Site icon Govt news

সেলফ ড্রয়িং অফিসারদের ibas++ta da bill entry & ta bill submission করার উপায় ২০২৪?

অর্থ মন্ত্রণালয়ের ১-৩-২০২৩ খ্রিস্টাব্দ তারিখের পত্র নির্দেশনা অনুযায়ী দৈনিক ভাতা, ভ্রমণ ভাতা ও বদলিজনিত ভ্রমণ ভাতা বিল আইবাস++ এর মাধ্যমে অনলাইনে দাখিল করতে হবে। অর্থাৎ এখন থেকে আর কোন ভ্রমণ ভাতা বিল ম্যানুয়ালি দেওয়া যাবে না এবং অনলাইনে দাখিল করতে হবে। অনলাইনে দাখিল করা বিলের পাশাপাশি একটি হার্ডকপির প্রিন্ট কপি অনুমোদনসহ সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্রসহ ibas++ এ ta da bill submission দাখিল  করতে হবে এবং বিমানে ভ্রমণের ক্ষেত্রে ভ্রমণের প্রমাণক হিসেবে আবশ্যিকভাবে বোর্ডিং পাস আপলোড করতে হবে এবং সাথে বোর্ডিং পাসের মূল কপি জমা প্রদান করতে হবে। এ পোস্ট থেকে Ibas++ta da bill entry এবং ta bill submission করার পদ্ধতি বিস্তারিত জানার চেষ্টা করব।

Ibas ++ ta da bill entry করার পূর্বে যে সমস্ত বিষয় সমূহ জানা দরকার ?

আর জানুনঃ

আইবাস++ কর্মচারিদের ভ্রমন বিল অনলাইনে সাবমিট করার পদ্ধতি ? ibas++ta da staff login ?

১ম ধাপঃ

ibas++ ta bill submission করার উপায় ?

Ibas++ এ অনলাইনে স্টাফদের ভ্রমন বিল করার জন্য যে কোন ব্রাউজারের সাহায্যে ibas.finance.gov.bd ঠিকানায় প্রবেশ করলে নিচের স্ক্রিন আসবেঃ

২য় ধাপঃ

আইবাস++ টিএ ডিএ বিল সাবমিশন করার উপায় ?

ibas++এ sdo tada bill দাখিল করার জন্য ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করলে নিচের স্ক্রিন আসবেঃ

Ibas++ta da Bill entry by sdo | সেলফ ড্রয়িং অফিসারদের ভ্রমন আইবাসে বিল এন্টি করার উপায় ২০২৩?

৩য় ধাপঃ

আইবাস++ টিএ ডিএ বিল সাবমিশন করার উপায় ?

এখানে Ibas++ এ Budget Execution অপশনে ক্লিক করলে নিচের স্ক্রিন আসবেঃ

ibas++ ta bill submission করার উপায় ?

চতুর্থ ধাপঃ

ibas++ ta bill submission করার উপায় ?

Ibas++ এ tour Diary অপশনে ক্লিক করলে নিচের স্ক্রিন আসবেঃ

Ibas++ta da Bill entry

৫ম ধাপঃ

আইবাস++ ভ্রমনবিল এন্টি করার উপায় ?

তারপর Tour Diary Entry (Self)অপশনে ক্লিক করলে নিচের স্ক্রিন আসবেঃ

Ibas++ta da Bill entry

আরও জানুনঃ

সরকারি কর্মচারীদের দৈনিক ভাতার ও ভ্রমণ ভাতার নতুন হার ২০২৩ ?

Ibas ++ta da bill entry করার সময় যে সমূহ খেয়াল করতে হবে ?

Employee name: অটোমেটিক দেখা যাবে।

পারিবারিক-পেনশন-ফরম-২-২ ” নিউজ হতে আইবাস++ ও সরকারি নিউজের আপডেট সংগ্রহ করে নিতে পারেন।

এখানে যাত্রার তারিখ এবং প্রস্থানের তারিখ এন্টি করতে হবে।

৬ষ্ট ধাপঃ

Ibas++ta da Bill entry করার উপায় ?

Ibas++ta da Bill entry

আরও জানুনঃIbas++ এ অনলাইন ভ্রমন বিল ডিডিও কর্তৃক ফরওয়ার্ড করার উপায় ২০২৩ ?

অনলাইনে ভ্রমণ বিল দাখিলের সেলফ কনন্ট্রোলিং অফিসার কে কে ?

আরও জানুন: Ibas++ online ta da bill status | Ibas ++ online ta da bill status check করার জন্য এখানে ক্লিক করুন।

শেষ কথাঃসরকারি কর্মকর্তা-কর্মচারীদের ভ্রমণবিল অনলাইনে ibas++ এর মাধ্যমে দাখিল এবং অনুমোদন করার পরে হার্ড কফি সহ অবশ্যই হিসাবরক্ষণ অফিসে বিল দাখিল করতে হবে। হার্ডকপি ছাড়া হিসাব রক্ষণ অফিসে বিল দেখে বিল পাস করার অনুমতি নেই সুতরাং অনলাইনে সাবমিশনের পাশাপাশি অবশ্যই হার্ডকপি দাখিল করতে ।

Exit mobile version