স্ত্রী মারা গেলে স্বামী আজীবন পেনশন পাবেন কি ?পেনশনারের বয়স ৬৫ বছর পূর্ণ হলে কী কী বিশেষ সুবিধা প্রাপ্য হন ? কারা আজীবন পারিবারিক পেনশন পাবেন ?
এই পোস্ট থেকে নিম্ন লিখিত বিষয়সমূহ জানা যাবে :
- কোন ধরণের উত্তরাধিকারী আজীবন পারিবারিক পেনশন পাবেন?
- পেনশনারের বয়স ৬৫ বছর পূর্ণ হলে কী কী বিশেষ সুবিধা প্রাপ্য হন ?
- স্ত্রী মারা গেলে স্বামী আজীবন পেনশন পাবেন কি ?
- সরকারি কর্মচারীর বিধবা স্ত্রী/বিপত্নীক স্বামী পারিবারিক পেনশন পাওয়ার পরে পুনঃবিবাহ বন্ধনে আবদ্ধ হলে তার পারিবারিক পেনশন অব্যাহত থাকবে কিনা?
- পেনশন ভোগরত অবস্থায় ২য় বিবাহ বন্ধনে আবন্ধ হলে ২য় স্ত্রী/স্বামী পারিবারিক পেনশন পাবেন কি?
গুগল নিউজ হতে আপডেট ” নিউজ হতে আইবাস++ ও সরকারি নিউজের আপডেট সংগ্রহ করে নিতে পারেন।
- মৃত বেসামরিক সরকারি কর্মচারীর বিবাহিতা কন্যা/কন্যাগণ ছাড়া অন্য কোন বৈধ ওয়ারিশ না থাকলে তার/তাদের অনুকূলে পেনশন/আনুতোষিকের টাকা প্রদান করা যাবে কি?
- অবসরে যাওয়ার মাসে উৎসব অনুষ্ঠিত হলে কি হারে উৎসবভাতা প্রদেয় হবে?
- স্ত্রী না থাকলে ছেলে সন্তান কত বছর বয়স পর্যন্ত পারিবারিক পেনশন প্রাপ্য হবেন?
- একজন পেনশনার নিঃসন্তান প্রথম স্ত্রী এবং ৪(চার) সন্তানসহ দ্বিতীয় স্ত্রী রেখে মারা গেলেন। এখন কে কত অংশ পারিবারিক পেনশন পাবেন?
- ৬৫ বছর পূর্তিতে প্রাপ্য সুবিধার ফিক্সেশন কিভাবে কর হয়ে থাকে? পেনশনারকে কি স্বশরীরে হিসাবরক্ষণ অফিসে উপস্থিত হতে হবে?
- প্রশ্নঃ প্রতি বছর ১লা জুলাই নীট পেনশনারের ৫% ইনক্রিমেন্ট প্রদান চালু হয়? ইনক্রিমেন্টের ফিক্সেশন কিভাবে করা হয়?
- প্রশ্নঃ ১লা জুলাই তারিখে পেনশনে গমনকারী পেনশনার উক্ত একই তারিখে পেনশনের উপর বার্ষিক ইনক্রিমেন্ট (৫%) প্রাপ্য হবেন কি?
প্রশ্নঃ কারা আজীবন পারিবারিক পেনশন পাবেন বা কোন ধরণের উত্তরাধিকারী আজীবন পারিবারিক পেনশন পাবেন?
উত্তরঃ নিম্নোক্ত তিন ধরণের উত্তরাধিকারী আজীবন পারিবারিক পেনশন প্রাপ্য হবেনঃ
১) মৃত বেসামরিক কর্মচারীর বিধবা স্ত্রী/ স্ত্রীগণ পুনঃবিবাহ না করলে;
(২) মৃত মহিলা বেসামরিক কর্মচারীর বিপত্নীক স্বামী পুনঃবিবাহ না করলে;
(৩) সরকারি কর্মচারীর প্রতিবন্ধী সন্তান দৈহিক বা মানসিক অসামর্থ্যের কারণে স্থায়ীভাবে আংশিক বা সম্পূর্ণ কর্মক্ষমতাহীন ও উপার্জনে অক্ষম হলে।
প্রশ্নঃ পেনশনারের বয়স ৬৫ বছর পূর্ণ হলে কী কী পেনশনের বিশেষ সুবিধা প্রাপ্য হন ?
উত্তরঃ
(১) ৬৫ বছরের ঊর্ধ্ব পেনশনভোগীগণ ও আজীবন পারিবারিক পেনশনভোগীগণ চিকিৎসাভাতা মাসিক ২৫০০/- টাকা হারে প্রাপ্য।
(২) এছাড়াও ০১.০৭.২০১৫ তারিখে নতুন বেতন স্কেল বাস্তবায়নের সময় তাঁরা ৫০% পেনশন বৃদ্ধির সুবিধা প্রাপ্য হয়েছেন।
সূত্রঃ জাতীয় বেতন স্কেল,২০১৫ এর অনুচ্ছেদ ১৫(২) এবং অর্থ বিভাগের স্মারক নং অর্থ বিভাগের প্রবিধি অনুবিভাগের প্রজ্ঞাপন নং 07.00,0000.171.13.006.15-৮১ তারিখঃ ১৪.১০.২০১৫খ্রিঃ এর অনুচ্ছেদ (খ)।
প্রশ্নঃ স্ত্রী মারা গেলে স্বামী পেনশন পাবে কি?
উত্তরঃ স্ত্রী মারা গেলে স্বামী বা মৃত মহিলা বেসামরিক কর্মচারীর বিপত্নীক স্বামী আজীবন পারিবারিক পেনশন প্রাপ্য হবেন। তবে বিপত্নীক স্বামী পুনরায় বিবাহ বন্ধনে আবদ্ধ হলে তার পারিবারিক পেনশন বন্ধ হয়ে যাবে।
সূত্রঃ অর্থ বিভাগের প্রবিধি অনুবিভাগের প্রজ্ঞাপন নং 07.00.0000.171.13.003.18-138 তারিখঃ ১৪.১১.২০১৮ খ্রিঃ।
প্রশ্নঃ সরকারি কর্মচারীর বিধবা স্ত্রী/বিপত্নীক স্বামী পারিবারিক পেনশন পাওয়ার পরে পুনঃবিবাহ বন্ধনে আবদ্ধ হলে তার পারিবারিক পেনশন অব্যাহত থাকবে কিনা?
উত্তরঃ
পারিবারিক পেনশন ভোগরত অবস্থায় বিধবা স্ত্রী পুনঃবিবাহ বন্ধনে আবন্ধ হলে তার পারিবারিক পেনশন বন্ধ হয়ে যাবে। অনুরুপভারে পারিবারিক পেনশন ভোগরত অবস্থায় বিপত্নীক স্বামী পুনঃবিবাহ বন্ধনে আবদ্ধ হলে তারও পারিবারিক পেনশন বন্ধ হয়ে যাবে।
সূত্রঃ অর্থ বিভাগের প্রবিধি অনুবিভাগের প্রজ্ঞাপন নম্বর অম/অবি/বিধি-১/৩পি-১/৯৭/১১৫ তারিখঃ ০১.০৯.২০০৩খ্রিঃ 07.00.0000.171.13.003.18-138 তারিখঃ 14.11.2০১৮ খ্রিঃ ।
প্রশ্নঃ পেনশন ভোগরত অবস্থায় ২য় বিবাহ বন্ধনে আবন্ধ হলে ২য় স্ত্রী/স্বামী পারিবারিক পেনশন পাবেন কি?
উত্তরঃ পেনশন ভোগরত অবস্থায় ২য় বিবাহ বন্ধনে আবদ্ধ হলে পেনশনারের মৃত্যুর পর তাঁর ২য় স্ত্রী/স্বামী পারিবারিক পেনশন প্রাপ্য হবেন না।
সূত্রঃ অর্থ বিভাগের প্রবিধি অনুবিভাগের প্রজ্ঞাপন নং 07.00.0000.171.13.০০৯.১৮-৩৫ তারিখঃ ০৪.০৩.২০২১খ্রিঃ।
প্রশ্নঃ মৃত বেসামরিক সরকারি কর্মচারীর বিবাহিতা কন্যা/কন্যাগণ ছাড়া অন্য কোন বৈধ ওয়ারিশ না থাকলে তার/তাদের অনুকূলে পেনশন/আনুতোষিকের টাকা প্রদান করা যাবে কি?
উত্তরঃ মৃত বেসামরিক সরকারি কর্মচারীর বিবাহিতা কন্যা/কন্যাগণ ছাড়া অন্য কোন বৈধ ওয়ারিশ না থাকলে তার/তাদের অনুকূলে পেনশন/ আনুতোষিকের টাকা প্রদান করা যাবে। তবে, পেনশনারের অবসর গ্রহণের তারিখ হতে মোট ১৫ বছর মেয়াদকাল পূর্তির কোন সময়কাল অবশিষ্ট থাকলে শুধুমাত্র উক্ত সময়কাল পূর্তি পর্যন্ত তিনি/তারা পারিবারিক পেনশন প্রাপ্য হবেন।
সূত্রঃ অর্থ বিভাগের প্রবিধি অনুবিভাগের প্রজ্ঞাপন নং অম/অবি/বিধি-১/৩পি-১৫/৯৯/৪০ তারিখঃ ১৫/০৪/২০০৩খ্রিঃ এবং সরকারি কর্মচারীগণের পেনশন সহজীকরণ আদেশ, ২০২০ এর অনুচ্ছেদ ৩.০৪ ।
প্রশ্নঃ অবসরে যাওয়ার মাসে উৎসব অনুষ্ঠিত হলে কি হারে উৎসবভাতা প্রদেয় হবে?
উত্তরঃ সরকারি, আধা-সরকারি, রাষ্ট্রায়ত্ব ব্যাংক, অর্থলগ্নী প্রতিষ্ঠান, স্বশাসিত সংস্থা এবং সামরিক বাহিনীর কর্মচারীর অবসরে যাওয়ার মাসে উৎসব অনুষ্ঠিত হলে সংশ্লিষ্ট কর্মচারী পূর্ববর্তী মাসে আহরিত মূল বেতনের সমপরিমাণ অর্থ উৎসবভাতা হিসেবে প্রাপ্য হবেন।
সূত্রঃ অর্থ বিভাগের প্রবিধি অনুবিভাগের স্মারক নং অম/অবি/বিধি-১/চাঃবিঃ-৬/২০০৪/১৮৪ তারিখঃ ০৬.১১.২০০৪খ্রিঃ।
প্রশ্নঃ স্ত্রী না থাকলে ছেলে সন্তান কত বছর বয়স পর্যন্ত পারিবারিক পেনশন প্রাপ্য হবেন?
উত্তরঃ (১) স্ত্রী না থাকলে পারিবারিক পেনশনের ক্ষেত্রে পুত্র সন্তানের সর্বোচ্চ বয়সসীমা হবে ২৫ বছর।
(২) তৎকালীন অর্থ ও রাজস্ব বিভাগের ১৬.০৪.১৯৫৯খ্রিঃ তারিখের স্মারক নং ২৫৬৬(৪০)-এফ-এর অনুচ্ছেদ ৫(২)(এ)(i) মোতাবেক পারিবারিক পেনশন গ্রহণের জন্য কোন যোগ্য ব্যক্তি না থাকলে অনুচ্ছেদ ৫(২)(এ)(ii) এর অনুসরনে ২৫ বছরের অধিক বয়স্ক জীবিত জ্যেষ্ঠপুত্র পারিবারিক পেনশন প্রাপ্য হবেন। তবে, পেনশনারের অবসর গ্রহণের তারিখ হতে মোট ১৫ বছর মেয়াদকালে পূর্তির কোন সময়কাল অবশিষ্ট থাকলে উক্ত সময়কাল পূর্তি পর্যন্ত তিনি পারিবারিক পেনশন প্রাপ্য হবেন।
সূত্রঃ সরকারি কর্মচারীগণের পেনশন সহজীকরণ আদেশ, ২০২০ এর অনুচ্ছেদ ৩.০৪।
প্রশ্নঃ একজন পেনশনার নিঃসন্তান প্রথম স্ত্রী এবং ৪(চার) সন্তানসহ দ্বিতীয় স্ত্রী রেখে মারা গেলেন। এখন কে কত অংশ পারিবারিক পেনশন পাবেন?
উত্তরঃ মোট পেনশনের পরিমাণ ১৬ আনা। স্ত্রী সন্তানসহ পরিবারের সদস্য সংখ্যা ৪ (চার) জন হলে মোট পেনশন সমান হারে চারজনের মধ্যে ভাগ করে দিতে হবে। এখানে ২ স্ত্রীসহ পরিবারের মোট সদস্য সংখ্যা ৪(চার) জনের অধিক হওয়ায় ২ জন স্ত্রীর প্রত্যেকে ৪ আনা করে ৮ আনা পাবেন। অবশিষ্ট ৮ আনা দ্বিতীয় স্ত্রীর সন্তানদের মধ্যে সমহারে বন্টিত হবে। অর্থাৎ প্রথম স্ত্রী পাবেন ৪ আনা, আর দ্বিতীয় স্ত্রী সন্তানদের অংশসহ ১২ (৪+৮) আনা পেনশন পাবেন।
সূত্রঃ অর্থ এবং রাজস্ব বিভাগের স্মারক নং ২৫৬৬(৪০)-এফ তারিখঃ ১৬.০৪.১৯৫৯খ্রিঃ এর অনুচ্ছেদ 5(2)(i)
প্রশ্নঃ ৬৫ বছর পূর্তিতে প্রাপ্য সুবিধার ফিক্সেশন কিভাবে কর হয়ে থাকে? পেনশনারকে কি স্বশরীরে হিসাবরক্ষণ অফিসে উপস্থিত হতে হবে?
উত্তরঃ ৬৫ বছর পূর্তিতে প্রাপ্য সুবিধার ফিক্সেশন (নীট পেনশন ১০% বৃদ্ধি + চিকিৎসাভাতা মাসিক ২৫০০ টাকা নির্ধারণ) স্বয়ংক্রিয়ভাবে আইবাস++ সিস্টেমের মাধ্যমে সম্পন্ন করা হয়ে থাকে। এজন্য পেনশনারকে হিসাবরক্ষণ অফিসে উপস্থিত হতে হবে না।
সূত্রঃ অর্থ বিভাগ, প্রবিধি অনুবিভাগের স্মারক নং 07.00.0000.171.13.002.13-60 তারিখঃ ৩০.০৫.২০১৯খ্রিঃ।
প্রশ্নঃ প্রতি বছর ১লা জুলাই নীট পেনশনারের ৫% ইনক্রিমেন্ট প্রদান চালু হয়? ইনক্রিমেন্টের ফিক্সেশন কিভাবে করা হয়?
উত্তরঃ ১লা জুলাই ২০১৭খ্রিঃ তারিখ হতে। এ ইনক্রিমেন্ট আইবাস++ সিস্টেম থেকে স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন করা হয়।
সূত্রঃ অর্থ বিভাগের প্রবিধি অনুবিভাগের প্রজ্ঞাপন নম্বর 07.00.0000.171.13.005.16-06 তারিখঃ ০৯.০১.২০১৭খ্রিঃ।
গুগল নিউজ হতে আপডেট ” নিউজ সংগ্রহ করে নিতে পারেন।
প্রশ্নঃ ১লা জুলাই তারিখে পেনশনে গমনকারী পেনশনার উক্ত একই তারিখে পেনশনের উপর বার্ষিক ইনক্রিমেন্ট (৫%) প্রাপ্য হবেন কি?
উত্তরঃ প্রাপ্য হবেন না।
মৃত স্বামীর পেনশন স্ত্রী মারা যাওয়ার পরদিন হতে পেনশন প্রাপ্য হবেন।
স্বামীর জীবিত থাকা অবস্থায় যে পরিমাণ পেনশন প্রাপ্য হতেন, একই পরিমাণ অর্থ স্ত্রী প্র্র্র্রাপ্য হবেন ।
রিলেটেড ট্যাগঃ ৬৫ বছর পূর্ততে অবসরভোগীরা ৫০ ভাগ পেনশন, ৬৫ বছর পেনশন, অবসর ভাতা বৃদ্ধি, Ibas ++- 2015 পেনশনার ৬৫ বৎসর উর্ধে ,সরকারি চাকরিজীবী মারা গেলে পেনশন, স্ত্রী মারা গেলে স্বামী আজীবন পেনশন পাবেন, স্ত্রী মারা গেলে স্বামী আজীবন পেনশন পাবেন কি ?
আমি বাংলাদেশ সরকারের অডিট এন্ড একাউন্টস বিভাগের একজন কর্মচারি। প্রায় এক যুগের বেশি সময় ধরে কর্মরত থাকায় বিভিন্ন অভিজ্ঞতা শেয়ার করে থাকি। তারপরও যে কোন ভুল ত্রুটি হলে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। কোন পরামর্শ থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।
Your blog is constantly a great place to discover new ideas and techniques. Thanks for sharing your insights with us.
Very interesting subject, thanks for putting
up.Expand blog
It’s in reality a nice and useful piece of information. I
am glad that you simply shared this helpful information with us.
Please stay us up to date like this. Thank you for sharing.
What’s up, I read your blogs on a regular basis.
Your humoristic style is witty, keep it up!
Thanks