ibas++ supplier entry | ibas++ supplier registration | আইবাস++ এ ঠিকাদারের তথ্য এন্ট্রি করা পদ্ধতি ?
ঠিকাদারদের বিল পরিশোধ করার জন্য প্রথমে আইবাস++ ঠিকাদারের তথ্য এন্ট্রি করা প্রয়োজন। ibas++ supplier entry করার জন্য নিম্ন লিখিত তথ্যের প্রয়োজনঃ
E-TIN: | |
Name of Supplier (in Bangla) (*) : | |
Name of Supplier (in English) (*) : | |
National ID (NID) (*) : | |
Date of Birth (*) : | |
E-TIN No (*) : | |
Gender (*) : | |
Father’s Name (in Bangla) (*) : | |
Mother’s Name (in Bangla) (*) : | |
Postal Address (*) : | |
Mobile Phone No (*) : | |
E-mai | |
Name of the Business Org./Farm (*) : | |
Address of Organization (*) : | |
VAT Registration No. : | |
Contact Mobile No. (*) : | |
Trade License No. : | |
Trade License Upload : | হার্ড কপি প্রয়োজন । |
Contingency/Supplier Category/Class : | A / B/D / E /F |
Enlistment No : | |
Enlistment Attachment Upload | হার্ড কপি প্রয়োজন । |
Bank Account Name | |
Bank Account Number | |
Account Type | |
Bank | |
Branch |
ibas++supplier entry যে কোন ব্রাউজারের সাহায্যে আইবাস++ প্রবেশ করার পর অডিটরের ইউজার আইডি ও পাসওয়ার্ড লগইন করলে নিচের স্ক্রিন আসবেঃ
তারপর ibas++ Maste data অপশনে ক্লিক কররে নিচের স্ক্রিন আসবেঃ
এখানে Supplier Management অপশনে ক্লিক কররে নিচের স্ক্রিন আসবেঃ
তারপর Supplier entry ( Common) ক্লিক কররে নিচের স্ক্রিন আসবেঃ
এখানে ইটিন দিয়ে go অপশনে ক্লিক করলে নিচের স্ক্রিন আসবেঃ
তারপর personal information তথ্য পূরণ করে Next অপশনে ক্লিক করলে নিচের স্ক্রিন আসবেঃ
তারপর Business information তথ্য পূরণ করে Next অপশনে ক্লিক করলে নিচের স্ক্রিন আসবেঃ
এখানে Bank information তথ্য পূরণ করে Save অপশনে ক্লিক করলে তথ্য সেভ হয়ে যাবে। এরপর হিসাবরক্ষণ অফিসারের আইডি থেকে অনুমোদন করতে হবে।
ইএলপিসি(প্রত্যাশিত শেষ বেতনের প্রত্যায়ন পত্র) কি ও এলপিসি তৈরীর উপায় জেনে নিন।
আইবাস++ এ ঠিকাদারের তথ্য এন্ট্রি করা পদ্ধতি পদ্ধতির ভিডিও দেখতে পারেন।
আমি বাংলাদেশ সরকারের অডিট এন্ড একাউন্টস বিভাগের একজন কর্মচারি। প্রায় এক যুগের বেশি সময় ধরে কর্মরত থাকায় বিভিন্ন অভিজ্ঞতা শেয়ার করে থাকি। তারপরও যে কোন ভুল ত্রুটি হলে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। কোন পরামর্শ থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।