পেনশনারের ২য় বিয়ে করলে ঐ বউ পারিবারিক পেনশন প্রাপ্য কি ?
কোন সরকারি কর্মকর্তা/কর্মচারি যদি পেনশন ভোগরত অবস্থায় ২য় বিয়ে করলে তাহলে তার ঐ বউ পেনশন প্রাপ্য হবে কি ?
- হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয় থেকে ১৮-০১-২০২১ পেনশন ভোগরত অবস্থায় ২য় বিয়ে করলে পেনশনারের মৃত্যুর পর ২য় স্ত্রীর পারিবারিক পেনশন প্রাপ্যতার বিষয়ে সিন্ধান্ত চেয়ে পত্র লিখা হয়।
- এর প্রক্ষিতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অর্থ মন্ত্রণালয়, অর্থ বিভাগ প্রবিধি অনুবিভাগ প্রবিধি-১ শাখার ০৪ মার্চ ২০২১ খ্রিস্টাব্দ তারিখে সিন্ধান্ত জানানো হয় ।
- “পেনশন ভোগরত অবস্থায় ২য় বিবাহ বন্ধনে আবদ্ধ হলে পেনশনারের মৃত্যুর পর তাঁর ২য় স্ত্রী/স্বামী পারিবারিক পেনশন প্রাপ্য হবেন না।”
পেনশরত অবস্থায় বিয়ে করার পর সন্তান হয় তাহলে ঐ সন্তান পেনশন প্রাপ্য হবে কি ???
পেনশরত অবস্থায় বিয়ে করার পর সন্তান হয় তাহলে ঐ সন্তান পেনশন প্রাপ্য হবে কিনা সে বিষয়ে স্পষ্ট কোন আদেশ নেই।
- অনেক ক্ষেত্রেই কোন পেনশনারের স্বামী বা স্ত্রী যখন মারা যায় তখন তারা বাধ্য হয়েই দ্বিতীয় বিয়ে করে। বেশিরভাগ ক্ষেত্রেই তাদের স্ত্রী বা স্বামীরা পেনশনের আশায় তাদেরকে বিয়ে করতে রাজি হয়। কিন্তু যখন তারা জানতে পারে তারা পেনশনপ্রাপ্ত হবে না বেশিরভাগ ক্ষেত্রেই তাদের বিয়েতে ভেঙ্গে যায়।
- কোন এক হিসাব রক্ষণ অফিসে আমি নাম বলছিনা। সেই অফিসে পেনশনার বিয়ে করে তার ওয়াইফকে নিয়ে এসেছে। এসে হিসাবরক্ষণ অফিসার কে জিজ্ঞেস করেছে তার ওয়াইফ পেনশন প্রাপ্ত হয় কিনা। হিসাবরক্ষণ অফিসার ঐ পেনশনারকে বলেছে তার ওয়াইফ পেনশন পাবে না। কিন্তু ওই পেনশনারের হিসাবরক্ষণ অফিসার কে আগে বলেনি যে তার ওয়াইফকে নিয়ে এসেছে। যখন তার স্ত্রী জানতে পেরেছে যে সে মারা গেলে তার পেনশন স্ত্রী প্রাপ্য হবে না কিছুদিন পরেই আমরা শুনেছি তাই ভেঙ্গে গিয়েছে।
- আবার বিভিন্ন হিসাব রক্ষণ অফিসে এরকম কেস এসেছে যে পেনশনভোগরত অবস্থায় বিয়ে করেছে এবং তাদের সন্তান রয়েছে উক্ত সন্তান পেনশনারের পারিবারিক পেনশন প্রাপ্ত হবে কিনা ? এ বিষয়ে এখন পর্যন্ত পেনশন প্রদান করার কোন সরকারি আদেশ নেই।
পেনশন ভোগরত অবস্থায় ২য় বিবাহ করলে পেনশনারের মৃত্যু হলে ২য় স্ত্রী/ স্বামী পারিবারিক পেনশন প্রাপ্য হবেন কিনা আদেশটি ডাউনলোড করে নিন।
অনলাইন পেনশন ক্যালকুলেটরের সাহায্যে পেনশনের হিসাব বের করার পদ্ধতি জেনে নিন।
পেনশন ভোগরত অবস্থায় ২য় বিবাহ করলে পেনশনারের মৃত্যু হলে ২য় স্ত্রী/ স্বামী পেনশন প্রাপ্য হবেন কিনা বিস্তারিত জেনে নিন।
আমি বাংলাদেশ সরকারের অডিট এন্ড একাউন্টস বিভাগের একজন কর্মচারি। প্রায় এক যুগের বেশি সময় ধরে কর্মরত থাকায় বিভিন্ন অভিজ্ঞতা শেয়ার করে থাকি। তারপরও যে কোন ভুল ত্রুটি হলে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। কোন পরামর্শ থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।