nocomments

ঈদুল ফিতর এর কতদিন থাকছে ২০২৪ সালে সরকারি ছুটি ?

পোস্ট সামারীঃ

  • কতদিন থাকছে  ঈদুল ফিতর ২০২৪ সালে সরকারি ছুটি ?
  • ঈদুল ফিতর ২০২৪ সরকারি চাকুরী জীবিদের ঐচ্ছিক ছুটি উপায় ?
  • সরকারি দুই ছুটির মধ্যে কর্মদিবস থাকলে কিভাবে  নৈমিত্তিক ছুটি নেওয়া যাবে ?

ঈদুল ফিতর এর ২০২৪ সালে কতদিন থাকছে সরকারি ছুটি  ?

ঈদের খুশি ভাগাভাগি করতে সবাই গ্রামের ছুটে বাড়িতে যান। কিন্তু কত থাকবে ঈদের ছুটি তা নিয়ে সবাই চিন্তায় থাকেন। ঈদুল ফিতর ২০২৪ সালে কতদিন থাকছে সরকারি ছুটি  সে বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব।

আরও জানুনঃ ছুটি নগদায়ন নীতিমালা ২০২৪ ?

ঈদুল ফিতর ২০২৪ সালে কোন তারিখে অনুষ্টিত হতে পারে ?

  • ৫ এপ্রিল শুক্রবার, ৬ এপ্রিল শনিবার এবং ৭ এপ্রিল শব-ই-ক্বদর এর ছুটি অর্থাৎ ৫ এপ্রিল থেকে ৭ এপ্রিল পর্যন্ত একটানা তিন দিনের ছুটি থাকছে। ৮-৯ এপ্রিল কর্মদিবস। আবার রোমজান মাস ২৯দিন হয় তাহল ১০ এপ্রিল অনুষ্টিত হবে ঈদুল ফিতর ২০২৪। এখন পর্যন্ত ১০-১১ এপ্রিল বুধ, বৃহঃপতিবার থাকবে ঈদুল ফিতর ছুটি নির্ধারণ করা আছে এবং মাঝখানে ১২,১৩ এপ্রিল শুক্রবার ও শনিবার এবং ১৪ এপ্রিল ১ বৈশাখ অর্থাৎ বাংলা নববর্ষ। অর্থাৎ ৯ এপ্রিল হতে একটানা ১৪ এপ্রিল পর্যন্ত একটানা পাঁচদিন থাকছে ঈদুল ফিতর ২০২৪ সালের ছুটি। তবে চাঁদ দেখার উপর এই ছুটি নির্ভর করে নির্বাহী আদেশে এ ছুটি পরিবর্তন হতে পারে ।

  • রোমজান মাস ২৯দিন হয় তাহল ১০ এপ্রিল ঈদ অনুষ্টিত হবে। এক্ষেত্রে ঈদের আগের দিন এবং পরের দিন নির্বাহী আদেশে ঈদের ছুটি থাকবে। অর্থাৎ ৯ এপ্রিল থেকে ১৪ এপ্রিল পর্যন্ত একটানা ৬দিন ছুটি থাকেবে।

  • রোমজান মাস ৩০ দিনের হয়ে তাহলে ১১ এপ্রিল ঈদ অনুষ্টিত হবে। এক্ষেত্রে ঈদের আগের দিন এবং পরের দিন নির্বাহী আদেশে ঈদের ছুটি থাকবে। অর্থাৎ ১০ এপ্রিল থেকে ১৪ এপ্রিল পর্যন্ত একটানা ৫ দিন ছুটি থাকবে।

আরও জানুনঃ অর্জিত ছুটি কাকে বলে ? অর্জিত ছুটি কত প্রকার ও কি কি ? গড় বেতনে অর্জিত ছুটির হিসাব ২০২৪ ?

সরকারি দুই ছুটির মধ্যে কর্মদিবস থাকলে কিভাবে নৈমিত্তিক ছুটি নেওয়া যাবে ?

সরকারি নিয়ম অনুযায়ী দুই ছুটির মধ্যবর্তী  সময়ে কর্মদিবস থাকলে নৈমিত্তিক ছুটি নেওয়ার নিয়মঃ

  • যে কোন ছুটির মধ্যে কার্যদিবস থাকলে ঐ দিন নৈমিত্তিক ছুটি নেওয়া যাবে না।
  • উদাহরণ হিসেবে শুক্র বার ও শনিবার সাপ্তাহিক ছুটি এবং মঙ্গলবার সরকারি ছুটি, তাহলে বুধবার নৈমিত্তিক ছুটি নেওয়ার নিয়ম নেই।
  • এ ক্ষেত্রে বুধ ১দিন ছুটি ‍নিলে সাপ্তাহিক ছুটিসহ তিন দিন নৈমিত্তিক ছুটি নিতে হবে।

অর্থাৎ ৮এপ্রিল বা ৯ এপ্রিল নৈমিত্তিক ছুটি নেওয়ার সুযোগ নেই। নৈমিত্তিক ছুটি ১৪ এপ্রিল এর পর হতে নেওয় যাবে।

আরও জানুনঃ মেয়েদের ডিম্বাণু কি ? আপনার মাসিকের কত দিন পরে আপনি গর্ভবতী থেকে পারেন ? ৫০ বছর বয়সে কি গর্ভবতী হওয়া যায় ?

ঈদুল ফিতর সরকারি চাকুরী জীবিদের ঐচ্ছিক ছুটি উপায় ?


সরকারি ঐচ্ছিক ছুটি নেওয়ার উপায়ঃ

  • বছরের শুরুতে ঐচ্ছিক ছুটির অনুমোদন গ্রহণ করতে পারেন।
  •  অন্যান্য ছুটির সাথে যোগ করে ঐচ্ছিক ছুটি ভোগ করা যাবে।

Reply

error: Content is protected !!