পেনশন আবেদনের সাথে কি কি ফরম, সনদ ও কাগজপত্রাদি দাখিল করা প্রয়োজন ?
পেনশন মঞ্জুরীর জন্য তিন ধরনের ক্ষেত্র তৈরী হয় এবং ভিন্ন ভিন্ন ফরম ও কাগজপত্র প্রয়োজন হয় ;
- কর্মচারীর নিজের পেনশনের ক্ষেত্রে;
- পেনশন মঞ্জুরির পূর্বেই সরকারি কর্মচারীর মৃত্যুর হয়;
- অবসর ভাতা ভোগরত অবস্থায় পেনশনভোগীর মৃত্যুর ক্ষেত্রে;
কর্মচারীর নিজের পেনশন আবেদনের সাথে কি কি ফরম, সনদ ও কাগজপত্রাদি দাখিল করতে হয়?
উত্তরঃ পেনশন আবেদনের সাথে নিম্নবর্ণিত ফরম, সনদ ও কাগজপত্রাদি হিসাবরক্ষণ কার্যালয়ে দাখিল করতে হবে :
১. | পেনশন আবেদন ফরম ২.১ (সংযোজনী-৪) | ১ কপি |
২. | নন-গেজেটেড কর্মচারীর ক্ষেত্রে সার্ভিস বুক/ গেজেটেড কর্মচারীর ক্ষেত্রে সর্বশেষ তিন বছরের সার্ভিস বুক/ এলপিসি | ১ কপি |
৩. | অবসর ও পিআরএল গমনের মঞ্জুরিপত্র (প্রযোজ্য ক্ষেত্রে) | ১ কপি |
৪. | প্রত্যাশিত শেষ বেতন পত্র/ শেষ বেতন পত্র (প্রযোজ্য ক্ষেত্রে ) | ১ কপি |
৫. | সত্যায়িত ছবি | ৪কপি |
৬. | জাতীয় পরিচয় পত্রের অনুলিপি | ১ কপি |
৭. | চাকুরি স্থায়ী করণের/নিয়মিত করণের আদেশ (উন্নয়ন প্রকল্প হতে রাজস্ব খাতে স্থানান্তরিত, আত্মীকৃত, এডহক ভিত্তিতে নিয়োগকৃতদের ক্ষেত্রে প্রযোজ্য) | ১ কপি |
৮. | প্রাপ্তব্য পেনশনের বৈধ ঘোষনাপত্র (সংযোজনী-২) | ৩ কপি |
৯. | নমুনা স্বাক্ষর ও হাতের পাঁচ ছাপ (সংযোজনী-৬) | ৩ কপি |
১০. | না-দাবী প্রত্যায়নপত্র (সংযোজনী-৮) | ১ কপি |
সূত্রঃ সরকারি কর্মচারীগণের পেনশন সহজীকরণ আদেশ, ২০২০
পেনশন মঞ্জুরির পূর্বেই সরকারি কর্মচারীর মৃত্যুর ক্ষেত্রে পারিবারিক পেনশন আবেদনের সাথে কি কি ফরম, সনদ ও কাগজপত্রাদি দাখিল করতে হয়?
উত্তরঃ পারিবারিক পেনশন আবেদনের সাথে নিম্নবর্ণিত ফরম, সনদ ও কাগজপত্রাদি হিসাবরক্ষণ কার্যালয়ে দাখিল করতে হবেঃ
১. | পেনশন আবেদন ফরম ২.২ (সংযোজনী-৫) | ১ কপি |
২. | নন-গেজেটেড কর্মচারীর ক্ষেত্রে সার্ভিস বুক/ গেজেটেড কর্মচারীর ক্ষেত্রে সর্বশেষ তিন বছরের সার্ভিস বুক/ এলপিসি | ১ কপি |
৩. | অবসর ও পিআরএল গমনের মঞ্জুরিপত্র (প্রযোজ্য ক্ষেত্রে) | ১ কপি |
৪. | প্রত্যাশিত শেষ বেতন পত্র/ শেষ বেতন পত্র (প্রযোজ্য ক্ষেত্রে) | ১ কপি |
৫. | সত্যায়িত ছবি (স্বামী/স্ত্রী/উত্তরাধিকারীগণের) | ৪ কপি |
৬. | জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধন (উত্তরাধিকারী/উত্তরাধিকারীগণের বয়স ১৮ বছরের নিচে হলে জন্ম সনদ এবং বয়স ১৮ বছরের উপরে হলে জাতীয় পরিচয়পত্র) | ১ কপি |
৭. | উত্তরাধিকার সনদপত্র ও ননম্যারিজ সার্টিফিকেট (সংযোজনী-৩) | ১ কপি |
৮. | নমুনা স্বাক্ষর ও হাতের পাঁচ আঙ্গুলের ছাপ (সংযোজনী-৬) | ৩ কপি |
৯. | অভিভাবক মনোনয়ন এবং অবসরভাতা ও আনুতোষিক উত্তোলন করার ক্ষমতা অর্পণ সনদ (সংযোজনী-৭) | ৩ কপি |
১০. | চিকিৎসক/সিটি কর্পোরেশনের কাউন্সিলর/পৌরসভার মেয়র/ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত মৃত্যু সনদপত্র | ১ কপি |
১১. | না-দাবী প্রত্যয়নপত্র (সংযোজনী-৮) | ১ কপি |
১২. | চাকুরি স্থায়ী করণের/নিয়মিত করণের আদেশ (উন্নয়ন প্রকল্প হতে রাজস্ব খাতে ১ কপি স্থানান্তরিত, আত্মীকৃত, এডহক ভিত্তিতে নিয়োগকৃতদের ক্ষেত্রে প্রযোজ্য) | ১ কপি |
১৩. | প্রতিবন্ধী সন্তানের (যদি থাকে) নিবন্ধন, পরিচয়পত্র ও মেডিকেল বোর্ডের সনদপত্র | ৩ কপি |
সূত্রঃ সরকারি কর্মচারীগণের পেনশন সহজীকরণ আদেশ, ২০২০
আরও জানুনঃ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছুটির তালিকা ২০২৩
অবসর ভাতা ভোগরত অবস্থায় পেনশনভোগীর মৃত্যুর ক্ষেত্রে পারিবারিক পেনশন আবেদনের সাথে কি কি ফরম, সনদ ও কাগজপত্রাদি দাখিল করতে হয়?
উত্তরঃ অবসর ভাতা ভোগরত অবস্থায় পেনশনভোগীর মৃত্যুর ক্ষেত্রে পারিবারিক পেনশন আবেদনের সাথে নিম্নবর্ণিত ফরম, সনদ ও কাগজপত্রাদি হিসাবরক্ষণ কার্যালয়ে দাখিল করতে হবেঃ
১. | পেনশন আবেদন ফরম ২.২ (সংযোজনী-৫) | ১ কপি |
২. | সত্যায়িত ছবি (স্বামী/স্ত্রী ও সন্তানগণের) | ৪ কপি |
৩. | উত্তরাধিকার সনদপত্র ও ননম্যারিজ সার্টিফিকেট (সংযোজনী-৩) | ৩ কপি |
৪. | নমুনা স্বাক্ষর ও হাতের পাঁচ আঙ্গুলের ছাপ (সংযোজনী-৬) | ৩ কপি |
৫. | অভিভাবক মনোনয়ন এবং অবসরভাতা ও আনুতোষিক উত্তোলন করার ক্ষমতা অর্পণ সনদ (সংযোজনী-৭) | ৩ কপি |
৬. | চিকিৎসক/সিটি কর্পোরেশনের কাউন্সিলর/পৌরসভার মেয়র/ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত মৃত্যু সনদপত্র | ১ কপি |
৭. | অবসরভাতার মঞ্জুরিপত্র | ১ কপি |
৮. | পিপিও ও -ডি-হাফ | ১ কপি |
৯. | প্রতিবন্ধী সন্তানের (যদি থাকে) নিবন্ধন, পরিচয়পত্র ও মেডিকেল বোর্ডের সনদপত্র | ৩ কপি |
সূত্রঃ সরকারি কর্মচারীগণের পেনশন সহজীকরণ আদেশ, ২০২০
গুগল নিউজ হতে আপডেট ” নিউজ হতে আইবাস++ ও সরকারি নিউজের আপডেট সংগ্রহ করে নিতে পারেন।
পেনশন প্রাপ্তির পূর্বশর্তসমূহ কি কি?
- উত্তরঃ পেনশন প্রাপ্তির পূর্বশর্তসমূহ হচ্ছেঃ
(১) চাকরি সরকারের অধীন রাজস্বখাতভুক্ত হতে হবে;
(২) স্থায়ী পদের বিপরীতে স্থায়ীভাবে নিযুক্ত হতে হবে;
(৩) উক্ত চাকরির বেতন-ভাতাদি সরকার কর্তৃক প্রদত্ত হতে হবে;
(৪) চাকুরির বয়স ন্যূনতম পাঁচ বছর হতে হবে এবং
(৫) চাকরি সন্তোষজনক হতে হবে।
সূত্রঃ বিএসআর পার্ট-১ এর বিধি-২৫৮ এবং অর্থ বিভাগের স্মারক নং ০৭.০0.0000.171.13.006.15-81 তারিখঃ 14.10.২০১৫খ্রিঃ এর অনুচ্ছেদ (ঘ) ।
পেনশন আবেদন ফরম ২.১ (সংযোজনী-৪) ডাউনলোড করে নিতে পারেন।
পেনশন আবেদন ফরম ২.২ (সংযোজনী-৫) ডাউনলোড করে নিতে পারেন।
প্রাপ্তব্য পেনশনের বৈধ ঘোষনাপত্র (সংযোজনী-২) ডাউনলোড করে নিতে পারেন।
উত্তরাধিকার সনদপত্র ও ননম্যারিজ সার্টিফিকেট (সংযোজনী-৩) ডাউনলোড করে নিতে পারেন।
নমুনা স্বাক্ষর ও হাতের পাঁচ আঙ্গুলের ছাপ (সংযোজনী-৬) ডাউনলোড করে নিতে পারেন।
অভিভাবক মনোনয়ন এবং অবসরভাতা ও আনুতোষিক উত্তোলন করার ক্ষমতা অর্পণ সনদ (সংযোজনী-৭) ডাউনলোড করে নিতে পারেন।
না-দাবী প্রত্যয়নপত্র (সংযোজনী-৮) ডাউনলোড করে নিতে পারেন।