nocomments

শিক্ষা ভাতা কি ? সরকারি কর্মচারীর পালক সন্তানের শিক্ষা সহায়ক ভাতা হবেন কি ?

শিক্ষা ভাতা কি ?

সরকারি কর্মকর্তা/কর্মচারিগণ তাদের সন্তানদের লেখা পড়ার জন্য ভাতা প্রদান করে তাকে শিক্ষা সহায়ক ভাতা বলা হয়।

সরকারি কর্মচারীর পালক সন্তানের শিক্ষা সহায়ক ভাতা হবেন কি ?

সরকারি কর্মচারীর পালক সন্তানের শিক্ষা সহায়ক ভাতা হবেন সিন্ধান্ত নিম্নরুপ:

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়

প্রবিধি অনুবিভাগ

প্রবিধি-৩ অধিশাখা

Website:www.mof.gov.bd

13/11/14297.

নং-০৭.০০.০০০০.০০.১৯৩.৩১.০৩০.১৭-২২ তারিখ: ২৬/০২/২০২৩

পারিবারিক-পেনশন-ফরম-২-২ ” নিউজ হতে আইবাস++ ও সরকারি নিউজের আপডেট সংগ্রহ করে নিতে পারেন।

বিষয়ঃ সরকারি কর্মচারীর পালক সন্তানের শিক্ষা সহায়কভাতা প্রাপ্যতা প্রসঙ্গে ।

সূত্রঃ হিসাব মহানিয়ন্ত্রক কার্যালয়ের স্মারক নং-০৭.০৩.০০০০.০০৯.৫০.৮১০.২১   তাং-০৭/০৬/২০২২খ্রি.।

উপর্যুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে নির্দেশক্রমে জানানো যাচ্ছে যে, জাতীয় বেতনস্কেল, ২০১৫ এর ২০ নং অনুচ্ছেদ অনুযায়ী একজন সরকারি কর্মচারী তার সন্তানদের জন্য শিক্ষা সহায়কভাতা প্রাপ্য হলেও উক্ত অনুচ্ছেদে পালক সন্তানের শিক্ষা সহায়কভাতা প্রাপ্যতার বিষয়ে উল্লেখ নেই বিধায় সিভিল সার্জন অফিস, বরগুনায় কর্মরত অফিস সহকারী-কাম-কম্পিউটার অপারেটর জনাব রবীন্দ্র নাথ মাল-এর অনুকূলে পালক সন্তানের জন্য শিক্ষা সহায়কভাতা প্রদানের সুযোগ নেই ।

(মোহাম্মদ মনিরুজ্জামান)

    উপসচিব

ফোনঃ 223381131

সরকারি কর্মচারীর পালক সন্তানের শিক্ষা সহায়কভাত আদেশের আদেশটি ডাউনলোড করে নিতে পারেন।

রিলেটেড ট্যাগ: শিক্ষাভাতা, সন্তানের শিক্ষা ভাতা, সরকারি চাকরিজীবীদের সন্তানদের জন্য শিক্ষা ভাতা, সরকারি শিক্ষা ভাতা কত? শিক্ষা ভাতা কি

Reply

error: Content is protected !!