gpf information system কি ?

জিপিএফ সিস্টেম ব্যবস্থাপনা ও ব্যবহারের সাথে জড়িত বিভিন্ন পক্ষের ভূমিকা, দায়িত্ব ও কর্তব্য যে কোন তথ্য প্রযুক্তি ব্যবস্থাপনার ন্যায় আইবাস++ এর জিপিএফ ব্যবস্থাপনার সাথেও ৩টি পক্ষ জড়িত। ·  প্রথম পক্ষ সিস্টেম তৈরী করেন · দ্বিতীয় পক্ষ তৈরীকৃত সিস্টেম ব্যবহার করেন · সবচেয়ে গুরুত্বপূর্ণ তৃতীয় পক্ষ সেবা গ্রহণ করেন।

GPF information system Bangladesh কী ?

· আইবাস++ এর মাধ্যমে জিপিএফ ব্যবস্থাপনাকে অটোমেশন করার ফলে সেবার মান নিঃসন্দেহে সহজ, নির্ভুল ও দ্রুততর হয়েছে। জিপিএফ বিধি-বিধান ও আদেশ এবং হিসবারক্ষণ অফিস ও সরকারী কর্মচারীদের চাহিদা মোতাবেক human intervention সর্বনিম্ন পর্যায়ে রেখে অটোমেশনের মাধ্যমে সিস্টেমটির উন্নয়ন চলমান আছে।

GPF Fund Statement কি ?

· ১. জিপিএফ হিসাব খোলাঃ এজন্য GPF Information এবং GPF Account Opening মেনু ব্যবহার করা হয়। এখানে চাঁদা কর্তন শুরুর সঠিক মাস, মাসিক চাঁদার পরিমাণ, মুনাফা গ্রহণের অপশনের তথ্য, নমিনির তথ্য ও প্রত্যেকের প্রাপ্য অংশ ইত্যাদি সঠিকভাবে এন্ট্রি ও অনুমোদনের দায়িত্ব সিস্টেম ব্যবহারকারী কর্মচারীদের।

GPF Fund Statement কি ?

২. চাঁদার হার ও মুনাফার অপশন পরিবর্তনঃ এজন্য GPF Subscription Configuration Entry/Change মেনু ব্যবহার করা হয়। এখানে পরিবর্তিত মাসিক চাঁদার পরিমাণ, নতুন হারে চাঁদা কর্তন শুরুর সঠিক মাস, মুনাফার অপশন পরিবর্তন ও তা অনির্দিষ্টকাল চলমান কিনা সে তথ্য ইত্যাদি সঠিকভাবে এন্ট্রি ও অনুমোদনের দায়িত্ব সিস্টেম ব্যবহারকারী কর্মচারীদের।

gpf nominee form

নমিনেশন পরিবর্তনঃ নতুন নমিনির তথ্যাদি ও প্রত্যেকের প্রাপ্য অংশ GPF Subscriber Nominee Entry মেনুতে সঠিকভাবে এন্ট্রি ও GPF Subscriber Nominee Approve মেনুর মাধ্যমে অনুমোদনের দায়িত্ব সিস্টেম ব্যবহারকারী কর্মচারীদের।

– জিপিএফ স্লিপ বের করার উপায় অথবা অনলাইনে জিপিএফ হিসাব দেখার বা      অনলাইনে জিপিএফ ব্যালেন্স চেক ও প্রিন্ট করার  নিয়ম ?

· আপনি কর্মকর্তা হলে আপনার নিজের আইডি থেকে জিপিএফ ব্যালেন্স দেখতে পারবেন এবং জিপিএফ স্লিপ প্রিন্ট করে নিতে পারবে। · আপনি যদি কর্মচারি হয়ে থাকেন তাহলে আপনার ডিডিও এর আইডি থেকে জিপিএফ ব্যালেন্স দেখতে পারবেন এবং জিপিএফ স্লিপ প্রিন্ট করে নিতে পারবে। · এছাড়া আপনি পেনশন ও ফান্ড ম্যানেজমেন্ট থেকে নিজে নিজেই জিপিএফ ব্যালেন্স দেখতে পারবেন এবং জিপিএফ স্লিপ প্রিন্ট করে নিতে পারবে।

জিপিএফ কি ? জিপিএফ ব্যালেন্স এর স্লিপ বের করার নিয়ম ? ।অনলাইনে জিপিএফ ব্যালেন্স চেক করার উপায় ?