nocomments

ই-নামজারি কি ? ই-নামজারি আবেদন বা ই-নামজারি সিস্টেম নাগরিকের আবেদন করার উপায় ?

এই পোস্ট থেকে নিম্নলিখিত বিষয়সমূহ জানা যাবেঃ

  • ই-নামজারি কি ?
  • ই-নামজারি কোন প্রতিষ্ঠান নির্মাণ করেছে ?
  • ই-নামজারি আবেদন বা ই-নামজারি সিস্টেম নাগরিকের আবেদন করার উপায় ?
  • ই-নামজারি আবেদন বা ই-নামজারি সিস্টেম নাগরিকের আবেদনের সাথে কি কি কাগজ পত্রের প্রয়োজন হয় ?
  • ই- নামজারি ফি কত ?

ই-নামজারি, ই- নামজারি ফি, ই-নামজারি আবেদন ফরম, ই-নামজারি কোন প্রতিষ্ঠান নির্মাণ করেছে, ই-নামজারি আবেদন, ই-নামজারি সিস্টেম নাগরিকের আবেদন

ই-নামজারি কি ?

  • জমি খারিজ করতে হয়রানি রোধ করার জন্য ই-নামজারি চালু করা হয়েছে।
  • রাখব নিষ্কন্টক জমি-বাড়ি করব সবাই ই-নামজারি

ই-নামজারি কোন প্রতিষ্ঠান নির্মাণ করেছে ?

সকল জমির মালিকের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ভূমি মন্ত্রণালয়ের নির্দেশনা এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন (a2i) প্রোগ্রাম ও ভূমি সং বোর্ডের উদ্যোগে ভূমি সংক্রান্ত সেবাসমূহ জনগণের দোরগোড়ায় স্বল্প সময়ে জনগণের দরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য উপজেলা ভূমি অফিসে ই-নামজারি চালু করা হয়েছে।

গুগল নিউজ হতে আপডেট ” নিউজ হতে আইবাস++ ও সরকারি নিউজের আপডেট সংগ্রহ করে নিতে পারেন।

ই-নামজারি আবেদন বা ই-নামজারি সিস্টেম নাগরিকের আবেদন করার উপায় ?

ই-নামজারি আবেদন অনলাইনে করার জন্য নিম্নের ধাপসমূহ অনুসরণ করতে হবে :

  • www.land.gov.bd
  •  অনলাইন আবেদন
  •  নামজারি

ধাপ ১ ■ নামজারি আবেদনের জন্য ক্লিক করুন: www.land.gov.bd

ই-নামজারি আবেদন বা ই-নামজারি সিস্টেম নাগরিকের আবেদনের সাথে কি কি কাগজ পত্রের প্রয়োজন হয় ?

আবেদন এর সঙ্গে যুক্ত করুন (রেকর্ডীর মালিকের মাধ্যমে হলে) : (ক) আবেদনকারির পাসপোর্ট সাইজের ছবি ১ কপি

(খ) জাতিয় পরিচয়পত্র / নাগরিক সনদ/পাসপোর্ট- এর ফটোকপি (গ) হাল সনের ভূমি উন্নয়ন কর (খাজনা) পরিশোধের দাখিলা (খ) সর্বশেষ মালিকের নামীয় খতিয়ান

(ঙ) দলিল মূলে মালিক হলে- সাব কবলা/হেবা/

বন্টন নামা দলিলের ফটোকপি

(চ) ওয়ারিশ মূলে মালিক হলে

ওয়ারিশ সনদ

(ছ) রেকর্ডীয় মালিকের মাধ্যম ব্যতীত আদালতের রায়/ডিক্রি হলে রায়ের কপি /ডিক্রির কপি দিতে হবে।

আরও জানুনঃ স্বামীর বা স্ত্রীর মৃত্যুর পর পেনশন জন্য আবেদন করার উপায় ? মৃত ব্যক্তির পেনশন কে  পাবে ?স্বামীর মৃত্যুর পর পেনশন কে পাবে?

ই- নামজারি ফি কত ?

অনলাইনে জমির ই- নামজারি ফি নিম্নরুপঃ

  • কোর্ট ফি বাবদ ২০/-(বিশ) টাকা
  • নোটিশ জারি ফি বাবদ ৫০/- (পঞ্চাশ) টাকা জমা প্রদান করতে হবে।

ধাপ ৩ ■ প্রয়োজনীয় কাগজপত্র স্ক্যান করে নাগরিক কর্ণার থেকে আপলোডপূর আবেদন ফরমটি পূরণ করে দাখিল করুন।

জনস্বার্থে সকলকে উপরোক্ত ধাপসমূহ অনুসরণপূর্বক অনলাইনে নামজারি আবেদন (ই-মিউটেশন) করতে আপনার সহকারী কমিশনার (ভূমি) বরাবরে আবেদন দাখিলের জন্য অনুরোধ করা হলো।

আবেদনপত্রের সাথে সংযুক্ত তথ্যাদি সঠিক থাকলে সহকারী কমিশনার (ভূমি) গণ নির্ধারিত সময়ের মধ্যে অবশ্যই নামজারি কার্যক্রম সম্পন্ন করবেন।

রিলেটেড ট্যাগঃ ই-নামজারি, ই- নামজারি ফি, ই-নামজারি আবেদন ফরম, ই-নামজারি কোন প্রতিষ্ঠান নির্মাণ করেছে, ই-নামজারি আবেদন, ই-নামজারি সিস্টেম নাগরিকের আবেদন

Reply

error: Content is protected !!