এসিল্যান্ড কিভাবে হয় ? এসিল্যান্ড এর ক্ষমতা কি কি ? এসিল্যান্ড হওয়ার যোগ্যতা কি ?
বাংলাদেশ সরকারে ভূমি প্রশাসন এবং ব্যবস্থাপনায় “এসিল্যান্ড” (Assistant Commissioner (Land)AC Land) একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ। একজন সহকারী কমিশনার (ভূমি) বা এসিল্যান্ড মাঠপর্যায়ে ভূমি ব্যবস্থাপনার দায়িত্ব পালন করেন এবং থাকে এবং বিভিন্ন প্রশাসনিক ও ভাম্যমান আদালতের কাজ পরিচালনা করেন। যারা সরকারি চাকরিতে আগ্রহী, বিশেষ করে প্রশাসন ক্যাডারে যোগ দিতে চান, তাদের জন্য এসিল্যান্ড সম্পর্কে বিস্তারিত জানা খুবই গুরুত্বপূর্ণ। এই আর্টিকেলে আমরা এসিল্যান্ড কী, ac land এর কাজ, যোগ্যতা, ac land এর বেতন, পদোন্নতি ও অন্যান্য বিষয়ে নিয়ে বিস্তারিত আলোচনা করব।
এই পোস্ট থেকে এসিল্যান্ড কিভাবে হয় এ বিষয়ে নিম্নবর্ণিত বিষয়সমূহ জানা যাবেঃ
- এসিল্যান্ড এর পূর্ণরূপ কি ?
- এসিল্যান্ড কিভাবে হয় বা এসিল্যান্ড হওয়ার যোগ্যতা কি ?
- এসিল্যান্ড কি বিসিএস ক্যাডার ?
- এসিল্যান্ড এর ক্ষমতা কি কি ?
- সদ্য নিয়োগপ্রাপ্ত সহকারী কমিশনার এর বেতন ভাতাদি ?
- এসিল্যান্ড কি বিসিএস ক্যাডার ?
এসিল্যান্ড এর পূর্ণরূপ কি বা ac land meaning ?
- ac land meaning বা এসিল্যান্ড (AC Land) ) এর পূর্ণরূপ হচ্ছে অ্যা অ্যাসিস্ট্যান্ট কমিশনার লান্ড ( Assistant Commissioner (Land) ( সহকারি কমিশনার (ভুমি ) )
এসিল্যান্ড কিভাবে হয় বা এসিল্যান্ড হওয়ার যোগ্যতা কি ?
এসিল্যান্ড হওয়ার জন্য আপনাকে অবশ্যই বিসিএস (প্রশাসন) ক্যাডারে সুপারিশ প্রাপ্ত হতে হবে। এর পর এসিল্যান্ড হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়।
এসিল্যান্ড কি বিসিএস ক্যাডার ?
অ্যাসিস্ট্যান্ট কমিশনার লান্ড ( Assistant Commissioner (Land) এসি (ল্যান্ড) বা সহকারী কমিশনার (ভূমি) বিসিএস প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তা ।
আইবাস++ ও সরকারি নিউজের আপডেট জানতে আমাদের গুগল নিউজ চ্যানেল ফলো করুন।
এসিল্যান্ড এর ক্ষমতা কি কি ? বা এসিল্যান্ডের কাজ কি ?
অ্যাসিস্ট্যান্ট কমিশনার লান্ড ( Assistant Commissioner (Land) ( সহকারি কমিশনার (ভুমি ) ) বিসিএস প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তা ও এসিল্যান্ড একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট। বিভিন্ন অপরাধীকে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে মোবাইল কোর্ট পরিচালনা করে শাস্তি প্রদান করে থাকেন।
এসিল্যান্ডের কাজ কি ?
বিসিএস (প্রশাসন) ক্যাডারের একজন কর্মকর্তা। প্রকৃতপক্ষে তার পুরো পদবী হলো সহকারী কমিশিনার (ভূমি) বা Assistant Commissioner (Land)। তিনি কালেক্টর বা ডিসি এর প্রতিনিধি হিসেবে বিভিন্নআইনের অধীনে ভূমি ব্যবস্থাপনা ও ভূমি উন্নয়ন কর আদায়ের কাজ করে থাকেন। আপনার ভূমি সংক্রান্ত অধিকাংশ সমস্যার সমাধানের এখতিয়ার বা authority এসি (ল্যান্ড) এর রয়েছে। তিনি উপজেলানির্বাহী অফিসার, এডিসি (রেভিন্যু) এবং সর্বোপরি ডিসি বা জেলা প্রশাসকের নিয়ন্ত্রণে থেকে কাজ করেন।
- ভূমি ব্যবস্থাপনা ও ভূমি উন্নয়ন কর আদায় করা ।
- ভূমি সংক্রান্ত বিরোধ মিমাংসা করা।
- সরকারি ভূমির সংরক্ষণ করা ও অবৈধ দখলমুক্তকরণ করা।
- ভূমি অধিগ্রহণ করা এবং পুনর্বাসন সংক্রান্ত কার্যক্রম সম্পন্ন করা ।
- ভূমি জরিপ করা এবং রেকর্ড সংরক্ষণ করা।
- নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিভিন্ন বিচার কাজ সম্পন্ন করা।
এসিল্যান্ডের কাজ জনসেবাধর্মী ও প্রশাসনিক হওয়ায় এটি সরকারের একটি অত্যন্ত চ্যালেঞ্জিং এবং দায়িত্বপূর্ণ পদ।
এসিল্যান্ড হওয়ার ধাপ কি কি ?
এসিল্যান্ড হওয়ার ধাপ সমূহ:
এসিল্যান্ড হওয়ার জন্য নিম্নলিখিত ধাপসমূহ অতিক্রম করতে হবেঃ
- বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা (MCQ ২০০ নম্বর)।
- বিসিএস লিখিত পরীক্ষা (৯০০ নম্বর)।
- বিসিএস ভাইভা পরীক্ষা (২০০ নম্বর)।
- ফাইনাল মেধাতালিকা প্রকাশ ও ক্যাডার বাছাই প্রক্রিয়া সম্পন করতে হবে।
- বুনিয়াদী প্রশিক্ষণ গ্রহণ করা শেষে এসিল্যান্ড পদে যোগদান করা যায়।
আরও পড়ুনঃ
সদ্য নিয়োগপ্রাপ্ত সহকারী কমিশনার এর বেতন ভাতাদি এবং ac land grade ?
- বাংলাদেশ সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডারের প্রবেশ পদে জাতীয় বেতনস্কেল, ২০১৫ অনুসারে টাকা ২২০০০-৫৩০৬০/- বেতনক্রমে( ac land grade 9) ৯ম গ্রেডে সহকারী কমিশনার পদে নিয়োগ প্রদান করা হয়। চাকরির শুরুতে বেতন নির্ধারণের সময় একটি অতিরিক্ত ইনক্রিমেন্ট পেয়ে থাকেন।
এসি ল্যান্ড এর বেতন কত এবং বেতন ভাতাদির অর্থনৈতিক কোড ?
সহকারী কমিশনার এর বেতন ভাতাদি:
এসি ল্যান্ড এর মুল বেতন কত ?
- অর্থনৈতিক কোড-৩১১১৩০১ মুল বেতনঃ ২৩,১০০ /- টাকা
এসি ল্যান্ড এর বাড়ি ভাড়া কত ?
- অর্থনৈতিক কোড-৩১১১৩১০ বাড়িভাড়া ভাতাঃ ১৩,৮৬০/- টাকা
- ঢাকা সিটি কর্পোরেশন এলাকার জন্য ৬০% ও চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, সিলেট, বরিশাল, রংপুর, নারায়ণগঞ্জ ও গাজিপুর সিটি কর্পোরেশন এবং সাভার এলাকার জন্য ৫০% এবং অন্যান্য স্থানের জন্য ৪৫%
এসি ল্যান্ড এর বাড়ি মেডিকেল ভাতা কত ?
- অর্থনৈতিক কোড-৩১১১৩১১ মেডিকেল ভাতাঃ ১৫০০/- টাকা
এসি ল্যান্ড এর শিক্ষা ভাতা কত ?
- এক সন্তানের জন্য ৫০০/- টাকা
- অর্থনৈতিক কোড – 3111306 শিক্ষা ভাতা= ১০০০/- টাকা ( দুই সন্তানের জন্য।
চাকরির শুরুতে Ac land মোট বেতন ভাতাদি= (২৩,১০০+১৩,৮৬০+১৫০০)=৩৮,৪৬০/- টাকা।
এডমিন ক্যাডারের বেতন কত ?
প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের বেতন-ভাতা ধাপে ধাপে বাড়তে থাকে।
- উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হলো: ৬ষ্ট গ্রেড
- অতিরিক্ত জেলা প্রশাসক (ADC) হলোঃ ৫ম গ্রেড
- জেলা প্রশাসক (DC) হলোঃ ৪র্থ গ্রেড
- সচিব পর্যায়ে উন্নীত হলে ১ম গ্রেড (সর্বোচ্চ বেতন) পেয়ে থাকেন।
বিসিএস প্রশাসন ক্যাডারে (Admin Cadre) অবশ্যই যোগ দিতে হয়।
হ্যাঁ, এসিল্যান্ড সরকারের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা পেয়ে থাকেন এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার ক্ষমতা পেয়ে থাকে।
মূলত ভূমি সংক্রান্ত বিভিন্ন কাজ করেন, তবে আইন-শৃঙ্খলা রক্ষা, জরিমানা আরোপ, অবৈধ স্থাপনা উচ্ছেদ ইত্যাদি কাজও করে থাকে।
হ্যাঁ, এটি চ্যালেঞ্জিং তবে সম্মানজনক। মাঠ পর্যায়ে সরাসরি সরকারে পক্ষে জনসাধারণের সঙ্গে কাজ করতে হয়।
হ্যাঁ, প্রশাসন ক্যাডারে বিসিএস উত্তীর্ণ হয়ে এসিল্যান্ড পদ থেকে চাকরি শুরু হয়।
পদোন্নতির জন্য সেবা অভিজ্ঞতা, কাজের দক্ষতা ও সিনিয়রিটির ভিত্তিতে কর্মকর্তাদের উচ্চ পদে পদোন্নতি লাভ করে থাকে।
উপসংহারঃ
- এসিল্যান্ড হওয়া একটি অত্যন্ত চ্যালেঞ্জিং এবং অত্যন্ত সম্মানজনক পেশা। ভূমি প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষা করা এবং সরকারি বিভিন্ন নীতির বাস্তবায়নে এসিল্যান্ডদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বটে। আপনি যদি বিসিএস প্রশাসন ক্যাডারে যোগ দিতে চান, তাহলে এখন থেকে ব্যাপক প্রস্তুতি নিতে শুরু করুন!
আইবাস++ ও সরকারি নিউজের আপডেট জানতে আমাদের গুগল নিউজ চ্যানেল ফলো করুন।
রিলেটেড ট্যাগঃ এসিল্যান্ড কিভাবে হয়?,এসিল্যান্ড হওয়ার যোগ্যতা, এসিল্যান্ড এর পূর্ণরূপ,এসিল্যান্ড এর ক্ষমতা কি কি ?,সদ্য নিয়োগপ্রাপ্ত সহকারী কমিশনার এর বেতন ভাতাদি ?,এসিল্যান্ড কি বিসিএস ক্যাডার ?,সদ্য নিয়োগপ্রাপ্ত সহকারী কমিশনার এর বেতন ভাতাদি ?ac land meaning,ac land grade,ac land
আমি বাংলাদেশ সরকারের অডিট এন্ড একাউন্টস বিভাগের একজন কর্মচারি। প্রায় এক যুগের বেশি সময় ধরে কর্মরত থাকায় বিভিন্ন অভিজ্ঞতা শেয়ার করে থাকি। তারপরও যে কোন ভুল ত্রুটি হলে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। কোন পরামর্শ থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।