সরকারি চাকরিজীবী মারা গেলে পারিবারিক পেনশন কে কে পাবে ও পেনশনের উত্তরাধিকার কে কে ?একজন পেনশনার কিকি ভাতাদি পেয়ে থাকেন?

এই আর্টিকেল থেকে নিম্ন লিখিত বিষয়সমূহ জানা যাবে :

  • পেনশনের উত্তরাধিকার কে কে ?
  • পারিবারিক পেনশন কে পাবে
  • সরকারি চাকরিজীবী মারা গেলে পেনশন কে পাবে ?
  • একজন পেনশনার কি কি ভাতাদি পেয়ে থাকেন?
  • বর্তমানে সর্বনিম্ন পেনশনযোগ্য চাকরিকাল কত বছর?
  • কত বছর চাকরি হলে একজন সরকারি কর্মচারী পূর্ণহারে পেনশন পেতে পারেন?
  • কোন্ কোন্ ক্ষেত্রে ২৫ বছর চাকরি না হলেও পেনশন প্রদান করা যেতে পারে?
  • আনুতোষিকের বর্তমান হার কত?
  • একজন পেনশনার কিকি ভাতাদি পেয়ে থাকেন?
  • বর্তমান বিধান অনুযায়ী পেনশনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন পরিমাণ কত?

Table of Contents

প্রশ্নঃ মৃত্যু সরকারি কর্মচারী পরিবার রেখে মারা গেলে পরিশোধযোগ্য আনুতোষিক কারা কি হারে প্রাপ্য হবেন?

উত্তরঃ মৃত্যুকালে সরকারি কর্মচারীর পরিবার থাকলে নিম্নবর্ণিত ভাবে পরিশোধযোগ্য আনুতোষিক প্রদেয় হবেঃ

পেনশনের উত্তরাধিকার কে কে ?

(ক) মনোনয়নপত্রে উল্লিখিত অংশ মনোনীত ব্যক্তি পাবেন।

(খ) যদি কোন মনোনয়নপত্র দাখিল করা না হয় অথবা অংশ বিশেষের জন্য মনোনয়নপত্র দাখিল করা হয় তবে যে অংশের জন্য মনোনয়নপত্র দাখিল করা হয় নাই তা পরিবারের সকল সদস্য সমান অংশ পাবেন। তবে নিম্নবর্ণিত সদস্যগণ এ অংশ প্রাপ্য হবে না-

(i) ২৫ বছর বয়সের ঊর্ধ্বের পুত্রগণ; (ii) মৃত পুত্রের ১৮ বছর বয়সের ঊর্ধ্বের পুত্রগণ; (iii) বিবাহিত কন্যা, যার স্বামী জীবিত আছে; (iv) মৃত পুত্রের বিবাহিত কন্যা, যার স্বামী জীবিত আছে।

(গ) তবে সরকারি কর্মচারীর মৃত সন্তান জীবিত থাকলে যে অংশ পেতেন উক্ত অংশ তার বিধবা স্ত্রী বা স্ত্রীগণ এবং সন্তান সন্ততিগণ সমান অংশে প্রাপ্য হবেন।

সূত্রঃঅর্থ এবং রাজস্ব বিভাগের স্মারক নং ২৫৬৬(৪০)-এফ তারিখঃ ১৬.০৪.১৯৫৯খিঃ এর অনুচ্ছেদ 3 (1)

প্রশ্নঃ মৃত্যুকালে সরকারি কর্মচারী পরিবার না রেখে মারা গেলে পরিশোধযোগ্য আনুতোষিক কারা কি হারে প্রাপ্য হবেন?

উত্তরঃ (১) মৃত্যুকালে সরকারি কর্মচারীর পরিবার না থাকলে নিম্নবর্ণিত আত্নীয়গণ সমান অংশে আনুতোষিকের অর্থ প্রাপ্য হবেনঃ

(ক) ১৮ বছর বয়সের কম বয়সের ভাই;

(খ) অবিবাহিত এবং বিধবা বোনগণ;

(গ) পিতা; এবং

(ঘ) মাতা।

(২) যদি উপ-অনুচ্ছেদ (১) এ বর্ণিত আত্নীয় বৰ্তমান না থাকে তবে নিম্নবর্ণিত আত্নীয়গণ সমহারে মৃত কর্মচারীর আনুতোষিক

প্রাপ্য হবেনঃ

(ক) আপন ভাই; এবং

(খ) আপন বোন।

সূত্রঃ (১) অর্থ এবং রাজস্ব বিভাগের স্মারক নং ২৫৬৬(৪০)-এফ তারিখঃ ১৬.০৪.১৯৫৯ খিঃ এর অনুচ্ছেদ 3(2) এবং

(২) অর্থ বিভাগ, প্রবিধি অনুবিভাগের স্মারক নং 07.00.0000.171.13.00২.১২(অংশ-১)-৫৭ তারিখঃ ২৮.05.2012খ্রিঃ।

প্রশ্নঃ শতভাগ পেনশন সমর্পণ কবে থেকে বাতিল করা হয়েছে ?

উত্তরঃ 01.07.201৭খ্রিঃ তারিখ থেকে।

সূত্রঃ অর্থ বিভাগ, প্রবিধি অনুবিভাগের স্মারক নং 07.00.0000.171.13.005.16-06 তারিখঃ ০৯.০১.২০১৭খ্রিঃ।

আরও জানুন: পিআরএল বা এলপিআর কি ?

প্রশ্নঃ বর্তমানে সর্বনিম্ন পেনশনযোগ্য চাকরিকাল কত বছর?

উত্তরঃ বর্তমানে সর্বনিম্ন পেনশনযোগ্য চাকরিকাল ৫ বছর।

সূত্রঃ অর্থ বিভাগের প্রবিধি অনুবিভাগের প্রজ্ঞাপন নং 07.00.0000.171.13.006.15-৮১ তারিখঃ ১৪.১০.২০১৫খ্রিঃ এর অনুচ্ছেদ (ক)।

 প্রশ্নঃ কত বছর চাকরি হলে একজন সরকারি কর্মচারী পূর্ণহারে পেনশন পেতে পারেন?

উত্তরঃ ২৫ বছর বা তার অধিক চাকরি হলে একজন সরকারি কর্মচারী পূর্ণহারে (বেতনের ৯০%) পেনশন প্রাপ্য হবেন।

সূত্রঃ অর্থ বিভাগের প্রবিধি অনুবিভাগের প্রজ্ঞাপন নং 07.00.0000.171.13.006.15-৮১ তারিখঃ ১৪.১০.২০১৫খ্রিঃ এর অনুচ্ছেদ (ক) ।

 প্রশ্নঃ কোন্ কোন্ ক্ষেত্রে ২৫ বছর চাকরি না হলেও পেনশন প্রদান করা যেতে পারে?

উত্তরঃ নিম্নোক্ত ক্ষেত্রে ৫-২৪ বছরের পেনশনযোগ্য চাকরিকালের জন্য পেনশন প্রদান করা যায়ঃ

(১) সরকারি কর্মচারী মৃত্যুবরণ করলে কিংবা সরকার কর্তৃক গঠিত মেডিকেল বোর্ড দ্বারা সংশ্লিষ্ট কর্মচারীকে শারীরিক

ও মানসিক বৈকল্যের কারণে স্থায়ীভাবে অক্ষম (Invalid) ঘোষণা করা হলে; এবং

(২) স্থায়ী পদ বিলুপ্তির করে চাকরি থেকে ছাঁটাইয়ের করা হলে

সূত্রঃ অর্থ বিভাগের প্রবিধি অনুবিভাগের প্রজ্ঞাপন নং 07.00.0000.171.13.006.15-81 তারিখঃ ১৪.১০.২০১৫খ্রিঃ এর অনুচ্ছেদ (ক)।

গুগল নিউজ হতে আপডেট নিউজ সংগ্রহ করে নিতে পারেন।

প্রশ্নঃ আনুতোষিকের বর্তমান হার কত?

উত্তরঃ আনুতোষিকের বর্তমান হারঃ

(ক) ৫ বছর বা ততোধিক কিন্তু ১০ বছরের কম চাকরির ক্ষেত্রে- প্রতি টাকার বিপরীতে ২৬৫/-

(খ) ১০ বছর বা ততোধিক কিন্তু ১৫ বছরের কম চাকরির ক্ষেত্রে- প্রতি টাকার বিপরীতে ২৬০/-

(গ) ১৫ বছর বা ততোধিক কিন্তু ২০ বছরের কম চাকরির ক্ষেত্রে- প্রতি টাকার বিপরীতে ২৪৫/-

(ঘ) ২০ বছর বা ততোধিক প্রতি টাকার বিপরীতে ২৩০/-

সূত্রঃ অর্থ বিভাগের প্রবিধি অনুবিভাগের প্রজ্ঞাপন নং 07.00.0000.171.13.006.15-৮১ তারিখঃ ১৪.১০.২০১৫খ্রিঃ এর অনুচ্ছেদ (গ)।

প্রশ্নঃ বর্তমান বিধান অনুযায়ী পেনশনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন পরিমাণ কত?

উত্তরঃ (ক) অর্থ বিভাগের প্রবিধি অনুবিভাগের প্রজ্ঞাপন নং ০৭.০০.০000.171.13.005.14.-২৬, তারিখঃ ০৯/০৩/২০১৬খ্রিঃ মোতাবেক গ্রস পেনশনের সর্বোচ্চ পরিমাণ ৭৭,০০০/- এবং উহা 01/07/201৫খ্রিঃ তারিখ থেকে কার্যকর।

(খ) জাতীয় বেতনস্কেল,২০১৫এর অনুচ্ছেদ ১০(ঘ) ও অর্থ বিভাগের প্রবিধি অনুবিভাগের প্রজ্ঞাপন নং 07.00.0000.171.13.006.15-৮১ তারিখঃ ১৪.১০.২০১৫খ্রিঃ মোতাবেক অবসরভাতাভোগী এবং আজীবন পারিবারিক অবসরভাতাভোগীদের মাসিক সর্বনিম্ন নীট পেনশনের পরিমাণ ৩,০০০ টাকা। এ পরিমাণ অবসরভাতা

01.07.2015খ্রিঃ তারিখ থেকে কার্যকর।

আরও জানুন: পেনশন আবেদনের সাথে কি কি ফরম, সনদ ও কাগজপত্রাদি দাখিল করা প্রয়োজন ?

প্রশ্নঃ একজন পেনশনার কিকি ভাতাদি পেয়ে থাকেন?

উত্তরঃ (১) বেসামরিক পেনশনারগণঃ সকল পেনশনার মাসিক পেনশনের পাশাপাশি সরকার কর্তৃক নির্ধারিত হারে চিকিৎসাভাতা, উৎসবভাতা ও বাংলা নববর্ষ ভাতা প্রাপ্য হবেন। এছাড়াও কিছু কিছু ক্ষেত্রে বিশেষ ভাতা হিসেবে প্রশংসাসূচক ভাতা, পদকভাতা প্রদান করা হয়ে থাকে।

(২) সামরিক পেনশনারগণঃ সকল সামরিক পেনশনার মাসিক পেনশনের পাশাপাশি সরকার কর্তৃক নির্ধারিত হারে চিকিৎসাভাতা, উৎসবভাতা, নববর্ষভাতা, রেশনভাতা, শিশুভাতা প্রাপ্য হবেন। এছাড়াও কিছু কিছু ক্ষেত্রে বিশেষ ভাতা হিসেবে প্রশংসাসূচক ভাতা, পদকভাতা প্রদান করা হয়ে থাকে।

রিলেটেড ট্যাগঃ একজন পেনশনার কিকি ভাতাদি পেয়ে থাকেন?, সরকারি চাকরিজীবী মারা গেলে পেনশন কে পাবে ?,পেনশনের উত্তরাধিকার কে কে ? পারিবারিক পেনশন কে পাবে ?বর্তমান বিধান অনুযায়ী পেনশনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন পরিমাণ কত?,আনুতোষিকের বর্তমান হার কত?,কোন্ কোন্ ক্ষেত্রে ২৫ বছর চাকরি না হলেও পেনশন প্রদান করা যেতে পারে?,কত বছর চাকরি হলে একজন সরকারি কর্মচারী পূর্ণহারে পেনশন পেতে পারেন?

Reply

error: Content is protected !!