nocomments

গৃহিনীগণ সার্বজনীন পেনশন ব্যবস্থা এর কোন স্কিমে অংশ নিতে পারবেন ? pension scheme মুনাফাসহ অর্থ বছর শেষে কত টাকা জমা হয়েছে সেটি কিভাবে চাঁদাদাতা জানতে পারবে ?

সর্বজনীন পেনশন স্কিম বাংলাদেশে প্রথমবারের মতো শুরু হল ।

এই স্কিমের আওতায় সরকারী চাকুরীজীবী ছাড়া রাষ্ট্রের সকল নাগরিক পেনশন সুবিধার অন্তর্ভুক্ত হল। কারো বয়স ১৮ বছরের অধিক হলেই এখন অনলাইনে নিবন্ধন করার জন্য পারবেন। পেনশন-ব্যবস্থা নিয়ে জাতীয় পেনশন পরিচালকবৃন্দ তাদের ওয়েবসাইটে সচরাচর জিজ্ঞাসিত কতিপয় প্রশ্ন তার সাথে সেগুলোর উত্তর তুলে ধরা হলোঃ

Table of Contents

প্রশ্ন: সর্বজনীন pension scheme এ   সরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা/কর্মচারীগণ অংশ নিতে পারবেন কিনা ?

উত্তর: সরকারি গেজেট বিজ্ঞপ্তি জারির পূর্বে সরকারী ও স্বায়ত্তশাসিত ইন্সটিটিউটের কর্মকর্তা/কর্মচারীগণ রাষ্ট্রীয় পেনশন স্কিমে অংশগ্রহণ করতে পারবেন না।

আরও জানুনঃ প্রবাস, সুরক্ষা, প্রগতি ও সমতা স্কিম এ সার্বজনীন পেনশনের কত টাকা কত বছর চাঁদা প্রদান করলে কত টাকা পেনশন পাওয়া যাবে ?

প্রশ্ন: pension scheme মুনাফাসহ অর্থ বছর শেষে কত টাকা জমা হয়েছে সেটি কিভাবে চাঁদাদাতা জানতে পারবে ?

উত্তর: চাঁদাদাতা তার পেনশন অ্যাকাউন্ট দিয়ে Universal Pension সিস্টেমে প্রবেশ করে সহজেই বৎসর শেষে মুনাফাসহ জমাকৃত অর্থের হিসাব রিলেটেড তথ্য জানতে পারবেন।

প্রশ্ন:কোন ব্যাক্তি যদি চাকরি চেঞ্জ করে তাহলে নতুন করে পেনশন নম্বর নিতে হবে ?

উত্তর: চাকরি চেঞ্জ করলে নতুন পেনশন নম্বর নেওয়ার দরকার নেই। কেবল পেনশন কর্তৃপক্ষকে জানাতে হবে।

গুগল নিউজ হতে আপডেট ” নিউজ হতে আইবাস++ ও সরকারি নিউজের আপডেট সংগ্রহ করে নিতে পারেন।

প্রশ্ন: চাঁদা দাতার বয়স ৬০ বছর হওয়ার পর তিনি কেমনে পেনশন পাবে?

উত্তর: চাঁদা দাতার বয়স ৬০ বছর হওয়ার পর তার ব্যাংক সংখ্যায় পক্ষান্তরে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের মাধ্যমে মাসিক পেনশন প্রদান করা হবে।

প্রশ্ন: Online registration করলেই পেনশন স্কিমের জন্য হার্ডকপি জমা দেওয়ার দরকার আছে কিনা ?

উত্তর: হার্ড কপি জমা দেওয়ার চাই হবে না। কেবলমাত্র অনলাইনে নিবন্ধন করে মাসিক টাকা জমা দিলেই হবে।

আরও জানুনঃ সর্বজনীন পেনশন স্কিম বিধিমালা, ২০২৩ এবং সর্বজনীন পেনশন স্কিম এর মাসিক চাঁদা পরিশোধের নিয়মাবলী ?

প্রশ্ন: গৃহিনীগণ সার্বজনীন পেনশন ব্যবস্থার কোন স্কিমে অংশ নিতে পারবেন ?

উত্তর: গৃহিনীগণ স্বকর্মে নিয়োজিতদের জন্য প্রয়োগ-যোগ্য সুরক্ষা স্কিমে অংশ নিতে পারবেন।

প্রশ্ন: প্রবাস স্কিমে পাসপোর্ট নম্বর দিয়ে রেজিস্টার করার পর কত দিনের ভিতরে এনআইডি জমা দিতে হবে?

উত্তর: জাতীয়পরিচয়পত্র তৈরীতে যে সময় দরকার হবে, সেই সময়ের মধ্যেই জাতীয়পরিচয়পত্র জমা দিতে হবে।

আরও জানুনঃ অনলাইনে বয়স্ক, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার আবেদন করা ২০২৩ সালের নতুন নির্দেশনা ?

প্রশ্ন: জাতীয় পেনশন কর্তৃপক্ষের সমস্ত খরচ কি স্কিমে অংশগ্রহণকারীগণ কর্তৃক জমাকৃত টাকা দিয়ে মেটানো হবে?

উত্তর: না, জাতীয় পেনশন কর্তৃপক্ষের সমুদয় খরচ সরকার বহন করবে।

প্রশ্ন: কোন ব্যক্তির নিকট মাসিক চাঁদার টাকা নগদ জমা দেয়া যাবে কি না?

উত্তর: না, কোন ব্যক্তির কাছে চাঁদার টাকা নগদ জমা দেয়া যাবে না। ব্যাংক,ডেবিট বা ক্রেডিট কার্ড এবং মুঠোফোন ফিনান্সিয়াল সার্ভিসের মাধ্যমে চাঁদার টাকা জমা দেয়া যাবে।

প্রশ্ন: পেনশন স্কিমে জমাকৃত টাকার গ্যারান্টর কে হবেন?

উত্তর: জাতীয় পেনশন কার্যসম্পাদকগণ একটি সংবিধিবদ্ধ ইন্সটিটিউট হওয়ায় সরকারই জমাকৃত অর্থের গ্যারান্টর।

আরও জানুনঃ পেনশন ইএফটি কি ? ইএএফটি রিটার্ন কী ?  ইএফটি রিটার্ন হলে করণীয় ? পেনশনার মারা গেলে করণীয় ?

প্রশ্ন: মেয়াদ পুর্তির পূর্বেই  চাঁদাদাতা এবং মনোনীত মারা গেলে জমাকৃত টাকা কে পাবে?

উত্তর: সংশ্লিষ্ট স্থানীয় রাষ্ট্রশাসক বিভাগ প্রতিষ্ঠান প্রদত্ত ও উত্তরাধিকার সনদের ভিত্তিতে ওয়ারিশ নির্ধারণ করে জমাকৃত টাকা মুনাফাসহ তাকে/তাদেরকে প্রদান করা হবে।

জাতীয় পেনশন কর্তৃপক্ষ ওয়েবসাইট এবং সর্বজনীন পেনশন ওয়েবসাইট এর ঠিকানা কি ?

জাতীয় পেনশন কর্তৃপক্ষ ওয়েবসাইট এবং সর্বজনীন পেনশন ওয়েবসাইট এর ঠিকানা :
সরকার সর্বজনীন পেনশন এর বিভিন্ন স্কিম এর অনলাইন আবেদন বা রেজিস্ট্রেশন করার জন্য “ইউপেনশন ” নামে একটি ওয়েবসাইট চালু করা হয়েছে। সর্বজনীন পেনশন স্কিম নিবন্ধন করার জন্য www.upension.gov.bd  এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে।

রিলেটেড ট্যাগঃ গৃহিনীগণ সার্বজনীন পেনশন ব্যবস্থা,জাতীয় পেনশন কর্তৃপক্ষ website,জাতীয় পেনশন কর্তৃপক্ষ ওয়েবসাইট, সর্বজনীন পেনশন ওয়েবসাইট এর ঠিকানা কি ?

Reply

error: Content is protected !!