Site icon Govt news

প্রধানমন্ত্রীর বেতন কত বা বাংলাদেশের প্রধানমন্ত্রীর বেতন কত ২০২৪ ?

বাংলাদেশের প্রধানমন্ত্রীর বেতন কত

বাংলাদেশের প্রধানমন্ত্রীর বেতন কত ?

The Prime Minister’s (Remuneration and Privileges) Act, 1975
(Amended up to May, 2016) বাংলাদেশের প্রধানমন্ত্রীর বেতন এবং অন্যান্য সুবিধা নিম্নরুপঃ

প্রধানমন্ত্রীর বেতন বেতন : বাংলাদেশের প্রধানমন্ত্রীর মাসিক বেতন ১,১৫,০০০/- টাকা।

বাংলাদেশের প্রধানমন্ত্রীর বেতন ছাড়াও অন্যান্য সুযোগ-সুবিধা কি কি

বাংলাদেশের প্রধানমন্ত্রীর বেতন ছাড়াও অন্যান্য সুযোগ-সুবিধা কি কি ?

সরকারি বাসভবন : প্রধানমন্ত্রী সরকারী বাসভবন প্রাপ্য হবেন;

আরও জানুনঃ ইউএনও এর বেতন কত ? উপজেলা নির্বাহী অফিসারের পদমর্যাদা বা উপজেলা নির্বাহী অফিসার গ্রেড কত ? উপজেলা নির্বাহী অফিসার কিভাবে হওয়া যায় ?

পারিবারিক-পেনশন-ফরম-২-২ ” নিউজ হতে আইবাস++ ও সরকারি নিউজের আপডেট সংগ্রহ করে নিতে পারেন।

প্রধানমন্ত্রীর ভ্রমনের সুবিধাঃ

 বাংলাদেশের অভ্যন্তরে ভ্রমনঃ

প্রধানমন্ত্রীর রেলপথ ভ্রমনের সুবিধা ?

রেলপথে ভ্রমণের সময়;

(ক) সরকারের খরচে একটি সংরক্ষিত রেলওয়ে সেলুন রিকুইজিশন করা;

(খ) চারজন ব্যক্তিগত পরিচারককে সঙ্গে নিয়ে যাওয়া;

(গ) প্রয়োজনীয় ব্যক্তিগত লাগেজ বহন করা;

(ঘ) বিনা ভাড়ায় তার পরিবারের সদস্যদের সাথে নিয়ে যাওয়া।

আরও জানুনঃ ১০ তম গ্রেডের বেতন, ১০ তম গ্রেডের মোট বেতন কত, ১০ তম গ্রেডে সর্বসাকুল্যে বেতন কত ?

আরও জানুনঃ

সরকারি কর্মচারীদের দৈনিক ভাতার ও ভ্রমণ ভাতার নতুন হার ২০২৩ ?

প্রধানমন্ত্রীর আকাশপথ ভ্রমনের সুবিধা ?

আকাশপথে ভ্রমণের সময়:

আর জানুনঃ

আইবাস++ কর্মচারিদের ভ্রমন বিল অনলাইনে সাবমিট করার পদ্ধতি ? ibas++ta da staff login ?

প্রধানমন্ত্রীর সড়কপথে ভ্রমনের সুবিধা ?

সড়কপথে ভ্রমণের সময়:

 প্রধানমন্ত্রী অধিকারী হবেন:

প্রধানমন্ত্রীর দৈনিক ভাতা ?

দৈনিক ভাতা :

আরও জানুনঃ কোন গ্রেডে কত বেতন ? সরকারি চাকরিতে কোন গ্রেডে কত বেতন ২০২৩ ?

প্রধানমন্ত্রীর চিকিৎসা সুবিধাঃ ?

চিকিৎসা সুবিধাঃ

আরও জানুনঃ ১৩তম গ্রেডের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের  বেতন ও ভাতাদি কত ও পেনশন কত হতে পারে ?

রিলেটেড ট্যাগঃ বাংলাদেশের প্রধানমন্ত্রীর বেতন কত ?,প্রধানমন্ত্রীর বেতন কত

Exit mobile version