন্য অপশন খুলে দেওয়া হয় ?
- প্রতি মাসের ২০ তারিখের পর পরবর্তী মাসের ibas++ এ online salary bill submission করার অপশন সংক্রিয়ভাবে খুলে দেওয়া হয়। ২০ তারিখের আগে আপনি কোনভাবেই ibas++ এ online salary bill সাবমিট করতে পারবেন না।
অনলাইনে বেতন বিল দাখিল করার উপায় ?
আইবাস++এর ওয়েবসাইটে প্রবেশঃ
- যে কোন ব্রাউজারে যেমনঃ mozilla firefox অথবা google chrome এর সাহায্যে এই লিংকে https://ibas.finance.gov.bd/ প্রবেশ করতে হবে। প্রবেশ করলে নিচের নতুন স্ক্রিন আসবেঃ
ibas ++ salary login জন্য লগইন করার উপায় ১ম ধাপ ?
Ibas++ এ প্রত্যেক মাসের কর্মকর্ত/কর্মচারিদের বেতন সাবমিট করতে হয় । ibas++online salary অথবা ibas++ এ online pay bill submission করার জন্য প্রথমে ibas++ এ login করতে হবে।
ইউজার আইডিতে প্রবেশঃ
এরপর লগইন আপশনে ক্লিক করতে হবে। ক্লিক করলে নিচের স্ক্রিন আসবেঃ
আপনার আইবাস++ ইউজার আইডি ও পাসওয়ার্ড এবং ক্যাপচা পূরণ করে লগইন করে Budget Execution প্রবেশ করতে হবে।
ibas++ pay bill submission ?
- অনলাইনে বেতন বিল দাখিল করার জন্য Pay bill bill থেকে Submission অপশনে ক্লিক করতে হবে।
- এখান অর্থবছর এবং স্যালারীর মাস প্রদর্শন করবে।
- “Go” অপশনে ক্লিক করলে বেতন ভাতাদির সকল তথ্য দেখা যাবে।
ibas++ pay bill submission করার পূর্বে তথ্য সমূহ যাচাই:
- মুল বেতন এবং বাড়ি ভাড়া, মেডিকেল ভাতা এবং শিক্ষা ভাতা ( যদি থাকে) যাচাই করতে হবে।
- সেটিং অপশন হতে জুলাই মাসে জিপিএফ, আয়কর ছাড়া অন্য কোন তথ্য পরিবর্তন করতে পারবেন না।
- জিপিএফ এর তথ্য একবারের বেশি পরিবর্তন করতে পারবেন না।
- যে কোন তথ্য পরিবর্তন করতে হলে ১০গ্রেড থেকে ১ম গ্রেড কর্মকর্তাদের হিসাবরক্ষণ অফিস হতে পরিবর্তন করা যাবে।
- ১১গ্রেড হতে ২০ গ্রেড পর্যন্ত কর্মচারিদের তথ্য সংশ্লিষ্ট ডিডিও পরিবর্তন করতে পারবে।
- মনে রাখা ভাল যে কোন গ্রেডের কর্মকর্তা/কর্মচারিদের তথ্য হিসাবরক্ষণ অফিস হতে পরিরব্তন করা যাবে।
ibas++ pay bill submission
- বিলের সকল তথ্য ঠিকাঠাক থাকলে “Submit” বাটনে ক্লিক করতে হবে।
- চার ডিজিটের ওটিপি আপনার মোবাইল (iBAS: OTP : 8859. Please use this number as an one-time key for confirming online bill submission.) এবং ইমেল এ প্রেরণ করা হবে।
- ওটিপি দিয়ে ok বাটনে ক্লিক করলে বিল সাবমিট হয়ে যাবে ।
Your salary bill for the month of March-2025 (Bill #004577) has been accepted and forwarded to DDO.
- iBas++
ibas ++ salary এর জন্য লগইন করার উপায় ২য় ধাপ ?
Login ID: এই ঘরে আপনার লগইন আই ডি টাইপ করুন।
Password: এই ঘরে আপনার পাসওয়ার্ড টাইপ করুন। পাসওয়ার্ড টাইপ করলে আপনি ***** এই স্টার চিহ্ন দেখতে পাবেন।
সর্তকবাণী: আপনার পাসওয়ার্ডের গোপনীয়তা রক্ষা করার ব্যাপারে আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে। আপনার ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে অন্য কেউ ডাটা সংযোজন বা মুছে ফেললে তার দায়দায়িত্ব আপনাকেই নিতে হবে, কারণ আইবাস++ এ স্বয়ংক্রিয়ভাবে সকল কার্যক্রমের রেকর্ড সংরক্ষণ করা হয়ে থাকে।
ibas ++ login জন্য লগইন করার উপায় ৩য় ধাপ ?
গেজেটেড সরকারি কর্মকর্তার বেতন বিল অনলাইন ?
আইবাস++ এ গেজেটেড কর্মকর্তাদের বেতন বিল অনলাইনে সাবমিট করতে নিম্নলিখিত বিষয় সমূহ লক্ষ্য করা প্রয়োজন :
- প্রতেক মাসের ২০ তারিখের পরে আইবাসে অনলাইনে বেতন বিল দাখিল করার জন্য মাস ওপেন করার হয়।
- ২০ তারিখের পরে যে কোন সময় আপনি আইবাসে অনলাইনে বেতন বিল দাখিল করতে পারবেন।
আরও দেখুনঃ সাধারণ ভবিষ্য তহবিল (জিপিএফ) অগ্রিম উত্তোলনের নিয়ম ২০২২
আইবাস++ এ অনলাইন বেতন বিলের জন্য লগইন করার উপায় ৪র্থ ধাপ ?
অনলাইনে বেতন বিল দাখিল করার উপায় ?
- আইবাস++ এ লগইন করার পর Budget Execution থেকে paybill থেকে bill submission অপশনে ক্লিক করলে নিচের স্ক্রিন আসবে।
আইবাস++ বেতনের জন্য লগইন করার উপায় ৫ম ধাপ ?
- যে মাসের বেতন বিল দাখিল করতে চান সেই অর্থবছর এবং মাস নির্বাচন করে ‘Go ক্লিক করলে আপনার বেতন বিল প্রদর্শিত হবে। এখানে আপনি কোন তথ্য পরিবর্তন করতে পারবেন না। এরপর সাবমিট বাটনে ক্লিক করলে মোবাইলে আপনার ওটিপি যাবে। ওটিপি দিয়ে সাবমিট করলে Your salary bill for the month of x (bill #x) has been accepted and forwarded to ddo এই ম্যাসেজ আপনার মোবাইলে পাবেন।
আইবাস++ ও সরকারি নিউজের আপডেট জানতে আমাদের গুগল নিউজ চ্যানেল ফলো করুন।
salary login জন্য লগইন করার উপায় ৬ষ্ট ধাপ ?
বেতন বিল ডিডিও কর্তৃক ফরওয়ার্ড করার প্রয়োজন আছে কিনা ?
- এখন আপনার বিলটি আপনার ডিডিও এর আইডিতে যাবে।
- ডিডিও আপনার বিল ফরওয়ার্ড করলে Your salary bill for the month of x ( Token #x) has been forwarded by DDO to UAO/DAFO/CAFO .
Ibas++ এ salary bill এ কখন টোকেন নম্বর পাওয়া যায় ?
- DDO Forward করলে আপনি টোকেন নম্বর পাবেন। টোকেন নম্বর পাওয়ার অর্থ হলো আপনার বেতন বিল হিসাবরক্ষণ অফিসে দাখিল করা হয়েছে।
আপনার বেতন বিল হিসাবরক্ষণ অফিস ইএফটি করেছে কিনা ?
- আপনার আ্রইবাস++ আইডিতে প্রবেশ করার পর হিসাবরক্ষণ অফিস EFT Transmit করলে EFT File Transmitted প্রর্দশিত হলে আপনার বেতন বিল হিসাবরক্ষণ অফিস ইএফটি প্রদান করেছে।
অনলাইনে বেতন বিল দাখিল করার সময় প্রতি জুলাই মাসে আপনার বেতন বিল সেটিং আপশন থেকে নিজে নিজে জিপিএফ তথ্য পরিবর্তন করতে পারবেন।
অনলাইনে বেতন বিল দাখিল করার সময় প্রতি জুলাই মাসে আপনার বেতন বিল সেটিং আপশন থেকে নিজে নিজে আয়করের তথ্য পরিবর্তন করতে পারবেন।
গেজেটেড সরকারি কর্মকর্তার বেতন বিল অনলাইন ?
আইবাস++ এ অফিসারদের বেতন বিল সাবমিট করার পদ্ধতি | ibas++ online pay bill submission tutorial ভিডিও দেখে নিতে পারেন।
শেষ কথাঃ সরকারি কর্মকর্তা/কর্মচারিদের আইবাস++ এর মাধ্যমে অনলাইনে বেতন বিল দাখিল করা ডিজিটাল বাংলাদেশ গড়ার পথে অনেক এগিয়েয়ে সরাকারি আর্থিক ব্যবস্থাপনা । এতে করে খুব অল্প সময়ে বেতন বিল দাখিল এবং হিসাবরক্ষণ খুব সহজেই করা সম্ভব হয় । তারপরও সকল হিসাবের হার্ডকপি সংরক্ষণ করে রাখা উচিত।
আইবাস++ ও সরকারি নিউজের আপডেট জানতে আমাদের গুগল নিউজ চ্যানেল ফলো করুন।

আমি বাংলাদেশ সরকারের অডিট এন্ড একাউন্টস বিভাগের একজন কর্মচারি। প্রায় এক যুগের বেশি সময় ধরে কর্মরত থাকায় বিভিন্ন অভিজ্ঞতা শেয়ার করে থাকি। তারপরও যে কোন ভুল ত্রুটি হলে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। কোন পরামর্শ থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।