nocomments

ভ্রমণ ভাতা সংক্রান্ত আদেশ | বদলিজনিত ভ্রমণ ভাতা বিল | transfer ta rules | সড়ক পথে ভ্রমণ ভাতা

বদলিজনিত ভ্রমণের ক্ষেত্রে সরকারি কর্মকর্তা-কর্মচারী কি কি সুবিধা প্রাপ্ত হয় ?

অর্থ মন্ত্রণালয়ের ২৫ সেপ্টেম্বর ২০১৬ স্মারক নং: ০৭.০০.০০০০.১৭৩.৩৪.০০৭.১৫-৭১ আদেশের অনুচ্ছেদ ৫ মোতাবেক বদলিজনিত ভ্রমণের ক্ষেত্রে সকল গ্রেডের কর্মচারীগণ নিম্নবর্ণিত সুবিধা প্রাপ্ত হবেন:

গুগল নিউজ হতে আপডেট ” নিউজ হতে আইবাস++ ও সরকারি নিউজের আপডেট সংগ্রহ করে নিতে পারেন।


 স্টিমার/লঞ্চ/ জাহাজে ভ্রমণের ক্ষেত্রেঃ

(১) নিজের জন্য  প্রাপ্য শ্রেণীর ৩ (তিনটি)  ভাড়া

(২) পরিবারের প্রত্যেক  সহগামী সদস্যের জন্য একটি পূর্ণ ভাড়া ( স্ত্রী সহ সর্বোচ্চ তিনজন)

সড়ক পথে ভ্রমণের ক্ষেত্রেঃ

(১) নিজের জন্য  প্রাপ্য শ্রেণীর ২ (দুইটি)  ভাড়া

 (২) পরিবারের প্রত্যেক  সহগামী সদস্যের জন্য একটি পূর্ণ ভাড়া ( স্ত্রী সহ সর্বোচ্চ তিনজন)

বিমান ভ্রমণের ক্ষেত্রেঃ

(১) নিজের জন্য  প্রাধিকার অনুযায়ী একটি ভাড়া

সরকারি কর্মচারী ও কর্মকর্তাদের বদলির সময়ে পরিবহনের জন্য নিজ মালামালের পরিমাণ এবং প্যাকিং চার্জ এর প্রাপ্যতা নিম্নরূপ:

শ্রেণীপ্যাকিং চার্জ হার টাকায়
ক- শ্রেণী২২৫০
খ- শ্রেণী১৫০০
গ- শ্রেণী৭৫০
ঘ- শ্রেণী৪০০

সরকারি কর্মকর্তা ও কর্মচারীগণ বদলিজনিত মালামাল পরিবহনের ক্ষেত্রে ব্যক্তিগত মালামাল এক কিলোমিটার পরিবহনের জন্য প্রতি ১০০ কেজি ভাড়া বাবদ ২ টাকা  প্রাপ্য হবেন।

নিজে নিজে অনলাইনে খুব সহজেই জিপিএফ ব্যালেন্স যাচাই করার এবং জিপিএফ একাউন্টস স্লিপ প্রিন্ট করার প্রদ্ধতি? |Ibas++ gpf account balance check online বিস্তারিত জেনে নিন।

অর্থ মন্ত্রণালয়ের সর্বশেষ ভ্রমন ভাতা আদেশ ডাউনলোড করে নিন।

নন গেজেটেড কর্মচারীদের ভ্রমন বিলের ফরম ডাউনলোড করে নিতে পারেন।

গেজেটেড কর্মচারীদের ভ্রমন বিলের ফরম ডাউনলোড করে নিতে পারেন

ভ্রমণ ভাতা সংক্রান্ত আদেশ | বদলিজনিত ভ্রমণ ভাতা বিল বিস্তারিত ভিডিও দেখে নিন।

রিলেটেড ট্যাগঃ বদলিজনিত ভ্রমণ ভাতা বিল ?ta/da rules bd pdf 2023,Ta da bill Rules bd,Latest ta da circular bd,ta da allowance bangladesh,Ta da circular 2023

Reply

error: Content is protected !!