nocomments

আরও একদিন বাড়ল ঈদুল আযহার ছুটি ?

ট্রাফিক ম্যানেজমেন্ট (ব্যবস্থাপনা) ঠিক রাখতেই ঈদুল আজহায় একদিন বাড়তি ছুটি দেওয়ার ডিসিশন নেয়া হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।

মন্ত্রিপরিষদ সচিব জানান, ঈদুল আজহা যাতে সুষ্ঠুভাবে উদযাপন করার জন্য পারেন, সেজন্য প্রধানমন্ত্রী নির্বাহী আদেশে ছুটির অনুমোদন দিয়েছেন।

গুগল নিউজ হতে আপডেট ” নিউজ হতে আইবাস++ ও সরকারি নিউজের আপডেট সংগ্রহ করে নিতে পারেন।



মো. মাহবুব হোসেন বলেন, ঈদের আগে সাধারণ একদিন ছুটি থাকে। একদিন ছুটি থাকলে সকলেই একই সময় রওয়ানা করে। গত ঈদে আমরা একদিন অতিরিক্ত ছুটি দিয়েছিলাম, দেখেছি ট্রাফিক ম্যানেজমেন্ট ঠিক থাকে। গত ঈদে দেখেছেন ট্রাফিক ব্যবস্থাপনাটা ভালোভাবে করা হয়েছে। প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন, যাতে সবাই সুন্দরভাবে থাকার জায়গা যেতে পারেন। সেজন্য সবাইকে পরিকল্পনা গ্রহণের নির্দেশনা দিয়েছেন তিনি।

আরও জানুনঃ ঈদুল আযহার বা কোবানীর ঈদে ২০২৩ সালে কতদিন থাকছে  সরকারি ছুটি ?



কুরবানির ঈদ কবে হবে সেটা আজই সিলেক্ট করা হবে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৯ জুন মুসলমানদের ২য় সুবিশাল ধর্মীয় এ উৎসব হবে বলে অনুমান করা হচ্ছে।

আজ সন্ধ্যায় শশাঙ্ক নোটিশ গেলে মঙ্গলবার থেকে জিলহজ মাস গণনা চালু হবে। এ ক্ষেত্রে বাংলাদেশে আগামী ২৯ জুন ঈদুল আজহা উদযাপিত হবে।

আরও জানুনঃ অনলাইনে বেতন নির্ধারণ করার নিয়ম ? অনলাইনে বেতন নির্ধারণী ২০২৩ ?

ঈদুল আযহার ছুটি আগামী ২৭/০৬/২০২৩ জুন হতে ০১/০৭/২০২৩ জুলাই পর্যন্ত একটানা ৫দিনের ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা/কর্মচারিদের ।

Reply

error: Content is protected !!