Site icon Govt news

পিআরএল বা এলপিআর কি ? আপনার পিআরএল শুরু কবে ?

পিআরএল বা এলপিআর কি

পিআরএল এর অর্থ কি ?

পিআরএল বা PRL  এর অর্থ :  

এলপিআর বা lpr কি ?

এলপিআর বা lpr :

উপরের তথ্য হতে পিআরএল বা এলপিআর কি তা সহজেই অনুমেয়।

আরও জানুনঃ আরও জানুনঃ অনলাইনে জিপিএফ ব্যালেন্স চেক করার উপায় ২০২৩ এবং জিপিএফ হিসাবের স্লিপ বের করার উপায় ?

এক কথায় পিআরএল হলো অবসর গ্রহণের পর ছুটি কাটানো আর এল পি আর হলো অবসর গ্রহণের পূর্বে ছুটি কাটানো।

এলপিআর এর অসুবিধা কি কি ?

এলপিআর এর অসুবিধাঃ

আপনার পিআরএল শুরু কবে ?

ইএলপিসি আবেদন করেছেন তো ? কত দিন আগে ইএলপিসির জন্য  আবেদন করবেন?

পিআরএল জন্য ১১ থেকে  ২০ গ্রেডে কর্মরতদের জন্য কি কি কাগজপত্র প্রয়োজন ?

আরও জানুনঃ কখন শ্রান্তি বিনোদন ভাতার জন্য আবেদন করবেন ও কোন কোন কর্মকর্তা/কর্মচারি rest and recreation leave প্রাপ্য হবেন না ?

পিআরএল জন্য ১০ থেকে ০১ গ্রেডে কর্মরতদের জন্য কি কি কাগজপত্র প্রয়োজন ?

আইবাস++ এ পিআরএল এন্টি ?

পিআরএল বা অবসর  উত্তর ছুটির সুবিধা কি কি ?

পিআরএল বা অবসর  উত্তর ছুটির সুবিধা:

আরও জানুনঃ

সরকারি কর্মচারীদের দৈনিক ভাতার ও ভ্রমণ ভাতার নতুন হার ২০২৩ ?

ছুটি নগদায়ন সুবিধা ?

ছুটি নগদায়ন :

অবসরকালে অর্জিত ছুটি পাওনা সাপেক্ষে ১২ (বার) মাসের ছুটি নগদায়নের বিধান পরিবর্তন করে ১৮ (আঠারো) মাসের ছুটি নগদায়ন অর্থাৎ ১৮ (আঠারো) মাসের মূলবেতনের সমপরিমাণ অর্থ প্রাপ্য হবেন।

পিআরএল ছুটির হিসাব ও অবসর উত্তর ছুটির হিসাব করার উপায় ?

পিআরএল এর আবেদন কখন করবেন ?

পিআরএল এর আবেদন কখন করবেন

পিআরএল শুরুর তারিখ হিসাব :  ৫৯ বছর বয়স পূর্তি হবে । উদাহরণঃ ৩১-১২-২০২০ খ্রিঃ তারিখে এবং ৩১-১২-২০২০ খ্রিঃ তারিখ অপরাহ্নে তিনি অবসর গ্রহণ করবেন।

গুগল নিউজ হতে আপডেট নিউজ সংগ্রহ করে নিতে পারেন।

পিআরএল প্রজ্ঞাপন ও ব্যাখা :

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

অর্থ মন্ত্রণালয়, অর্থ বিভাগ

প্রবিধি অনুবিভাগ

প্রবিধি-১ শাখা

www.mof.gov.bd

নং-০৭.০০.০০০০.১৭১.১৩.০০৬.১৩-২২   তারিখঃ ০২ ফেব্রুয়ারি ২০২১ খ্রিস্টাব্দ

প্রজ্ঞাপন

অবসর-উত্তর ছুটি (পিআরএল) কাল পেনশনযোগ্য চাকরি কিনা, অবসর-উত্তর ছুটি কালে আর্থিক সুযোগ-সুবিধার প্রাপ্যতা এবং অবসরের তারিখ, এলপিআর শুরুর তারিখ, চূড়ান্ত অবসর শুরুর তারিখ ইত্যাদি বিষয়সমূহ নিম্নরূপভাবে স্পষ্টীকরণ করা হলো:

(১) অবসর প্রস্তুতিমূলক ছুটিকে (এলপিআর) অবসর-উত্তর ছুটিতে (পিআরএল) রূপান্তর করায় অবসর-উত্তর ছুটি (পিআরএল) কাল পেনশনযোগ্য চাকরি হিসেবে গণনাযোগ্য হবে না। তবে, অবসর-প্রস্তুতিমূলক ছুটি (এলপিআর) কালীন প্রাপ্ত অন্যান্য সকল সুযোগ সুবিধা অবসর-উত্তর (পিআরএল) ছুটিকালীনও বহাল থাকবে।

(২) জনাব ‘ক’ এর জন্ম তারিখ ০১-০১-১৯৬২ খ্রিঃ। একটি উদাহরণের মাধ্যমে তার অবসরগ্রহণ, পিআরএল ও চূড়ান্ত অবসর গ্রহণের তারিখ নিম্নোক্তভাবে দেখানো হলো :

(ক) জনাব ‘ক’ এর ৫৯ বছর বয়স পূর্তি হবে ৩১-১২-২০২০ খ্রিঃ তারিখে এবং ৩১-১২-২০২০ খ্রিঃ তারিখ অপরাহ্নে তিনি অবসর গ্রহণ করবেন।

(খ) ছুটি পাওনা সাপেক্ষে মঞ্জুরীকৃত অবসর-উত্তর ছুটি (পিআরএল) আরম্ভ হবে তার অবসর গ্রহণের পরের দিন অর্থাৎ ০১-০১-২০২১ খ্রি: তারিখে। তিনি ১২ মাস অবসর-উত্তর ছুটি (পিআরএল) ভোগ করলে তার ছুটি শেষ হবে ৩১-১২-২০২১ খ্রিঃ তারিখে এবং তার চূড়ান্ত অবসর গ্রহণের তারিখ হবে ০১-০১-২০২২ খ্রিঃ।

(গ) অবসর-উত্তর ছুটি (পিআরএল) ভোগ না করলে তার চূড়ান্ত অবসর গ্রহণের তারিখ হবে ৩১-১২-২০২০ খ্রিঃ।

রাষ্ট্রপতির আদেশক্রমে

(খালেদা নাছরিন)

সিনিয়র সহকারী সচিব

আরও জানুন: ibas++registration form পূরণ করার পদ্ধতি ?

পোস্ট রিলেটেড ট্যাগঃ পিআরএল বা এলপিআর কি ?,পিআরএল শুরুর তারিখ হিসাব, পিআরএল বিধিমালা,পিআরএল এর আবেদন, পিআরএল প্রজ্ঞাপন, পিআরএল কি, পিআরএল ছুটির হিসাব,পিআরএল ও এলপিআর

আইবাস++ ও সরকারি নিউজের আপডেট পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন।

Exit mobile version