1comment

পেনশনারের বয়স ৬৫ বছর পূর্ণ হলে কি কি সুবিধা প্রাপ্য হবে ?

পেনশনারের বয়স ৬৫ বছর পূর্ণ হলে কি কি সুবিধা প্রাপ্য হবে :

  • ২০১৫ সালের পূর্বে যারা পেনশনে গমন করেছেন ৬৫ বছরের ঊর্ধ্ব বয়সী পেনশনারের পেনশনগণ মুল পেনশন ১০% বৃদ্ধি পাবে।
  • ৬৫ বছরের ঊর্ধ্ব বয়সী পেনশনারের চিকিৎসা ভাতা ১৫০০/- টাকা বৃদ্ধি পেয়ে ২৫০০/- টাকা হবে অর্থাৎ ১০০০/- টাকা বৃদ্ধি পাবে।
  • পেনশন প্রাপ্ত অবসরভোগী ও আজীবন পারিবারিক পেনশনভোগীগণের বয়স যে তারিখে ৬৫ বছর ১ দিন পূর্ণ হবে, সেই তারিখ হতে প্রাপ্য হবেন।

আরও জানুন: নৈমিত্তিক ছুটি কি বা সি এল ছুটি কি ? নৈমিত্তিক ছুটির নিয়ম ? নৈমিত্তিক ছুটি বা সিএল ছুটি সর্বোচ্চ কত দিন নেওয়া যায় ? কোন কোন ক্ষেত্রে নৈমিত্তিক ছুটি মঞ্জুর করা যায় না ?

পেনশনারের বয়স ৬৫ বছর পূর্ণ হলে সুবিধা পেতে কোথায় যোগাযোগ করতে হবে ?

  • পেনশন প্রাপ্ত অবসরভোগী ও আজীবন পারিবারিক পেনশনভোগীগণের বয়স যে দিন ৬৫ বছর পূর্ণ হবে পরবর্তী মাসে আইবাস++ হতে অটোমেটিক পেনশন ও চিকিৎসা ভাতার সুবিধা প্রাপ্য হবে।
  • পরবর্তীতে মাসে ইএফটির মাধ্যমে ব্যাংক হিসাবে প্রেরণ করা হবে।
২০২৪ সালে পেনশনারের বয়স ৬৫ বছর পূর্ণ হলে কি কি সুবিধা প্রাপ্য হবে  কোথায় যোগাযোগ করবেন

সুতরাং পেনশনারের ৬৫ বছরের সুবিধা পেতে কোথাও যোগাযোগ করতে হবে না। তারপরও যদি কোন সমস্যা হলে যে কোন হিসাবরক্ষণ অফিসে যোগাযোগ করতে পারেন।

পেনশনারের বয়স ৬৫ বছর পূর্ণ হলে কি কি সুবিধা প্রাপ্য হবে ?

পেনশনারের বয়স ৬৫ বছরের সুবিধা প্রাপ্তির আদেশ সমূহ নিম্নে প্রদান করা হলোঃ

পেনশনারের বয়স ৬৫ বছর পূর্ণ হলে কি কি সুবিধা প্রাপ্য হবে তার অর্থমন্ত্রণালয়ের সারকুলার নিম্নে দেওয়া হলোঃ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

অর্থ মন্ত্রণালয়, অর্থ বিভাগ

প্রবিধি অনুবিভাগ

প্রবিধি-১ অধিশাখা

www.mof.gov.bd

নং-০৭.০০.০০০০.১৭১.১৩.০০২.১৩-৬০    তারিখ:৩০ মে ২০১৯ খ্রিস্টাব্দ

বিষয়: জাতীয় বেতনস্কেল, ২০১৫ জারির ফলে ৬৫ বছরের ঊর্ধ্ব বয়সী পেনশনারের পেনশন ও চিকিৎসা ভাতার হার নির্ধারণের বিষয়ে উদ্ভূত সমস্যা নিরসন।

সূত্র:হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়ের স্মারক নং-০৭.০৩.০০০০.০১০.০৮.৬২৫.১৩-৬২৩, তারিখ: ১৯-০৪-২০১৯খ্রিঃ ।

উপর্যুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে জাতীয় বেতনস্কেল, ২০১৫ জারির ফলে ৬৫ বছরের ঊর্ধ্ব বয়সী পেনশনারের পেনশন ও চিকিৎসা ভাতার হার নির্ধারণের বিষয়ে উদ্ভূত সমস্যা নিরসনে অর্থ বিভাগের মতামত নিম্নরূপ :

(১) মাসিক নিট পেনশনপ্রাপ্ত অবসরভোগী ও আজীবন পারিবারিক পেনশনভোগীগণের বয়স যে তারিখে ৬৫ বছর ১ দিন পূর্ণ হবে সে তারিখ হতে ৩০-০৬-২০১৫ তারিখে প্রাপ্ত নিট পেনশনের ভিত্তিতে তাদের নিট পেনশনের পরিমাণ ৫০% বৃদ্ধি পাবে। তবে ০১-০৭-২০১৫ তারিখের পূর্বে যাদের বয়স ৬৫ বছরের কম ছিল তাদের পেনশনের পরিমাণ প্রথমে ৩০-০৬-২০১৫ তারিখে প্রাপ্ত নিট পেনশনের উপর ০১-০৭-২০১৫ তারিখে ৪০% বৃদ্ধি পাবে এবং যে তারিখে তাদের বয়স ৬৫ বছর ১ দিন পূর্ণ হবে সে তারিখ হতে তাদের পেনশন ৩০-০৬-২০১৫ তারিখের নিট পেনশনের ভিত্তিতে অবশিষ্ট (৫০%-৪০%)=১০% বৃদ্ধি প্রদেয় হবে।

(২) মাসিক নিট পেনশনপ্রাপ্ত অবসরভোগী ও আজীবন পারিবারিক পেনশনভোগীগণের বয়স যে তারিখে ৬৫ বছর ১ দিন পূর্ণ হবে সে তারিখ হতে তারা ২৫০০/- টাকা হারে মাসিক চিকিৎসা ভাতা প্রাপ্য হবেন।

(৩) যে সকল পেনশনার প্রতি বছর ০১ জুলাই তারিখে নিট পেনশনের উপরে ৫% ইনক্রিমেন্ট পাওয়ার পর একই বছরে ৬৫ বছর ঊর্ধ্ব বয়সে উপনীত হবেন তাদের ক্ষেত্রে একই বছরে অবশিষ্ট ১০% বৃদ্ধিজনিত কারণে ২ বার নিট পেনশন বৃদ্ধি করার অপশন অনলাইনে (iBAS++) চালুর ব্যবস্থা গ্রহণ করতে হবে। একইভাবে উক্ত পেনশনার একই বছরে যে তারিখে ৬৫ বছরের ঊর্ধ্ব বয়সে উপনীত হবেন সে তারিখ হতে চিকিৎসা ভাতা মাসিক ২৫০০/-টাকা হারে প্রাপ্তির অপশন অনলাইনে (iBAS++ ) চালু করতে হবে।

স্বাক্ষরিত/-

(আছমা আরা বেগম)

৬৫ বছর বয়স হলে পেনশনারের পেনশন ও চিকিৎসা ভাতার আদেশ ডাউনলোডঃ এখানে ক্লিক করুন।

আরও জানুনঃ শুক্রাণু কি ? পুরুষের বন্ধ্যাত্বের লক্ষণ এবং পুরুষের বন্ধ্যাত্ব দূর করার উপায় ? শুক্রাণু বৃদ্ধির উপায় বা বীর্যে শুক্রাণু বৃদ্ধির খাবার ?

আইবাস++ ও সরকারি নিউজের আপডেট জানতে আমাদের গুগল নিউজ চ্যানেল ফলো করুন।

One Response

Reply

error: Content is protected !!