বিসিএস ক্যাডারের বেতন কত ২০২৪ ? বিসিএস ক্যাডার গুলো কি কি ?
এই পোস্ট থেকে নিম্নবর্ণিত বিষয় জানা যাবে;
- বিসিএস ক্যাডারের বেতন কত ২০২৪ ?
- বিসিএস পরীক্ষার যোগ্যতা কি ?
- বিসিএস পরীক্ষার যোগ্যতা বয়স ?
- বিসিএস ক্যাডার গুলো প্রধানত কি কি ?
- শিক্ষা ক্যাডার কত গ্রেড ?
- ম্যাজিস্ট্রেট এর বেতন কত বাংলাদেশে ?
- বিসিএস ক্যাডার গুলো কি কি ?
বিসিএস পরীক্ষার যোগ্যতা কি ?
বিসিএস পরীক্ষায় আবেদন করার যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাসের পর চার বছরের অনার্স পাস করতে হবে অথবা আপনি যদি তিন বছরের পাস কোর্সে সম্পন্ন করেন তাহলে অবশ্যই মাস্টার্স পাস করতে হবে। আর একের অধিক তৃতীয় শ্রেণি থাকলে বিসিএস পরীক্ষায় আবেদন করতে পারবেন না।
বিসিএস পরীক্ষার যোগ্যতা বয়স ?
বিসিএস পরীক্ষার যোগ্যতা বয়স হলো ১৮ থেকে ৩০ বছর হতে হবে।
একজন বিসিএস ক্যাডার এর বেতন কত ২০২৪ ?
একজন বিসিএস ক্যাডার চাকরির শুরুতে ৯ম গ্রেডে নিয়োগ প্রাপ্ত হয়। ৯ম গ্রেডের বেতন স্কেল ২২০০০-৫৩০৬০ টাকা। চাকরিতে প্রবেশের সময়ে একটি অতিরিক্ত ইনক্রিমেন্ট পেয়ে মুল বেতন দাঁড়ায় ২৩,১০০/- টাকা ।
বিসিএস ক্যাডারের ৯ম গ্রেডের বেতনঃ
- অর্থনৈতিক কোড-৩১১১৩০১ মুল বেতনঃ ২৩,১০০ /- টাকা
- অর্থনৈতিক কোড-৩১১১৩১০ বাড়িভাড়া ভাতাঃ ১৩,৮৬০/- টাকা
- ঢাকা সিটি কর্পোরেশন এলাকার জন্য ৬০% ও চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, সিলেট, বরিশাল, রংপুর, নারায়ণগঞ্জ ও গাজিপুর সিটি কর্পোরেশন এবং সাভার এলাকার জন্য ৫০% এবং অন্যান্য স্থানের জন্য ৪৫%
- অর্থনৈতিক কোড-৩১১১৩১১ মেডিকেল ভাতাঃ ১৫০০/- টাকা
- অর্থনৈতিক কোড – 3111306 শিক্ষা ভাতা= ১০০০/- টাকা ( দুই সন্তানের জন্য।
মোট বেতন ভাতাদি= (২৩,১০০+১৩,৮৬০+১৫০০)=৩৮,৪৬০/- টাকা।
বিসিএস ক্যাডার গুলো কি কি ?
বিসিএস ক্যাডার প্রধানত দুই প্রকার।
জেনারেল (এডমিন, পররাষ্ট্র —-) এবং টেকনিক্যাল ( শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, —–)। জেনারেল ক্যাডারে যে কোন বিষয় থেকে পরীক্ষা দিয়ে চাকুরি পেতে পারেন, তবে টেকনিকাল ক্যাডারে চাকুরি হতে হলে নির্দিষ্ট বিষয়ে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে।
শিক্ষা ক্যাডার কত গ্রেড ?
শিক্ষা ক্যাডারের প্রারম্ভিক গ্রেড নবম গ্রেড ।
ম্যাজিস্ট্রেট এর বেতন কত বাংলাদেশে ?
ম্যাজিস্ট্রেট যদি জুডিশিয়ারী বিভাগের হয়, তাহলে বেতন স্কেল শুরুতে ৬ষ্ঠ গ্রেডে প্রারম্ভিক ধাপে মুল বেতন ৩৫,৫০০/- টাকা। (ব্যাসিক ৩০,৯৩৫ টাকা)। বিসিএসের মাধ্যমে সহকারী কমিশনার (প্রশাসন) হিসেবে চাকরিতে যোগদান করলে, তার বেতন স্কেল শুরুতে ৯ম গ্রেডে মুল বেতন হবে ২২,০০০/- টাকা।
বিসিএস ক্যাডার গুলো কি কি ?
বিসিএস-এর ২৬টি ক্যাডারের নাম (ইংরেজি বর্ণমালার ক্রমানুসারে)
১.বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন) – সাধারণ ক্যাডার
২.বাংলাদেশ সিভিল সার্ভিস (কৃষি) -কারিগরি/পেশাগত ক্যাডার
৩.বাংলাদেশ সিভিল সার্ভিস (আনসার) – সাধারণ ক্যাডার
৪.বাংলাদেশ সিভিল সার্ভিস (নিরীক্ষা ও হিসাব) – সাধারণ ক্যাডার
৫.বাংলাদেশ সিভিল সার্ভিস (সমবায়) – সাধারণ ক্যাডার
৬.বাংলাদেশ সিভিল সার্ভিস (শুল্ক ও আবগারি) -সাধারণ ক্যাডার
৭.বাংলাদেশ সিভিল সার্ভিস (পরিবার পরিকল্পনা) – সাধারণ ক্যাডার
৮.বাংলাদেশ সিভিল সার্ভিস (মৎস্য) – কারিগরি/পেশাগত ক্যাডার
গুগল নিউজ হতে আপডেট ” নিউজ হতে আইবাস++ ও সরকারি নিউজের আপডেট সংগ্রহ করে নিতে পারেন।
৯.বাংলাদেশ সিভিল সার্ভিস (খাদ্য) – সাধারণ এবং কারিগরি/পেশাগত ক্যাডার
১০.বাংলাদেশ সিভিল সার্ভিস (পররাষ্ট্র) – সাধারণ ক্যাডার
১১.বাংলাদেশ সিভিল সার্ভিস (বন) – কারিগরি/পেশাগত ক্যাডার
১২.বাংলাদেশ সিভিল সার্ভিস (সাধারণ শিক্ষা) – কারিগরি/পেশাগত ক্যাডার
১৩.বাংলাদেশ সিভিল সার্ভিস (স্বাস্থ্য) – কারিগরি/পেশাগত ক্যাডার
১৪.বাংলাদেশ সিভিল সার্ভিস (তথ্য) – সাধারণ এবং কারিগরি/পেশাগত ক্যাডার
১৫.বাংলাদেশ সিভিল সার্ভিস (পশু সম্পদ) – সাধারণ এবং কারিগরি/পেশাগত ক্যাডার
আরও জানুনঃ অনলাইনে জিপিএফ ব্যালেন্স চেক করার উপায় ২০২৪ এবং জিপিএফ হিসাবের স্লিপ বের করার উপায় ?
১৬.বাংলাদেশ সিভিল সার্ভিস (পুলিশ) – সাধারণ ক্যাডার
১৭.বাংলাদেশ সিভিল সার্ভিস (ডাক) – সাধারণ ক্যাডার
১৮.বাংলাদেশ সিভিল সার্ভিস (জনস্বাস্থ্য প্রকৌশল) – কারিগরি/পেশাগত ক্যাডার
১৯.বাংলাদেশ সিভিল সার্ভিস (গণপূর্ত) – কারিগরি/পেশাগত ক্যাডার
২০.বাংলাদেশ সিভিল সার্ভিস (রেলওয়ে প্রকৌশল) – কারিগরি/পেশাগত ক্যাডার
২১.বাংলাদেশ সিভিল সার্ভিস – (রেলওয়ে পরিবহন ও বাণিজ্যিক)
২২.বাংলাদেশ সিভিল সার্ভিস (সড়ক ও জনপথ) – কারিগরি/পেশাগত ক্যাডার
২৩.বাংলাদেশ সিভিল সার্ভিস (পরিসংখ্যান) – কারিগরি/পেশাগত ক্যাডার
২৪.বাংলাদেশ সিভিল সার্ভিস (কর) – সাধারণ ক্যাডার
২৫.বাংলাদেশ সিভিল সার্ভিস (কারিগরি শিক্ষা) – কারিগরি/পেশাগত ক্যাডার
২৬.বাংলাদেশ সিভিল সার্ভিস (বাণিজ্য) – সাধারণ এবং কারিগরি/পেশাগত ক্যাডার
বিসিএস ক্যাডার নিয়োগের শর্ত সমূহ ?
- বিসিএস ক্যাডারে নতুন নিয়োগ প্রাপ্ত অফিসারকে লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে অথবা সরকার নির্ধারিত প্রশিক্ষণ প্রতিষ্ঠানে বুনিয়াদি প্রশিক্ষণ গ্রহণ করতে হবে;
- উক্ত বুনিয়াদি প্রশিক্ষণ সমাপনান্তে তাঁকে তাঁর চাকরি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে সরকার যেরূপ স্থির করবে সেরূপ পেশাগত ও বিশেষ ধরনের প্রশিক্ষণ গ্রহণ করতে হবে;
- তাঁকে ০২( দুই) বছর শিক্ষানবিস হিসেবে কাজ করতে হবে । শিক্ষানবিসকালে যদি তিনি চাকরিতে বহাল থাকার অনুপযোগী বলে বিবেচিত হন, তবে কোন কারণ দর্শানো ছাড়াই এবং সরকারী কর্ম কমিশনের সাথে পরামর্শ ছাড়াই সার্ভিস হতে অপসারণ করা যাবে;
আরও জানুনঃ এসিল্যান্ড কিভাবে হয়? এসিল্যান্ড এর ক্ষমতা কি কি ? এসিল্যান্ড হওয়ার যোগ্যতা কি ?
- উপানুচ্ছেদ( ক) ও( খ) এ উল্লিখিত প্রশিক্ষণ সাফল্যের সাথে সমাপন, বিভাগীয় পরীক্ষায় উত্তীর্ণ এবং শিক্ষানবিসকাল সন্তোষজনকভাবে অতিক্রান্ত হলে তাঁকে চাকরিতে স্থায়ী করা হবে;
- উপানুচ্ছেদ( ক)- এ উল্লিখিত প্রশিক্ষণ শুরু হওয়ার পূর্বে তাঁকে একজন জামানতদারসহ ৩০০/-( তিনশত) টাকা মূল্যের নন- judicial stamp এ মর্মে বন্ড সম্পাদন করতে হবে যে, শিক্ষানবিসকাল অতিক্রান্তের ০৩ বছরের মধ্যে অথবা শিক্ষানবিসকালে চাকরি হতে পদত্যাগ করে ,তাহলে প্রশিক্ষণ সময় সব ধরনের ভাতাদি এবং বেতন ফেরত দিতে বাধ্য থাকবে মর্মে বন্ড দাখিল করে তাঁকে প্রশিক্ষণে যেতে হবে;
- বিসিএস ক্যাডারে নিয়োগকৃত কর্মকর্তাকে তাঁর পদত্যাগ পত্র গৃহীত হবার আগেই তিনি যদি অনুপস্থিত থাকেন, তাহলে উপানুচ্ছেদ( ঙ) অনুসারে তাঁর নিকট সরকারের সমস্ত পাওনা Public Demand Recovery Act, ১৯১৩ এর বিধান অনুসারে ব্যায়িত অর্থ আদায় করা হবে এবং তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে সরকারি কর্মচারী( শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮ অনুযায়ী ,
- ৩৭তমবি.সি.এস. পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রচলিত সরকারি বিধি- বিধান অনুযায়ী তাঁর জ্যেষ্ঠতা নির্ধারিত হবে; জ) যদি তিনি কোন বিদেশি নাগরিককে বিবাহ করে থাকেন অথবা বিবাহ করার জন্য অঙ্গীকারাবদ্ধ হয়ে থাকেন তবে এ নিয়োগপত্র বাতিল বলে গণ্য হবে; ঝ) চাকরিতে যোগদানকালে তাঁকে যোগদানপত্রের সাথে ৩০০/-( তিনশত) টাকা মূল্যের নন- জুডিসিয়াল স্ট্যাম্পে এ মর্মে একটি বন্ড সম্পাদন করতে হবে যে, তিনি নিজের বা পরিবারের অন্যান্য সদস্যদের জন্য কোন যৌতুক নিবেন না এবং কোন যৌতুক দিবেন না;
আরও জানুনঃ ফায়ার সার্ভিস বেতন কত ? ফায়ার সার্ভিস বেতন স্কেল ? ফায়ার সার্ভিস স্টেশন অফিসার কত গ্রেড ?
- এই প্রজ্ঞাপনে সুনির্দিষ্টভাবে বর্ণনা করা নেই, তাহলে, তার চাকরি সরকারের প্রচলিত বিধি-বিধান , অর্ডার এবং ভবিষৎতে সরকার কর্তৃক প্রর্ণীত বিধি-বিধান দ্বারা তার নিয়ন্ত্রিত হবে;
- The Government retainers( Conduct) Rules, ১৯৭৯ এর ১৩( ১) উপবিধি অনুযায়ী সকল স্থাবর- অস্থাবর সম্পত্তির বিবরণ সম্বলিত একটি ঘোষণাপত্র প্রার্থীকে চাকরিতে যোগদানের সময় সংশ্লিষ্ট ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয়ে জমা দিতে হবে
- উক্ত সার্ভিসে জয়েন করা জন্য কোন টিএ ডিএ প্রপা্য হবেন না।
- মুক্তিযোদ্ধার সনদ যাচাইয়ে ভুয়া প্রমাণ হলে মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগকৃত অফিসারের নিয়োগ বাতিল হবে ও ফৌজদারি মামলা করা হবে।
- মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সাময়িক প্রত্যয়নের ভিত্তিতে মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগপ্রাপ্ত নিম্নলিখিত প্রার্থী যোগদান কালে যোগদান পত্রেরসাথে ৩00/-( তিনশত) টাকা মূল্যের নন- জুডিসিয়াল স্ট্যাম্পে এ মর্মে একটি অঙ্গীকারনামা প্রদান করবেন যে, চূড়ান্ত বাছাইয়ে মুক্তিযোদ্ধার সঠিকতা সম্পর্কে বিরুপ কোন তথ্য পাওয়া গেলে গৃহীত সমূদয় সুবিধাদি প্রত্যর্পণ করতে তিনি বাধ্য থাকবেন ।
- অনুচ্ছেদ ১ এ উল্লিখিত শর্তাবলী তাঁর নিকট গ্রহণযোগ্য বিবেচিত হলে আগামী ১৮ চৈত্র ১৪২৬ বঙ্গাব্দ/ ০১ এপ্রিল ২০২০ খ্রিস্টাব্দ পূর্বাহ্ণে ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় কর্তৃক নির্দেশিত/ পদায়িত কার্যালয়ে যোগদানের জন্য তাঁকে অনুরোধ করা হলো । ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় হতে পরবর্তী কোন নির্দেশনা না থাকলে যথাসময়ে উক্ত তারিখের মধ্যেই যোগদান করতে হবে ও যথাসময়ে যোগদান না করলে নিয়োগপত্র বাতিল বলে সরকার কর্তৃক গণ্য হবে।
শেয় কথাঃ যে কোন ক্যাডারে পদের চাকরিই সম্মান জনক। কিছু ক্যাডার ছাড়া সব ক্যাডেরই নিয়োগকৃত কর্মকর্তাগণের দ্রুত পদোন্নতি পেয়ে থাকে। তবে বিসিএস নামক সোনার হরিণ পেতে হলে আপনাকে অব্যশ্যই কোঠোর পরিশ্রম করতে হবে।
আমি বাংলাদেশ সরকারের অডিট এন্ড একাউন্টস বিভাগের একজন কর্মচারি। প্রায় এক যুগের বেশি সময় ধরে কর্মরত থাকায় বিভিন্ন অভিজ্ঞতা শেয়ার করে থাকি। তারপরও যে কোন ভুল ত্রুটি হলে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। কোন পরামর্শ থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।