nocomments

ঈদুল আযহার বা কোবানীর ঈদে ২০২৩ সালে কতদিন থাকছে  সরকারি ছুটি ?

পোস্ট সামারীঃ

  • ঈদুল আযহার ২০২৩ সালে কতদিন থাকছে সরকারি ছুটি ?
  • ঈদুল আযহার ২০২৩ সালের সরকারি ঐচ্ছিক ছুটি কিভাবে নেওয়া যায় ?
  • সরকারি দুই ছুটির মধ্যবর্তী  সময়ে কর্মদিবস থাকলে নৈমিত্তিক ছুটি ভোগ করার নিয়ম ?

গুগল নিউজ হতে আপডেট ” নিউজ হতে আইবাস++ ও সরকারি নিউজের আপডেট সংগ্রহ করে নিতে পারেন।

ঈদুল আযহার বা কোরবানীর ঈদে ২০২৩ সালে কতদিন থাকছে  সরকারি ছুটি  ?

গ্রামের বাড়িতে থাকা প্রিয়জনদের সঙ্গে আনন্দ বা খুশি ভাগাভাগি করার জন্য ঈদের ছুটিতে রেল, সড়ক ও নৌপথে অগণিত মানুষ রাজধানী ছাড়েন।

ঈদুল আজহা ২০২৩ কত তারিখে ?


সাধারণত সৌদি আরবে ঈদুল আযহার বা কোরবানীর ঈদ অনুষ্ঠিত হওয়ার একদিন পরে বাংলাদেশে ঈদুল আযহার বা কোরবানীর ঈদে অনুষ্ঠিত হয়। বাংলাদেশে সরকারি ক্যালেন্ডার অনুযায়ী ২০২৩ সালের ২৯ জুন রোজ বৃহস্পতিবার ঈদুল আযহার বা কোরবানীর ঈদ অনুষ্ঠিত হবে। চাঁদ দেখার উপর এই ছুটি নির্ভর করে ।

আরও জানুনঃ অনলাইনে বেতন নির্ধারণ করার নিয়ম ? অনলাইনে বেতন নির্ধারণী ২০২৩ ?

সরকারি দুই ছুটির মধ্যবর্তী  সময়ে কর্মদিবস থাকলে নৈমিত্তিক ছুটি ভোগ করার নিয়ম ?

দি প্রেসক্রাইব লিভ রুলস ১৯৫৯, Fundamental Rules,  ও বাংলাদেশ সার্ভিস রুলস এবং বিভিন্ন সময়ে জারীকৃত অর্ডার অনুযায়ী সরকারি দুই ছুটির মধ্যবর্তী  সময়ে কর্মদিবস থাকলে নৈমিত্তিক ছুটি ভোগ করার নিয়মঃ

দুইটা ছুটির মাঝে কর্মদিবস থাকলে :

  • সাপ্তাহিস লিভ বা যে কোন ছুটি বা লিভ এর মাঝখানে কার্যদিবস থাকলে উক্ত দিনে সিএল বা ক্যাজুয়্যাল বা নৈমিত্তিক ছুটি নেওয়া যাবে না।
  •  যেমন শুক্র বার ও শনিবার সাপ্তাহিক ছুটি এবং বুধবার সরকারি ছুটি, তাহলে বৃহস্পতি বার সিএল বা ক্যাজুয়্যাল বা নৈমিত্তিক ছুটি নেওয়া যাবে না।
  • এ ক্ষেত্রে বৃহস্পতিবার ১দিন ছুটি ‍নিলে সাপ্তাহিক ছুটিসহ তিন দিন সিএল বা ক্যাজুয়্যাল বা নৈমিত্তিক ছুটি নিতে হবে।

আরও জানুনঃ মাতৃত্বকালীন ছুটি কি ? মাতৃত্বকালীন ছুটির নিয়ম এবং মাতৃত্বকালীন ছুটি কবে থেকে কার্যকর হবে ?

 যদি ২০২৩ সালের ২৯ জুন রোজ বৃহস্পতিবার ঈদুল আযহা বা কোরবানী ঈদ অনুষ্ঠিত হয় তাহলে নির্বাহী আদেশে সরকারি ছুটি থাকবে ঈদের পূর্বের দিন ২৮/০৬/২০২৩ রোজ বুধবার এবং ঈদের পরের দিন ৩০/০৬/২০২৩ রোজ শুক্রবার অর্থাৎ মোট ৩দিন।  আপনি ঈদের পূর্বে ২৬/০৬/২০২৩ তারিখ রোজ সোমবার, ২৭/০৬/২০২৩ তারিখ রোজ মঙ্গলবার দুইদিন অথবা ঈদের পরে সর্বোচ্চ তিন দিন নৈমিত্তিক ছুটি ভোগ করতে পারবেন।

সরকারি ঐচ্ছিক ছুটি নেওয়ার উপায় ?


সরকারি ঐচ্ছিক ছুটি নেওয়ার উপায়ঃ

  • যথাযথ কর্তৃক বছরের শুরুতে সরকারি ঐচ্ছিক ছুটির ভোগ করার জন্য অ্যাপ্রুভ বা অনুমোদন গ্রহণ করতে পারেন।
  •  সাপ্তাহিক ছুটির সাথে নির্বাহী আদেশে রাষ্ট্রীয় সরকারি ছুটি , সাধারণ ছুটি, ইচ্ছাধীন ছুটির সাথে যোগ করে ছুটি ভোগের অনুমতি প্রদান করা যাবে।
  •  জনস্বার্থ বিবেচনা করে সরকারি, অধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ব্যক্তিগত আইন অনুযায়ী ইচ্ছাধীন অবসর প্রদান করার জন্য পারবেন।

    এক্ষেত্রে আপনি ঈদউল আযহার অনুষ্ঠিত হওয়ার পরে দ্বিতীয় ্ঐচ্ছিক ছুটি ভোগ করতে পারবেন।

আরও জানুনঃ পেনশন ইএফটি কি ? ইএএফটি রিটার্ন কী ?  ইএফটি রিটার্ন হলে করণীয় ? পেনশনার মারা গেলে করণীয় ?

ঈদুল আজহা ২০২৩ কত তারিখে ?

বাংলাদেশে সরকারি ক্যালেন্ডার অনুযায়ী ২০২৩ সালের ২৯ জুন রোজ বৃহস্পতিবার ঈদুল আযহার বা কোরবানীর ঈদ অনুষ্ঠিত হবে। চাঁদ দেখার উপর এই ছুটি নির্ভর করে ।

ঈদুল আজহা ২০২৩ কত তারিখে

কুরবানী ঈদ কোন দিন বা কোরবানির ঈদ ২০২৩ কত তারিখে ?

২০২৩ সালের ২৯ জুন রোজ বৃহস্পতিবার

কোবানীর ঈদে সরকারি ছুটি ২০২৩ ?

ঈদের পূর্বের দিন ২৮/০৬/২০২৩ রোজ বুধবার এবং ঈদের পরের দিন ৩০/০৬/২০২৩ রোজ শুক্রবার।  মোট ৩ দিন।

ঈদুল আযহার বা কোবানীর ঈদে ২০২৩ সালে কতদিন থাকছে  সরকারি ছুটির ভিডিও দেখে নিতে পারেনঃ

রিলেটেড ট্যাগঃ কোবানীর ঈদে সরকারি ছুটি ? ঈদুল আজহার ছুটি ২০২৩, ঈদুল আজহা ২০২৩ কত তারিখে ?

Reply