nocomments

জিপিএফ এর পিআরএল কালীন সুদ | পিআরএল ভোগরত সরকারি কর্মকর্তা/কর্মচারির জিপিএফ এর কত মাস চাঁদা কর্তন/ কত মাসের সুদ প্রাপ্য হবেন?

পিআরএল ভোগরত সরকারি কর্মকর্তা/কর্মচারির জিপিএফ এর কত মাস চাঁদা কর্তন/ কত মাসের সুদ প্রাপ্য হবেন :

  • সর্বোচ্চ ১২ মাসের জিপিএফ চাঁদা এবং অগ্রিম এর কিস্তি কর্তন করা যাবে।
  • ১ তারিখ ব্যতীত অন্য যে কোন তারিখে চূড়ান্ত অবসরে গমন করলে উক্ত মাসের বেতন বিল হতে জিপিএফ চাঁদা এবং অগ্রিম এর কিস্তি কর্তন করতে পারবে না।
  • পিআরকালীন জমাকৃত জিপিএফ চাঁদা এবং অগ্রিম এর কিস্তি কর্তনের উপর কোন সুদ প্রাপ্য হবেন না।

পিআরএল ভোগরত সরকারি কর্মকর্তা/কর্মচারির জিপিএফ এর কত মাস চাঁদা কর্তন/ কত মাসের সুদ প্রাপ্য হবেন এ সংক্রান্ত আদেশ ডাউনলোড করে সংগ্রহ করে নিতে পারেন।

এলপিসি কি | শেষ বেতনের প্রত্যায়ন পত্র কি জেনে নিতে পারেন।

Reply

error: Content is protected !!