আইবাস++এ মূল বেতনের ৫% বিশেষ সুবিধা বা বিশেষ বিনিফিট ২০২৩ এন্টি করার উপায় ?
বিশেষ বিনিফিট ২০২৩ বা Special benefit কিভাবে হিসাব করা হয়েছে ?
- বিশেষ বিনিফিট ২০২৩ বা Special benefit কিভাবে হিসাব করা হয়েছে : ১ জুলাই ২০২৩ সালের ৫% ইনক্রিমেন্ট এর সাথে বিশেষ বিনিফিট ২০২৩ বা Special benefit এর ৫% যোগ করে মুল বেতনের সাথে যোগ হবে।
- বিশেষ বিনিফিট ২০২৩ বা Special benefit এর সাথে কোন বাড়ি ভাড়া ভাতা প্রাপ্য হবে না।
কিভাবে সরকার কর্তৃক ঘোষিত মূলবেতনের ৫% বিশেষ সুবিধা বা বিশেষ বিনিফিট ২০২৩ আইবাস++ এ এন্টি হবে ?
- ১৮ জুলাই ২০২৩ তারিখে অর্থ বিভাগ হতে “বিশেষ সুবিধা” নামে ১ জুলাই ২০২৩ হতে বিশেষ প্রণোদনা প্রদানের প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
- সরকারী কর্মকর্তা/কর্মচারিদের মুল বেতনের ৫% কিন্তু সর্বনিম্ন এক হাজার বিশেষ সুবিধা ঘোষণা করা হয়েছে।
আরও জানুনঃ ২০২৩-২০২৪ সালে সরকারি কর্মকর্তা/কর্মচারিদের জিপিএফ এর চাঁদা পরিবর্তন করার উপায় ?
- Special benefit বা বিশেষ সুবিধা ২০২৩ এর অর্থনৈতিক কোডঃ ৩১১১৩৫২ ( Special benefit code: 3111352)
- সরকার কর্তৃক ঘোষিত মূলবেতনের ৫% বিশেষ সুবিধা আইবাস++বিশেষ এন্টি সংক্রান্তঃ
- সরকার কর্তৃক ঘোষিত মূলবেতনের ৫% বিশেষ সুবিধা (কোড-৩১১১৩৫২) ০১/০৭/২০২৩ খ্রি. তারিখ হতে স্বয়ংক্রিয় ভাবে বেতনের সাথে কেন্দ্রীয়ভাবে যুক্ত হয়েছে।
গুগল নিউজ হতে আপডেট ” নিউজ হতে আইবাস++ ও সরকারি নিউজের আপডেট সংগ্রহ করে নিতে পারেন।
- কর্মকর্তা/কর্মচারী/ডিডিও অথবা হিসাবরক্ষণ অফিস আইবাস++বিশেষ সুবিধা এন্টি (Master Data) তথ্য এন্ট্রি দিতে হবে না।
- তবে বেতন বিল সাবমিট করার জন্য বিষয়টি বিষয়টি অবশ্যেই খেয়াল করা উচিত ।
পেনশন সংক্রান্ত নির্দেশনা ?
- পে-পয়েন্টসমূহকে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত জুলাই-২৩ মাসের (পেইড ইন আগস্ট-২৩) পেনশনের টোকেন এন্ট্রি না করার জন্য অনুরোধ করা যাচ্ছে। “বিশেষ সুবিধা”-২০২৩ এর কার্যক্রম চলমান।
জুলাই, ২০২৩ মাসের বেতন-ভাতা সংক্রান্ত নির্দেশনা ?
iBAS++ এ বেতন-ভাতা বিল দাখিল করতে হলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়/বিভাগ/অন্যান্য প্রতিষ্ঠান/অধিদপ্তর হতে মাঠ পর্যায়ের কার্যালয়সমূহে বেতন-ভাতা সংক্রান্ত সকল অর্থনৈতিক কোডে বিস্তারিত বাজেট বিতরণ আবশ্যক। উল্লেখ্য যে, সরকার ঘোষিত ‘৫% বিশেষ সুবিধা’ প্রাপ্তির জন্য সৃজিত অর্থনৈতিক কোডে (৩১১১৩৫২) বাজেট বিতরণ করতে হবে। Self Drawing Officer (SDO) অথবা Drawing and Disbursing Officer (DDO) কর্তৃক বেতন-ভাতা বিল দাখিল করতে কোন সমস্যা হলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়/বিভাগ/অন্যান্য প্রতিষ্ঠান/অধিদপ্তরের বাজেট কর্মকর্তার সাথে যোগাযোগ করা যেতে পারে।
আমি বাংলাদেশ সরকারের অডিট এন্ড একাউন্টস বিভাগের একজন কর্মচারি। প্রায় এক যুগের বেশি সময় ধরে কর্মরত থাকায় বিভিন্ন অভিজ্ঞতা শেয়ার করে থাকি। তারপরও যে কোন ভুল ত্রুটি হলে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। কোন পরামর্শ থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।