ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার বেতন কত এবং লাম্পগ্র্যান্ট, মাসিক পেনশন ও আনুতোষিকের বকেয়া প্রাপ্যতা বিষয়ে স্পষ্টিকরণ।
এই পোস্ট থেকে নিম্নলিখিত বিষয়সমূহ জানা যাবেঃ
- ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা বেতন স্কেল কত ?
- ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার গ্রেড কত ?
- ইউনিয়ন ভূমি উপ সহকারী কর্মকর্তার বেতন স্কেল কত ?
- ইউনিয়ন ভূমি উপ সহকারী কর্মকর্তার গ্রেড কত ?
ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার বেতন এবং লাম্পগ্র্যান্ট, মাসিক পেনশন ও আনুতোষিকের বকেয়া প্রাপ্যতা বিষয়ে স্পষ্টিকরণ।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
অর্থ মন্ত্রণালয়, অর্থ বিভাগ
বাস্তবায়ন অনুবিভাগ
বাস্তবায়ন-১ অধিশাখা
www.mof.gov.bd
বিষয়: ভূমি সহকারী কর্মকর্তা এবং ভূমি উপ-সহকারী কর্মকর্তা পদের উন্নীত স্কেলে বেতন নির্ধারণের ভিত্তিতে লাম্পগ্র্যান্ট, মাসিক পেনশন ও আনুতোষিকের বকেয়া প্রাপ্যতা বিষয়ে স্পষ্টিকরণ।
সূত্র:হিসাব মহানিয়ন্ত্রক এর কার্যালয়ের স্মারক নং-০৭.০৩.০০০০.০০৯.৩১.১৪১ (খন্ড-১).১৮-১৮৪, তারিখঃ ২২-০১-২০২৩
উপর্যুক্ত বিষয় ও সূত্রোক্ত পত্রের পরিপ্রেক্ষিতে নির্দেশক্রমে অর্থ বিভাগের নিম্নোক্ত মতামত জানানো হলো :
অর্থমন্ত্রণালয়ের অর্থ বিভাগের বাস্তবায়ন-১ শাখা ০৬-০৭-২০২২ তারিখে জারিকৃত নম্বর স্মারকের ৮নং ক্রমিকের শেষে ‘কোন বকেয়া প্রাপ্য হবেন না’ শর্তটি চাকরিরত, পিআরএল ভোগৱত, পেনশন ভোগরত এবং মৃত্যুবরণকারী সকলের জন্য প্রযোজ্য। একই স্মারকের ৭নং ক্রমিকে ৩১-০১-২০২২ তারিখ হতে পুনঃনির্ধারিত স্কেলে আর্থিক সুবিধা প্রদেয় হবে মর্মে উল্লেখ করা হয়েছে। সুতরাং কোন চাকরিরত, পিআরএল ভোগরত, পেনশন ভোগরত এবং মৃত্যুবরণকারী কর্মকর্তা পুনঃনির্ধারিত স্কেলে নির্ণিত মূল বেতন অনুযায়ী ৩১-০১-২০২২ তারিখে যে বেতন, লাম্প গ্র্যান্ট, আনুতোষিক বা মাসিক পেনশন প্রাপ্য হতেন (প্রযোজ্যমত), কেবলমাত্র তা পুনঃনির্ধারিত স্কেলে নির্ণিত মূল বেতনের ভিত্তিতে ৩১-০১-২০২২ তারিখ হতে প্রাপ্য হবেন। অর্থাৎ ৩১-01-2022 তারিখের পূর্বের কোনরূপ বকেয়া প্রাপ্য হবেন না।”
(রীভা চাকমা)
উপসচিব
ফোন: ২২৩৩৮0781
গুগল নিউজ হতে আপডেট ” নিউজ হতে আইবাস++ ও সরকারি নিউজের আপডেট সংগ্রহ করে নিতে পারেন।
ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা বেতন স্কেল কত ? বেতন স্কেল ( প্রাক্তন তহশীলদার) ১৬ নম্বর গ্রেড হতে ১১নম্মর স্কেল এ উন্নীত করা হয়েছে।
১১ তম গ্রেডের বেতন স্কেল:
টাকা-১২৫০০-১৩১৩০-১৩৭৯০-১৪৪৮০-১৫২১০-১৫৯৮০১৬৭৮০-১৭৬২০-১৮৫১০-১৯৪৪০-২০৪২০-২১৪৫০-২২৫৩০-২৩৬৬০-২৪৮৫০-২৬১০০-২৭৪১০-২৮৭৯০-৩০২৩০
- চাকরির শুরুতে মুল বেতন হবে ১২,৫০০/- টাকা
- অর্থনৈতিক কোড-৩১১১৩১০ বাড়িভাড়া ভাতাঃ ৫৬২৫/- টাকা (ঢাকা সিটি কর্পোরেশন এলাকার জন্য ৬০% ও চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, সিলেট, বরিশাল, রংপুর, নারায়ণগঞ্জ ও গাজিপুর সিটি কর্পোরেশন এবং সাভার এলাকার জন্য ৫০% এবং অন্যান্য স্থানের জন্য ৪৫% )
- অর্থনৈতিক কোড-৩১১১৩১১ মেডিকেল ভাতাঃ ১৫০০/- টাকা
- অর্থনৈতিক কোড-৩১১১৩১৪ টিফিন ভাতাঃ ২০০/- টাকা
- অর্থনৈতিক কোড-৩১১১৩০২ যাতায়াত ভাতাঃ ৩০০/- টাকা
মোট বেতন ভাতাদি= (১২৫০০+৫৬২৫+১৫০০+২০০+৩০০)=২০,১২৫/- টাকা। এ ছাড়াও যাতায়াত ভাতা এবং শিক্ষা ভাতা প্রাপ্য হবেন।
ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার গ্রেড কত ?
ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার গ্রেড বর্তমানে ১১তম গ্রেড।
ইউনিয়ন ভূমি উপ সহকারী কর্মকর্তার বেতন স্কেল কত ?
বেতন স্কেল ( প্রাক্তন সহকারি তহশীলদার) ১৭ নম্বর গ্রেড হতে ১২ নম্মর স্কেল এ উন্নীত করা হয়েছে।
ইউনিয়ন ভূমি উপ সহকারী কর্মকর্তার বেতন স্কেল ১১৩০০-১১৮৭০-১২৪৭০-১৩১০০-১৩৭৬০-১৪৪৫০১৫১৮০-১৫৯৪০-১৬৭৪০-১৭৫৮০-১৮৪৬০-১৯৩৯০২০৩৬০-২১৩৮০-২২৪৫০- ২৩৫৮০-২৪৭৬০-২৬০০০-২৭৩০০
- চাকরির শুরুতে মুল বেতন হবে ১২,৫০০/- টাকা
- অর্থনৈতিক কোড-৩১১১৩১০ বাড়িভাড়া ভাতাঃ ৫০৮৫/- টাকা (ঢাকা সিটি কর্পোরেশন এলাকার জন্য ৬০% ও চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, সিলেট, বরিশাল, রংপুর, নারায়ণগঞ্জ ও গাজিপুর সিটি কর্পোরেশন এবং সাভার এলাকার জন্য ৫০% এবং অন্যান্য স্থানের জন্য ৪৫% )
- অর্থনৈতিক কোড-৩১১১৩১১ মেডিকেল ভাতাঃ ১৫০০/- টাকা
- অর্থনৈতিক কোড-৩১১১৩১৪ টিফিন ভাতাঃ ২০০/- টাকা
- অর্থনৈতিক কোড-৩১১১৩০২ যাতায়াত ভাতাঃ ৩০০/- টাকা
মোট বেতন ভাতাদি= (১১৩০০+৫০৮৫+১৫০০+২০০+৩০০)=১৮,৩৮৫/- টাকা। এ ছাড়াও যাতায়াত ভাতা এবং শিক্ষা ভাতা প্রাপ্য হবেন।
ইউনিয়ন ভূমি উপ সহকারী কর্মকর্তার গ্রেড কত ?
ইউনিয়ন ভূমি উপ সহকারী কর্মকর্তার গ্রেড বর্তমানে ১২তম গ্রেড।
ইউনিয়ন ভূমি উপ সহকারী কর্মকর্তার গ্রেড বর্তমানে ১২তম গ্রেড : ১১৩০০-১১৮৭০-১২৪৭০-১৩১০০-১৩৭৬০-১৪৪৫০১৫১৮০-১৫৯৪০-১৬৭৪০-১৭৫৮০-১৮৪৬০-১৯৩৯০২০৩৬০-
২১৩৮০-২২৪৫০- ২৩৫৮০-২৪৭৬০-২৬০০০-২৭৩০০
ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (প্রাক্তন তহশীলদার) এবং তহশীলদার) পদের উন্নীত স্কেলে বেতন নির্ধারণের বিষয়ে অর্থ বিভাগের নির্দেশনা প্রদান সংক্রান্ত ১৫৫ নম্বর ০৬ জুলাই ২০২২ খ্রিঃ তারিখের পত্র ডাউনলোড করে নিতে পারেন।
ভুমি মন্ত্রণালয়ের আওতাধীন মাঠ প্রশাসনে কর্মরত ইউনিয়ন ভুমি সহকারী বেতনস্কেল পুনঃনির্ধারণ এর ১২৪ নম্বর পত্রের ৩০/০৫/২০১৩ তারিখের আদেশ ডাউনলোড করে নিতে পারেন।
আমি বাংলাদেশ সরকারের অডিট এন্ড একাউন্টস বিভাগের একজন কর্মচারি। প্রায় এক যুগের বেশি সময় ধরে কর্মরত থাকায় বিভিন্ন অভিজ্ঞতা শেয়ার করে থাকি। তারপরও যে কোন ভুল ত্রুটি হলে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। কোন পরামর্শ থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।