Pension

গ্রাচুইটি কি ? সরকারি চাকরিজীবীদের পেনশন কত ? স্ত্রীর পেনশন কি স্বামী পাবে ?

পোস্ট সামারী:

  • গ্রাচুইটি কি এবং আনুতোষিক কি ?
  • পেনশন বলতে কী বোঝায় ?
  • সরকারি চাকরিজীবীদের পেনশন কত ?
  •  স্ত্রীর পেনশন কি স্বামী পাবে ?
  • পুনরায় বিয়ে করলে আমি কি আমার প্রাক্তন স্বামীর পেনশন হারাব ?
  • আমি যুক্তরাজ্যে পুনরায় বিয়ে করলে আমার প্রাক্তন স্ত্রী কি আমার পেনশন দাবি করতে পারেন ?
  • সরকারি চাকরিজীবীদের পেনশন কত ?

গুগল নিউজ হতে আপডেট ” নিউজ হতে আইবাস++ ও সরকারি নিউজের আপডেট সংগ্রহ করে নিতে পারেন।

পেনশন বলতে কী বোঝায় ?

সরকারি কর্মকর্তা/কর্মচারি পেনশনে গমন করলে মাসিক যে পরিমাণ যে পরিমাণ ভাতা বা সম্মানী প্রদান করা হয়ে তাকে পেনশন বলা হয়।

 স্ত্রীর পেনশন কি স্বামী পাবে ?

স্ত্রীর পেনশন কি স্বামী পাবেঃ স্ত্রীর পেনশন স্বামী অজীবন পাবে। তবে স্বামী বিবাহ বন্ধনে আবদ্ধ হলে তার পেনশন বন্ধ হয়ে যাবে। বিস্তারিত জেনে নিন।

,

পুনরায় বিয়ে করলে আমি কি আমার প্রাক্তন স্বামীর পেনশন হারাব ?

পুনরায় বিয়ে করলে আমি কি আমার প্রাক্তন স্বামীর পেনশন হারাব : পুনরায় বিবাহ করলে আপনার প্রাক্তন স্বামীর পেনশন আর পাবেন না। বিস্তারিত জেনে নিন।

আমি যুক্তরাজ্যে পুনরায় বিয়ে করলে আমার প্রাক্তন স্ত্রী কি আমার পেনশন দাবি করতে পারেন ?

আমি যুক্তরাজ্যে পুনরায় বিয়ে করলে আমার প্রাক্তন স্ত্রী কি আমার পেনশন দাবি করতে পারেন : আপনি বেঁচে থাকলে তো আপনার স্ত্রী পেনশন দাবি করতে পারবে না।

গ্রাচুইটি কি বা আনুতোষিক কি ?

১ জন সরকারি কর্মকর্ত/কর্মচারি গ্রহণ করলে তার সর্বশেষ বেতনের উপর এককালীন যে পরিমাণ টাকা প্রাপ্য হন সেটি গ্রাচুটি বা অনুতোষিক বলা হয়। বিস্তারিত জেনে নিন।

আরও জানুনঃ পেনশন ইএফটি কি ? ইএএফটি রিটার্ন কী ?  ইএফটি রিটার্ন হলে করণীয় ? পেনশনার মারা গেলে করণীয় ?

সরকারি চাকরিজীবীদের পেনশন কত ?

সরকারি-চাকরিজীবীদের-পেনশন-কত

সরকারি চাকরিজীবীদের পেনশন কত:  সরকারি পেনশন পাওয়ার জন্য নূন্যতম চাকরির বয়স হতে হবে ৫ বছর। চাকরিকাল ৫ বছর হলে ২১%, ৬ বছর হলে ২৪%, ৭ বছর হলে ২৭%, ৮ বছর চাকরির বয়স হলে ৩০%, ৯  বছর চাকরির বয়স  হলে ৩৩%, ১০ বছর চাকরির বয়স হলে ৩৬%, ১১ বছর চাকরির বয়স হলে ৩৯%, ১২ বছর চাকরির বয়স হলে ৪৩%, ১৩ বছর হলে ৪৭%, ১৪ বছর হলে ৫১%, ১৫ বছর হলে ৫৪%, ১৬ বছর চাকরির বয়স হলে ৫৭%, ১৭ বছর চাকরির বয়স হলে ৬৩%, ১৮ বছর চাকরির বয়স হলে ৬৫%, ১৯ বছর চাকরির বয়স হলে ৬৯%, , ২০ বছর চাকরির বয়স হলে ৭২%, ২১ বছর চাকরির বয়স হলে ৭৫%, ২২ বছর চাকরির বয়স হলে ৭৯%, ২৩ বছর চাকরির বয়স হলে ৮৩%, ২৪ বছর হলে ৮৭%, ২৫ বছর এবং তদূধ্ব হলে ৯০% পেনশন ও অনুতোষিক প্রাপ্য হবে।

রিলেটেড ট্যাগ: পেনশন বলতে কী বোঝায়?, স্ত্রীর পেনশন কি স্বামী পাবে? , পেনশন পরিকল্পনার প্রধান সুবিধা কি, পুনরায় বিয়ে করলে আমি কি আমার প্রাক্তন স্বামীর পেনশন হারাব, আমি যুক্তরাজ্যে পুনরায় বিয়ে করলে আমার প্রাক্তন স্ত্রী কি আমার পেনশন দাবি করতে পারেন, পেনশন তোলার নিয়ম, পেনশন অবদান কবে তোলা যায়7

admin

Recent Posts

প্রাথমিক সহকারি শিক্ষকদের নিয়োগ ২০২৩ সালের তয় ধাপের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ ।

রাজস্বখাতভুক্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের “সহকারী শিক্ষক নিয়োগ ২০২৩” এর তৃতীয় ধাপরে লিখিত পরীক্ষার ফলাফল ২০২৪…

2 weeks ago

এমপিওভুক্ত স্কুল শিক্ষকদের বেতন ও ভাতাদি কত ২০২৪ ?

সারা দেশে অসংখ্য বেসরকারি এমপিওভুক্ত মাধ্যমিক স্কুল রয়েছে। এসব বেসরকারি এমপিওভুক্ত মাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষক,…

3 weeks ago

সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকদের বেতন গ্রেড এবং বেতন কত ২০২৪ ?

বাংলাদেশে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যা কত ? বাংলাদেশে শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী…

4 weeks ago

ঈদুল ফিতর এর কতদিন থাকছে ২০২৪ সালে সরকারি ছুটি ?

পোস্ট সামারীঃ কতদিন থাকছে  ঈদুল ফিতর ২০২৪ সালে সরকারি ছুটি ? ঈদুল ফিতর ২০২৪ সরকারি…

1 month ago

ছুটি নগদায়ন নীতিমালা ২০২৪ ?

ছুটি নগদায়নের ইংরেজি কি ? ছুটি নগদায়নের ইংরেজি কি হলো লাম্পগ্রান্ড (lump grant) . ছুটি…

2 months ago