nocomments

এমপিওভুক্ত স্কুল শিক্ষকদের বেতন ও ভাতাদি কত ২০২৪ ?

সারা দেশে অসংখ্য বেসরকারি এমপিওভুক্ত মাধ্যমিক স্কুল রয়েছে। এসব বেসরকারি এমপিওভুক্ত মাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষক, সিনিয়র সহকারি শিক্ষক, সহকারি শিক্ষকসহ অন্যান্য কর্মকর্তা/কর্মচারি রয়েছে। আজকে আমরা বেসরকারি এমপিওভুক্ত মাধ্যমিক স্কুল সহকারি শিক্ষকদের বেতন কোন গ্রেড নির্ধারিত হয় এবং বেতন স্কেলসহ অন্যান্য সুযোগ-সুবিধা নিয়ে আলোচনা করব।

গুগল নিউজ হতে আপডেট ” নিউজ হতে আইবাস++ ও সরকারি নিউজের আপডেট সংগ্রহ করে নিতে পারেন।

এমপিওভুক্ত স্কুল শিক্ষকদের সহকারি শিক্ষকদের বেতন গ্রেড কত ?

  • এমপিও নীতিমালা ২০২১ অনুযায়ী প্রশিক্ষণ ছাড়া এমপিওভুক্ত স্কুল সহকারি শিক্ষকগণ এগারো তম গ্রেডে বেতন প্রাপ্য হবেন।
  • এমপিও নীতিমালা ২০২১ অনুযায়ী প্রশিক্ষণ থাকলে এমপিওভুক্ত স্কুল সহকারি শিক্ষকগণ দশম (১০) গ্রেডে বেতন প্রাপ্য হবেন।

আরও জানুনঃ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকদের বেতন গ্রেড এবং বেতন কত ২০২৪ ?

বেসরকারি এমপিওভুক্ত  মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকদের বেতন স্কেল  কত ?

  • ২০১৫ সালের পে স্কেল অনুযায়ী বেসরকারি এমপিওভুক্ত  মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি  শিক্ষকদের প্রশিক্ষণ না থাকলে বেতন স্কেল হবে ১১ তম গ্রেডে। ১১তম গ্রেডের বেতন স্কেল : ১২৫০০-১৩১৩০-১৩৭৯০-১৪৪৮০-১৫২১০-১৫৯৮০-১৬৭৮০-১৭৬২০-১৮৫১০-১৯৪৪০-২০৪২০-২১৪৫০-২২৫৩০২৩৬৬০-২৪৮৫০-২৬১০০-২৭৪১০-২৮৭৯০-৩০২৩০
বেসরকারি এমপিওভুক্ত  মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকদের বেতন স্কেল  কত
বেসরকারি এমপিওভুক্ত  মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকদের বেতন স্কেল  কত
  • বেসরকারি এমপিওভুক্ত  মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকদের ১১তম শুরুতে মুল বেতন ১২,৫০০/- টাকা ও ১১ম গ্রেডের সর্বশেষ মুল বেতন ৩০,২৩০/- টাকা।
  • ২০১৫ সালের পে স্কেল অনুযায়ী বেসরকারি এমপিওভুক্ত  মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি  শিক্ষকদের প্রশিক্ষণ থাকলে বেতন স্কেল হবে ১০তম গ্রেডে। ১০ তম গ্রেডের বেতন স্কেল : ১৬০০০-১৬৮০০-১৭৬৪০-১৮৫৩০-১৯৪৬০-২০৪৪০-২১৪৭০-

২২৫৫০-২৩৬৮০-২৪৮৭০-২৬১২০-২৭৪৩০২৮৮১০-৩০২৬০

-৩১৭৮০-৩৩৩৭০-৩৫০৪০-৩৬৮০০-৩৮৬৪০।

  • বেসরকারি এমপিওভুক্ত  মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকদের শুরুতে মুল বেতন ১৬,০০০/- টাকা ও ১০ম গ্রেডের শেষ আহরিত মুল বেতন ৩৮,৬৪০/- টাকা।

আরও জানুনঃ ছুটি নগদায়ন নীতিমালা ২০২৪ ?

বেসরকারি এমপিওভুক্ত  মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকদের বাড়ি ভাড়া কত টাকা হবে ?

  • বেসরকারি এমপিওভুক্ত  মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকদের বাড়ি ভাড়া ১,০০০/- টাকা।
এমপিওভুক্ত হাইস্কুলের শিক্ষকদের বেতন
এমপিওভুক্ত হাইস্কুলের শিক্ষকদের বেতন

বেসরকারি এমপিওভুক্ত  মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকদের শিক্ষা ভাতা কত প্রাপ্য হবে ?

  • বেসরকারি এমপিওভুক্ত  মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষগণ শিক্ষা ভাতা প্রাপ্য নয়।

আরও জানুনঃ মেয়েদের ডিম্বাণু কি ? আপনার মাসিকের কত দিন পরে আপনি গর্ভবতী থেকে পারেন ? ৫০ বছর বয়সে কি গর্ভবতী হওয়া যায় ?

বেসরকারি এমপিওভুক্ত  মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকদের চিকিৎসা ভাতা কত টাকা প্রাপ্য হবে ? 

  • বেসরকারি এমপিওভুক্ত  মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকগণ ৫০০/- টাকা চিকিৎসা ভাতা প্রাপ্য হবেন।

এমপিওভুক্ত হাইস্কুলের শিক্ষকদের সর্বমোট বেতন কত ?

  • বেসরকারি হাই স্কুলের শিক্ষকগণ প্রশিক্ষণ ছাড়া চাকরির শুরুতে মুল বেতন ১২,৫০০/-+ স্কুলে বেসরকারি অংশ , বাড়ি ভাড়া ১০০০/- এবং চিকিৎসা ভাতা ৫০০/= টাকা পেয়ে থাকেন।
  • বেসরকারি হাই স্কুলের শিক্ষকগণ প্রশিক্ষণ থাকলে চাকরির শুরুতে মুল বেতন ১৬,০০০/-+ স্কুলে বেসরকারি অংশ , বাড়ি ভাড়া ১০০০/- এবং চিকিৎসা ভাতা ৫০০/= টাকা পেয়ে থাকেন।

শেষ কথাঃ আজকের এই পোস্টটিতে আমরা এমপিওভুক্ত স্কুল শিক্ষকদের বেতন, ভাতাদি এবং অন্যান্য সুযোগ-সুবিধা সম্পর্কে ১০০% সঠিক তথ্য দিয়ে তৈরী করা হয়েছে। পোস্টটি ভাল লাগলে অবশ্যই সকলে মাঝে শেয়ার করে অন্যদের সঠিকতথ্য জানার সুয়োগ করে দিবেন। আরও কিছু জানার থাকেলে কমেন্ট করে জানাবেন । ধন্যবাদ।

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০২১ ডাউনলোড করে নিতে পারেন।

রিলেটেড ট্যাগঃ এমপিওভুক্ত হাইস্কুলের শিক্ষকদের বেতন কত, জুনিয়র শিক্ষকদের বেতন কত, বেসরকারি হাই স্কুলের শিক্ষকদের বেতন কত, বেসরকারি শিক্ষকদের বেতন স্কেল ২০২৩, এমপিওভুক্ত কলেজ শিক্ষকদের বেতন কত ২০২৩, এমপিওভুক্ত স্কুল শিক্ষকদের বেতন কত, এমপিওভুক্ত স্কুল শিক্ষকদের বেতন ও ভাতাদি কত ?

Reply

error: Content is protected !!