জিপিএফ এর পিআরএল কালীন সুদ | পিআরএল ভোগরত সরকারি কর্মকর্তা/কর্মচারির জিপিএফ এর কত মাস চাঁদা কর্তন/ কত মাসের সুদ প্রাপ্য হবেন?
পিআরএল ভোগরত সরকারি কর্মকর্তা/কর্মচারির জিপিএফ এর কত মাস চাঁদা কর্তন/ কত মাসের সুদ প্রাপ্য হবেন :
- সর্বোচ্চ ১২ মাসের জিপিএফ চাঁদা এবং অগ্রিম এর কিস্তি কর্তন করা যাবে।
- ১ তারিখ ব্যতীত অন্য যে কোন তারিখে চূড়ান্ত অবসরে গমন করলে উক্ত মাসের বেতন বিল হতে জিপিএফ চাঁদা এবং অগ্রিম এর কিস্তি কর্তন করতে পারবে না।
- পিআরকালীন জমাকৃত জিপিএফ চাঁদা এবং অগ্রিম এর কিস্তি কর্তনের উপর কোন সুদ প্রাপ্য হবেন না।
পিআরএল ভোগরত সরকারি কর্মকর্তা/কর্মচারির জিপিএফ এর কত মাস চাঁদা কর্তন/ কত মাসের সুদ প্রাপ্য হবেন এ সংক্রান্ত আদেশ ডাউনলোড করে সংগ্রহ করে নিতে পারেন।
এলপিসি কি | শেষ বেতনের প্রত্যায়ন পত্র কি জেনে নিতে পারেন।
আমি বাংলাদেশ সরকারের অডিট এন্ড একাউন্টস বিভাগের একজন কর্মচারি। প্রায় এক যুগের বেশি সময় ধরে কর্মরত থাকায় বিভিন্ন অভিজ্ঞতা শেয়ার করে থাকি। তারপরও যে কোন ভুল ত্রুটি হলে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। কোন পরামর্শ থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।