nocomments

উচ্চতর গ্রেডে বেতন নির্ধারণ পদ্ধতি | উচ্চতর গ্রেডে বেতন নির্ধারণ ফরম

উচ্চতর গ্রেডে বেতন নির্ধারণ পদ্ধতি ?

যে কোন ব্রাউজারের সাহ্যয্যে অনলাইনে উচ্চতর গ্রেডে বেতন নির্ধারণ এর জন্য pay fixation.gov.bd ঠিকানায় প্রেবেশ করার পর নিচের স্ক্রিন আসবেঃ

উচ্চতর গ্রেডে বেতন নির্ধারণ পদ্ধতি
উচ্চতর গ্রেডে বেতন নির্ধারণ পদ্ধতি

তারপর উচ্চতর গ্রেডে বেতন নির্ধারণ পদ্ধতির জন্য পরবর্তী ধাপে ক্লিক করলে নিচের স্ক্রিন আসবেঃ

উচ্চতর গ্রেডে বেতন নির্ধারণ পদ্ধতি
ibas++ higher scale payfixation

এখানে অনলাইনে বেতন উচ্চতর গ্রেডে বেতন নির্ধারণ পদ্ধতির জন্য নিচের জরুরী নির্দেশনা ভালভাবে দেখে নিতে হবেঃ

সরকারি কর্মচারীগণ এই ওয়েবসাইট ব্যবহার করে জাতীয় বেতন স্কেল ২০১৫ এ ১.৭.২০১৫ তারিখে বেতন নির্ধারণ এবং পরবর্তীতে নতুন নিয়োগ, বদলী, টাইমস্কেল, সিলেকশন গ্রেড, উচ্চতর গ্রেড, বেতন পুনঃনির্ধারণ এবং সমপদে স্কেল উন্নীতকরণ জনিত বেতন নির্ধারণী ফরম দাখিল করবেন। হিসাবরক্ষণ কার্যালয় দাখিলকৃত তথ্যসমূহ যাচাই করে প্রতিপাদন করবেন।

পূর্ব প্রস্তুতি: ১. জাতীয় পরিচয়পত্র

২. মোবাইল ফোন নম্বর

৩. বেতন নির্ধারণ সংক্রান্ত অফিস আদেশ এবং আনুসংগিক সকল কাগজপত্র যথা, নিয়োগ, বদলী, টাইমস্কেল, সিলেকশন গ্রেড, উচ্চতর গ্রেড, বেতন পুনঃনির্ধারণ প্রভৃতি সংক্রান্ত অফিস আদেশের সফট কপি (পিডিএফ/জেপিইজি ফরমেটে)

৪. নতুন নিয়োগের ক্ষেত্রে শিক্ষাগত সনদ, যোগদানপত্র, স্বাস্থ্যগত সনদ ইত্যাদির সফট কপি (পিডিএফ/জেপিইজি ফরমেটে)

৫. চলমান এবং নতুন নিয়োগ ব্যতীত অন্যান্য বেতন নির্ধারণের জন্য ০১/০৭/২০১৫ তারিখের বেতন নির্ধারণ ‘ভেরিফিকেশন নম্বর’

৬. প্রিন্ট করার ব্যবস্থা

সূত্রঃ payfixation.gov.bd

তারপর প্রিন্ট নিয়েছি, পড়েছি এবং বুঝেছি অপশনে টিক চিহ্ন দিয়ে পরবর্তীতে ক্লিক করলে নিচের স্ক্রিন আসবেঃ

উচ্চতর গ্রেডে বেতন নির্ধারণ পদ্ধতি
ibas++ higher scale payfixation পদ্ধতি

অনলাইনে বেতন নির্ধারণে যদি চলামান, নতুন নিয়োগ (new pay fixation),নতুন নিয়োগে (বেতন সংরক্ষণ), পদোন্নতি বেতন নির্ধারণ, টাইমস্কেল বেতন নির্ধারণ, সেলেকশন গ্রেড বেতন নির্ধারণ, জাতীয়করণকৃত মাধ্যমিক/কলেজের বেতন নির্ধারণ, উচ্চতর গ্রেড বেতন নির্ধারণ, ইনক্রিমেন্ট হয় অর্থাৎ আপনার ক্ষেত্রে যে অপশনটি প্রয়োজ্য সেই অপশনে প্রবেশ করবেন। উচ্চতর গ্রেডে বেতন নির্ধারণে ক্লিক করলে নিচের স্ক্রিন আসবেঃ

উচ্চতর গ্রেডে বেতন নির্ধারণ পদ্ধতি
ibas++ higher scale payfixation পদ্ধতি

ibas++ higher scale payfixation জন্য হাঁ বাটনের ক্লিক করলে নিচের স্ক্রিন আসবেঃ

উচ্চতর গ্রেডে বেতন নির্ধারণ পদ্ধতি
ibas++ higher scale payfixationপদ্ধতি

তারপর অপনি আপনার ক্যাটাগরি অনুযায়ী অপশন সিলেক্ট করবেন। বেসামরিক সিলেক্ট করলে নিচের স্ক্রিন আসবেঃ

ibas++ higher scale payfixation
ibas++ higher scale payfixation পদ্ধতি

তারপর উচ্চতর গ্রেডে বেতন নির্ধারণের জন্য ন্যাশনাল আইডি(National ID), ভেরীফিকেশন নাম্বার (Verification No) এবং ক্যাপচা পূরণ করে লগইন এ ক্লিক করলে নিচের স্ক্রিন আসবেঃ

ibas++ higher scale payfixation
ibas++ higher scale payfixation পদ্ধতি

তারপর ok অপশনে ক্লিক করলে নিচের স্ক্রিন আসবেঃ

আপনার মোবাইলে প্রেরিত চার ডিজিটের কোড (Verification code) দিয়ে Validate অপশনে ক্লিক করলে নিচের স্ক্রিন আসবেঃ

ibas++ higher scale payfixation
ibas++ higher scale payfixation

তারপর ibas++ higher scale payfixation পদ্ধতি সাধারণ তথ্য সমূহ অটোমেটিক দেখা যাবে। উপরের তথ্য গুলো পূরণ করে খসড়া দেখুন অপশনে ক্লিক করলে নিচের স্ক্রিন আসবেঃ

ibas++ higher scale payfixation
ibas++ higher scale payfixation পদ্ধতি

যদি তথ্য সংশোধন করার দরকার তাহলে সংশোধন করুন অপশনে আর যদি সংশোধন করার দরকার না হয়, তাহলে দাখিল করুন অপশনে ক্লিক করুন।

দাখিল করার পর অপনি প্রিন্ট করুন অপশনে থেকে প্রিন্ট করে নিবেন । তারপর ডিডিও অনুমোদনের পর হিসাবরক্ষণ অফিসের অনুেমোদনের জন্য প্রেরণ করতে হবে।

নিজে নিজে online এ gpf account balance check করার পদ্ধতি ভিডিও দেখে নিতে পারেন।

বিস্তারিত ভিডিও দেখুন ।

ibas++ higher scale payfixationপদ্ধতি || pay fixation.gov.bd || Ibas++ pay fixation 2021 bd

Reply

error: Content is protected !!