বেসরকারী স্কুলের ছুটি বিধিমালা ? এমপিওভুক্ত স্কুলের সহকারী শিক্ষকের নৈমিত্তিক ছুটি ?
আমাদের দেশের বেসরকারী স্কুল, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কর্তৃক নিয়ন্ত্রিত । ১৯৮০ সনের শেষের দিকে বেসকারী স্কুলের জন্য চাকরি বিধিমালা এবং ছুটি বিধিমালার গেজেট প্রকাশিত হয়। এখানে বেসরকারি স্কুলের চাকরিবিধিমালা সম্পর্কে আলোচনা করা হয়েছে।
এই পোস্ট নিম্নলিখিত বিষয়সমূহ জানা যাবেঃ
- বেসরকারী স্কুলের ছুটি বিধিমালা ;
- বেসরকারি শিক্ষকদের নৈমিত্তিক ছুটি;
- এমপিওভুক্ত স্কুলের চিকিৎসা ছুটি ;
- এমপিওভুক্ত স্কুলের ম্যাটারনিটি ছুটি ;
- এমপিওভুক্ত স্কুলের এক্সট্রা অর্ডিনারী ছুটি ;
- এমপিওভুক্ত স্কুলের কর্তব্য ছুটি;
- এমপিওভুক্ত স্কুলের শিক্ষা ছুটি ;
বেসরকারী স্কুলের ছুটি বিধিমালা ?
- আমাদের দেশের বেসরকারী স্কুল, কলেজ ও মাদ্রাসাগুলি যথাক্রমে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড . জাতীয় বিশ্ববিদ্যালয় এবং মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক নিয়ন্ত্রিত । ১৯৭৯ সনের শেষের দিকে বেসকারী স্কুল, কলেজ ও মাদ্রাসা শিক্ষকগণের জোর দাবীর প্রেক্ষিতে সরকার বেসরকারী স্কুল, কলেজ ও মাদ্রাসা শিক্ষকগণের ছুটি বিধিসহ চাকুরী বিধি প্রণয়নের প্রয়োজনীয় নিদের্শ দেন এবং জানুয়ারী ১৯৮০ সনে সরকারী গেজেট প্রকাশিত হয়। নিম্নে সংক্ষিপ্তভাবে আলোকপাত করা হল ।
বেসরকারী স্কুল শিক্ষকদের ছুটি বিধি ?
- দায়িত্ব পালনের মাধ্যমে ছুটি অর্জন করিতে হয় । ছুটি অধিকার হিসাবে দাবী করা যায় না। কর্তৃপক্ষ ছুটি মঞ্জুর অথবা মঞ্জুরকৃত ছুটি বাতিল করিতে পারেন। সাধারণতঃ দুই বছর চাকুরী না করিলে নৈমিত্তিক ছুটি ছাড়া কোন ছুটি মঞ্জুর করা যায় না, তবে বিশেষ ক্ষেত্রে কিম্বা চিকিৎসাজনিত কারণে দুই বছরের মধ্যে কর্তৃপক্ষ ১৫ দিন ছুটি মঞ্জুর করিতে পারেন ।
আরও জানুুনঃ
সার্বজনীন পেনশন ব্যবস্থা কি ? সার্বজনীন পেনশন ব্যবস্থার আইন ২০২৩ ?
বেসরকারি শিক্ষকদের নৈমিত্তিক ছুটি:
- সরকারী শিক্ষা প্রতিষ্ঠানের ন্যায় বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ (বছরে ২০ দিন) এই ছুটি ভোগ করিতে পারেন ।
এমপিওভুক্ত স্কুলের চিকিৎসা ছুটি :
- একজন শিক্ষক প্রতি বছর চাকুরীর জন্য ১০ দিন করে চিকিৎসা ছুটি অর্জন করেন । রেজিস্টার্ড ডাক্তারের সনদের ভিত্তিতে এক সংঙ্গে ৭ দিন এই ছুটি ভোগ করা যায় । তবে বিশেষ ক্ষেত্রে কর্তৃপক্ষ পূর্ণ বেতনে এক মাস এবং অর্ধ বেতনে তিন মাস পাওনা সাপেক্ষে চিকিৎসা ছুটি মঞ্জুর করিতে পারেন।
এমপিওভুক্ত স্কুলের ম্যাটারনিটি ছুটি :
- একজন শিক্ষিকা এক সংগে পূর্ণ বেতনে দুই মাস এবং সমস্ত চাকুরী কালে ৪ মাস এই ছুটি পাবেন ।
এমপিওভুক্ত স্কুলের এক্সট্রা অর্ডিনারী ছুটি :
- সারা চাকুরী কালে দুই বছর পর্যন্ত বিনা বেতনে এই ছুটি মঞ্জুর করা যাবে, তবে এই ছুটি চাকুরী কাল হিসাবে গণ্য হবে না ।
গুগল নিউজ হতে আপডেট ” নিউজ হতে আইবাস++ ও সরকারি নিউজের আপডেট সংগ্রহ করে নিতে পারেন।
এমপিওভুক্ত স্কুলের কর্তব্য ছুটি কি ?
এমপিওভুক্ত স্কুলের কর্তব্য ছুটি:
একজন শিক্ষক কর্তব্য ছুটি পাবেন যদি;
- পরীক্ষা পরিচালনা অথবা কর্তৃপক্ষের অনুমোদিত সভায় যোগদান;
- স্বাক্ষী হিসেবে কোর্টে হাজির হওয়া;
- সরকার অথবা কোন অনুমোদিত সংস্থা কর্তৃক নিযোগকৃত কমিটির সভায় যোগদান;
- শিক্ষা বিভাগ অথবা কোন শিক্ষা প্রতিষ্ঠানের আমন্ত্রণে কোন প্রতিষ্ঠানে/ সংস্থায় ভাষণ
উপরোক্ত ক্ষেত্রে একজন শিক্ষক কর্তব্য ছুটি পাবেন।
এমপিওভুক্ত স্কুলের শিক্ষা ছুটি :
নিরবচ্ছিন্ন ৫ বছর চাকুরী অতিক্রান্ত হলে নিম্নে বর্ণিত শর্তে এই ছুটি মঞ্জুর করা যায়;
- এই ছুটি সারা চাকুরী কালে তিন বছরের বেশী হবে না।
- ১ম বছর পুর্ণ বেতনে, ২য় বছর অর্ধ বেতনে এবং ৩য় বছর বিনা বেতনে;
- এই মর্মে অঙ্গিকারনামা স্বাক্ষর করতে হবে যে অন্ততঃ ৫ বছর সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে কাজ করবেন।
শেষ কথাঃ বিভিন্ন প্রয়োজনে শিক্ষক কর্মচারিদের ছুটির প্রয়োজন হয় । তবে ছুটিতে যাবার আগে অবশ্যই বিধি অনুযায়ী যথাযথ কর্তৃপক্ষের নিকট ছুটি অনুমোদন করার পর কর্মস্থল ত্যাগ করা উচিত।
রিলেটেড ট্যাগ: বেসরকারী স্কুলের ছুটি বিধিমালা, বেসরকারী স্কুলের ছুটি বিধিমালা, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বিধি, বেসরকারি শিক্ষকদের ছুটি বিধি, বেসরকারি শিক্ষকদের নৈমিত্তিক ছুটি, বেসরকারি শিক্ষকদের অর্জিত ছুটি
আমি বাংলাদেশ সরকারের অডিট এন্ড একাউন্টস বিভাগের একজন কর্মচারি। প্রায় এক যুগের বেশি সময় ধরে কর্মরত থাকায় বিভিন্ন অভিজ্ঞতা শেয়ার করে থাকি। তারপরও যে কোন ভুল ত্রুটি হলে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। কোন পরামর্শ থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।