নতুন নিয়মে আইবাস++ এ মোবাইল নম্বর পরিবর্তন | ibas++mobile employee number change
Ibas ++ mobile employee number change online SDO ও স্টাফদের ক্ষেত্রে ?
Ibas ++এ স্টাফদের অর্থাৎ ১১তম গ্রেড হতে ২০ গ্রেডের স্টাফদের মোবাইল নম্বর পরিবর্তন করার ক্ষেত্রে নিম্নলিখিত তথ্যাদি পূরণ করতে হবেঃ
- নতুন মোবাইল নম্বরটি আইবাস++ যে এনআইডি পে ফিক্সেশন করার আছে সেই এনআইডি মোবাইল নম্বরটি রেজিস্ট্রেশন করতে হবে।
- মোবাইল নম্বর পরিবর্তন করার জন্য ডিডিও বরাবর আবেদন করতে হবে।
SDO এর ক্ষেত্রে আইবাস++ এ মোবাইল নম্বর পরিবর্তন | ibas++mobile employee number change করার উপায় ?
- SDO:
আইবাস++ এ মোবাইল নম্বর পরিবর্তন করার জন্য Mobile No Change Request(Self) মেনুর মাধ্যমে নতুন মোবাইল নম্বরের তথ্য এন্ট্রি করতে হবে।
Ibas ++ mobile employee number change online স্টাফদের ক্ষেত্রে ?
Ibas ++ mobile employee number change online স্টাফদের ক্ষেত্রে DDO তার আইডি হতে
আইবাস++ এ কর্মচারীদের মোবাইল নম্বরের তথ্য পরিবর্তন করার জন্য DDO কে Mobile No Change –> Mobile No Change Request Entry(Staff) সিলেক্ট করতে হবে।
ibas++online salary bill submission করার উপায় ? | ibas++ salary
Ibas ++ mobile employee number change online SDO ও স্টাফদের উভয়ের ক্ষেত্রে Mobile No Change Request Forward করা উপায় ?
Mobile No Change –> Mobile No Change Request Forward(By DDO) মেনুর মাধ্যমে DDO কর্তৃক কর্মকর্তা এবং কর্মচারী, উভয়ের মোবাইল নম্বরের তথ্য যাচাই করে হিসাব রক্ষন অফিসে অগ্রায়ণ করবেন।
আইবাস++ মোবাইল নম্বর পরিবর্তন করার জন্য ফাইনাল অনুমোদন করবে হিসাবরক্ষণ অফিস।
Accounts Office:
Employee Management–> Mobile No Change Request Approve মেনুর মাধ্যমে মোবাইল নম্বরের তথ্য সচল করতে হবে।
ibas++ mobile number change করার ভিডিও দেখে নিতে পারেন।
গুগল নিউজ হতে আপডেট ” নিউজ হতে আইবাস++ ও সরকারি নিউজের আপডেট সংগ্রহ করে নিতে পারেন।
রিলেটেড ট্যাগঃ ibas++ mobile number change,Ibas ++ mobile employee number change pdf,Ibas ++ mobile employee number change form
আমি বাংলাদেশ সরকারের অডিট এন্ড একাউন্টস বিভাগের একজন কর্মচারি। প্রায় এক যুগের বেশি সময় ধরে কর্মরত থাকায় বিভিন্ন অভিজ্ঞতা শেয়ার করে থাকি। তারপরও যে কোন ভুল ত্রুটি হলে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। কোন পরামর্শ থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।