nocomments

জিপিএফ চূড়ান্ত পরিশোধ বা জিপিএফ চূড়ান্ত উত্তোলনের নিয়ম ?

জিপিএফ ফাইনাল পরিশোধ করার পদ্ধতি ?

জিপিএফ বিধিমালা ১৯৭৯ এর বিধি ২০ মোতাবেক “ চাঁদা দাতা চাকরি ত্যাগ করিলে বা অবসর ছুটিতে গেলে বা অবকাশকালীন ছুটিসহ অবসর প্রস্তুতি ছুটিতে গেলে বা ছুটিতে থাকাকালীন সময়ে অবসর গ্রহণের অনুমতি প্রাপ্ত হইলে বা যথাযথ মেডিক্যাল কর্তৃপক্ষ কর্তৃক পুনঃচাকরির জন্য অক্ষম বলিয় ঘোষিত হইলে তহবিলে চাঁদাদাতার জমারুপে স্থিত অর্থ তাহার প্রাপ্য হইবে।

জিপিএফ চূড়ান্ত উত্তোলনের নিয়ম ?

ভবিষ্য তহবিলের চূড়ান্ত পাওনা পরিশোধের অথরিটি পাওয়া উপায়?

  • সাধারণ ভবিষ্যৎ তহবিলে জমাকৃত অর্থ চূড়ান্ত উত্তোলন সংক্রান্ত তথ্যাদি সংক্রান্ত জিপিএফ চূড়ান্ত হিসাব ফরম নং-৬৬৩ যথাযথভাবে পূরণ করতে হবে।
  • জিপিএফ হিসাবে জমাকৃত অর্থ চূড়ান্ত উত্তোলন করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তা/ কর্মচারিদের আবেদন করতে হবে।
  • সংশ্লিষ্ট কর্মকর্তা/কর্মচারিদের আবেদন এবং আবেদনের তারিখ অত্যন্ত গরুত্বপূর্ণ । কারণ আবেদনটি আইবাস++ এ হিসাবরক্ষণ অফিস অ্যাপলোড করবে এবং আবেদনের তারিখ পর্যন্ত মনুফা ক্যালকুলেট করা হবে।
  • উল্লেখিত ডকুমেন্টসহ সংশ্লিষ্ট অফিসের ডিডিও কর্তৃক জিপিএফ হিসাবে জমাকৃত অর্থ চূড়ান্ত উত্তোলন করার ফরওয়াডিং সহ হিসাবরক্ষণ অফিসে প্রেরণ করবে।

ভবিষ্য তহবিলের জিপিএফ চূড়ান্ত পরিশোধ করার জন্য অথরিটি :

  • ন্জিপিএফ ফাইনাল পেমেন্ট করার জন্য প্রথমে হিসাবরক্ষণ অফিস হতে জিপিএফ বিধিমালা ১৯৭৯ এর বিধি ২২(৩) মোতাবেক অথরিটি প্রদান করবে।
সাধারণ ভবিষ্যৎ তহবিলে জমাকৃত অর্থ চূড়ান্ত উত্তোলন সংক্রান্ত তথ্যাদি
ভবিষৎ-তহবিলে-চূড়ান্ত-পরিশোধের-অথিরিটি.

হিসাবরক্ষণ অফিস হতে জিপিএফ চূড়ান্ত পরিশোধ করার অথিরিটি জারীর পর সংশ্লিষ্ট কর্মকর্তা/ কর্মচারিদের অনুমোদনকারি কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদনের পুনরায় হিসাবরক্ষণ অফিসে প্রেরণ করবে।

জিপিএফ চূড়ান্ত উত্তোলনের নিয়ম ?

১। এই অথরিটি মোতাবেক প্রয়োজনীয় অর্থ উত্তোলনের জন্য এই কার্যালয়ের ক্যশ কাউন্টারে নির্দিষ্ট ফরমে বিল দাখিল করতে হবে।

২। এই অর্থ মনোনীত ব্যক্তিকে যথাযথ প্রদান সাপেক্ষে ভবিষ্য তহবিল আইন অনুযায়ী পরিশোধ যোগ্য।

৩। প্রাপককে যথাযথভাবে জানাতে হবে যে, এই ক্ষমতাপত্র জারির পর আর কোনো সুদ প্রদান করা হবে না।

 ৪। মঞ্জুরিপত্রের মূল কপি বিলের সঙ্গে দাখিল করতে হবে।

৫। এই অথরিটির মূল কপি বিলের সঙ্গে দাখিল করতে হবে।

এভাবে জিপিএফ চূড়ান্ত উত্তোলন করা যাবে।

সাধারণ ভবিষ্যৎ তহবিলে জমাকৃত অর্থ চূড়ান্ত উত্তোলন সংক্রান্ত তথ্যাদি

জিপিএফ চূড়ান্ত হিসাব ফরম নং-৬৬৩ ডাউনলোড করে নিতে পারেন ।

জিপিএফ চূড়ান্ত উত্তোলন বিল ফরম নং টি আর ৩৭ (কর্মচারীদের ভবিষ্য তহবিল হইতে উত্তোলন/অগ্রিম গ্রহণের বিল) ফরম ডাউনলোড করে নিতে পারেন।

জিপিএফ বিধিমালা ১৯৭৯ ডাউনলোড করে রাখতে পারেন।

জিপিএফ বিধিমালা ১৯৭৯ বিধি ২০ ডাউনলোড করে সংগ্রহ করে রাখতে পারেন।

জিপিএফ বিধিমালা ১৯৭৯ বিধি ২২(৩) ডাউনলোড করতে করে সংগ্রহ করে রাখতে পারেন।

নতুন নিয়মে আইবাস++ এ মোবাইল নম্বর পরিবর্তন নিয়ম দেখতে পারেন।

রিলেটেড ট্যাগঃ জিপিএফ চূড়ান্ত হিসাব ফরম নং-৬৬৩,জিপিএফ চুড়ান্ত উত্তোলন ফরম,জিপিএফ চূড়ান্ত উত্তোলন বিল ফরম,জিপিএফ চূড়ান্ত উত্তোলন,সাধারণ ভবিষ্যৎ তহবিলে জমাকৃত অর্থ চূড়ান্ত উত্তোলন সংক্রান্ত তথ্যাদি,সাধারণ ভবিষ্য তহবিল হতে চূড়ান্ত উত্তোলনের আবেদন ফরম, জিপিএফ চূড়ান্ত পরিশোধ করা

Reply

error: Content is protected !!