অবকাশ বিভাগের ছুটির নিয়ম ? অবকাশ বিভাগের ছুটি গড় বেতনে না অর্ধগড় বেতনে অর্জন করবে ?
অবকাশ বিভাগের ছুটির নিয়ম ?
- অবকাশ বিভাগের কোন কর্মচারী যে বৎসর পূর্ণ অবকাশ ভোগ করেন উক্ত বৎসর তিনি গড় বেতনে কোন ছুটি প্রাপ্য হন না । [Rule-8(1)(a). P.L.R.1959]
- কোন কর্মচারীকে কোন বৎসর পূর্ণ অবকাশ ভোগ করতে দেয়া না হলে ঐ বৎসরের জন্য নির্ধারিত পূর্ণ অবকাশের জন্য ৩০ দিন অনুপাতে যতদিন অবকাশ ভোগ করতে দেয়া হয়নি ততদিনের জন্য গড় বেতনে ছুটি প্রাপ্য হবেন। [Rule-8 (1) (b), P.L.R.1959]
গুগল নিউজ হতে আপডেট ” নিউজ হতে আইবাস++ ও সরকারি নিউজের আপডেট সংগ্রহ করে নিতে পারেন।
অবকাশ বিভাগের ছুটি গড় বেতনে না অর্ধগড় বেতনে অর্জন করবেন ?
- অবকাশ বিভাগের কোন কর্মচারী যদি কোন বৎসর কোন অবকাশ ভোগ না করেন তবে তিনি অবকাশ বিভাগের কর্মচারী না হলে ঐ বৎসর যে হারে ছুটি অর্জন করতেন ঐ হারে গড় বেতনে ছুটি অর্জন করবেন । [Rule-8(1)(c), P.L.R.1959]
- অবকাশ বিভাগের কর্মচারীরা অন্যান্য সরকারী কর্মচারীদের ন্যায় অর্ধ-গড় বেতনে ছুটি অর্জন করতে এবং ভোগ করতে পারবেন । [Rule-8(1)(d),. P. L. R. 1959]
- অবকাশ বিভাগের কর্মচারী অবকাশ যাপন কালীন সময়েও অর্ধ- গড় বেতনে ছুটি অর্জন করেন । (সিজিএ/ অভিযোগ সেল/ অধ্যক্ষ/ রামগড়/ ৫৬/৭৫০ তারিখঃ ১৭-৭-২০০০ ইং।
প্রাথমিক শিক্ষকদের শ্রান্তি বিনোদন ছুটির নিয়ম ?
- অবকাশ ভোগী কর্মচারীদের শ্রান্তি বিনোদন ছুটি অবকাশ যাপনের সময় মঞ্জুর করা হলে উক্ত ছুটি ছুটির হিসাব হতে ডেবিট হবে না এবং উক্ত সময়ে কোন ছুটি অর্জনও হবে না । (সিজিএ/অভিযোগ সেল/অধ্যক্ষ/ রামগড়/৫৬/৭৫০ তারিখঃ ১৭-৭-২০০০ ইং।
- অবকাশ বিভাগের কোন কর্মচারীর অর্জিত ছুটি পাওনা থাকলে ১২ মাস গড় বেতনে L P R মঞ্জুর করা যাবে । যদি ১২ মাসের অর্জিত ছুটি পাওনা না থাকে তবে যতদিন পাওনা থাকবে ততদিন গড় বেতনে এবং অবশিষ্ট সময় অর্ধ গড় বেতনে L P R মঞ্জুর করা যাবে। (সিজিএ কার্যালয়ের স্মারক নং সিজিএ/অভিযোগ সেল/অধ্যক্ষ/রামগড়/৫৬/৭৫০ তারিখঃ ১৭- ৭-২০০০ ইং।
- অবকাশ বিভাগের কোন কর্মচারীকে উর্ধ্বতন কর্তৃপক্ষের কোন সাধারন/ বিশেষ আদেশের মাধ্যমে অবকাশ যাপন হতে বিরত রাখা হলে সেক্ষেত্রেই কেবল তিনি অবকাশ ভোগ না করার জন্য গড় বেতনে ছুটি অর্জন করবেন। নিজ হতে অবকাশ যাপনে বিরত থাকলে উক্ত ছুটি অর্জনের সুবিধা প্রাপ্য হবেন না । (সিজিএ কার্যালয়ের স্মারক নং সিজিএ/পদ্ধতি(উঃ নিঃ)/ ৩২৩/২২১৮/২ তারিখঃ ২১-৫-২০০২ ইং।
গড় বেতন ও অর্ধগড় বেতন এর ছুটিকালে প্রাপ্য সুবিধা কি কি সুবিধা প্রাপ্য হবে ?
গড় বেতন ও অর্থ গড় বেতন এর ছুটিকালে প্রাপ্য সুবিধা সমূহ গড় বেতনে ও অর্ধ-গড় বেতনের ছুটিকালে ছুটির বেতন, বাড়ী ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, টিফিন ভাতা,আবাসিক টেলিফান সুবিধা ও ছুটির মেয়াদ ১ মাসের অধিক না হলে পত্রিকার সুবিধা প্রাপ্য। [No. ED (Reg-IV)- 202/83-39 Date. 10-5-83; অম/অবি(বাস্ত-১)/ভাতা-১০/৯৮/১৭৪ তারিখ : ০৯-০৯-১৯৯৮ ইং]
আরও জানুনঃ গর্ভাবস্থায় টিকা দেওয়ার নিয়ম এবং গর্ভকালীন সময়ে কোন টিকা নিতে হয় ?
গড় বেতন ও অর্ধগড় বেতন এর ছুটিকালে প্রাপ্য সুবিধা কি কি সুবিধা প্রাপ্য হবে না ?
গড় বেতন ও অর্ধ-গড় বেতনের ছুটিকালে যে সকল সুবিধা প্রাপ্য নয় গড় বেতনে ও অর্ধ-গড় বেতনের ছুটিকালে ভ্রমন ভাতা, যাতায়াত ভাতা, আপ্যায়ন ভাতা/আপ্যায়ন খরচ, অর্ডারলি ও ছুটির মেয়াদ ১ মাসের অধিক হলে সরকারী খরচে পত্রিকার সুবিধা প্রাপ্য নয়। [No. ED (Reg-IV)- 202/83-39 Date 10-5-83; অম/অবি(বাস্ত-১)/ভাতা-১০/৯৮/১৭৪ তারিখ : ০৯-০৯-১৯৯৮ ইং]
রিলেটেড ট্যাগঃ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের অর্জিত ছুটির হিসাব ?অবকাশ বিভাগের ছুটির নিয়ম ?
আমি বাংলাদেশ সরকারের অডিট এন্ড একাউন্টস বিভাগের একজন কর্মচারি। প্রায় এক যুগের বেশি সময় ধরে কর্মরত থাকায় বিভিন্ন অভিজ্ঞতা শেয়ার করে থাকি। তারপরও যে কোন ভুল ত্রুটি হলে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। কোন পরামর্শ থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।