nocomments

বাড়ি ভাড়া ভাতা কি ? ওএসডি সংযুক্তিতে কর্মরত কর্মচারি/কর্মকর্তাদের কর্মস্থল নির্ধারণ এবং বাড়ি ভাড়া ভাতার হার সংক্রান্ত নির্দেশনা ?

বাড়ি ভাড়া ভাতা কি
বাড়ি ভাড়া ভাতা কি

বাড়ি ভাড়া ভাতা কি ?

সরকারি কর্মকর্তা/কর্মচারিদের বসবাসের গ্রেড ও স্কেল অনুযায়ী নির্ধারিত হারে যে ভাতা প্রদান করা হয়, তাকে বাড়ি ভাড়া ভাতা বলা হয়।

ওএসডি ও সংযুক্তিতে কর্মরত কর্মচারি/কর্মকর্তাদের কর্মস্থল নির্ধারণ এবং বাড়ি ভাড়া ভাতার হার সংক্রান্ত নির্দেশনা ?

বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ওএসডি/ইনসিটু কর্মকর্তাদের কর্মস্থল নির্ধারণ এবং বাড়ি ভাড়া ভাতা প্রদান ৷

সূত্রঃ হিসাব মহানিয়ন্ত্রক এর কার্যালয়ের স্মারক নং-০৭.০৩.০০০০,009.37.183.23-209,তাং-19/02/202৩খ্রি.।

উপর্যুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে নির্দেশক্রমে জানানো যাচ্ছে যে, বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ওএসডি/ইনসিটু কর্মকর্তাগণ অর্থ মন্ত্রণালয়ের ০৪/০৬/১৯৯০খ্রি. তারিখের অম/অবি(বাস্ত)-৪/এইচ(জি)- ৫০/৮৩-৪১নং স্মারক অনুযায়ী মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের বিভিন্ন পদবীর কর্মকর্তাগণ তাঁর কর্মস্থলের জন্য নির্ধারিত হারে অর্থাৎ যে স্থানে দায়িত্ব পালন করছেন সেই স্থানের হারে বাড়ি ভাড়া ও ভাতাদি প্রাপ্য হবেন।

বাড়ি ভাড়া ভাতার হার বা সরকারি চাকরিজীবীদের বাসা ভাড়া কত?

চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, সিলেট,  বরিশাল, রংপুর, নারায়ণগঞ্জ ও গাজিপুর সিটি কর্পোরেশন এবং সাভার এলাকার জন্য বাড়ি ভাড়া ভাতার হার:

বাড়ি ভাড়া নির্ণয়ের ফর্মুলা

টাকা ৯৭০০ পর্যন্তমূল বেতনের ৬৫% হারে নূন্যতম টাকা ৫৬০০মূল বেতনের ৫৫% হারে ন্যূনতম টাকা ৫০০০মূল বেতনের ৫০% হারে হারে ন্যূনতম টাকা ৪৫০০
৯৭০১ হইতে টাকা ১৬০০০ পর্যন্তমূল বেতনের ৬০% হারে নূন্যতম টাকা ৬৪০০মূল বেতনের ৫০% হারে নূন্যতম টাকা ৫৪০০মূল বেতনের ৪৫% হারে নূন্যতম টাকা ৪৮০০
১৬০০১ হইতে টাকা ৩৫৫০০ পর্যন্তমূল বেতনের ৫৫% হারে নূন্যতম টাকা ৯৬০০মূল বেতনের ৪৫% হারে নূন্যতম টাকা ৮০০০মূল বেতনের ৪০% হারে নূন্যতম টাকা ৭০০০
টাকা ৩৫৫০১ তদূর্ধ্ব।মূল বেতনের ৫০% হারে নূন্যতম টাকা ১৯৫০০মূল বেতনের ৪০% হারে নূন্যতম টাকা ১৬০০০মূল বেতনের ৩৫% হারে নূন্যতম টাকা ১৩৮০০

২০১৫ সালের পে স্কেল অনুযায়ী বাড়ি ভাড়ার নিয়ম ?

 (১) সকল ওয়ার্রকার চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০০৯ এর আইন মোতাবেক ৩০ জুন ২০১৫ তারিখে আহরিত বা প্রাপ্য অঙ্কে গৃহ ভাড়াভাতা পাইবেন।


(২) যে সকল কর্মচারী সরকারী বাসস্থানে বসবাস করিতেছেন, তাঁহারা উপ-অনুচ্ছেদ (১) এ উক্ত আলয় ভাড়াভাতা ভোগ্য হইবেন না।


(৩) আপাতত বলবৎ এতদসংক্রান্ত অন্য কোন বিধি-বিধানে যাহা কিছুই থাকুক না কেন, যে সকল কর্মচারী সরকারি বাসস্থানে বসবাস করেন, ১ জুলাই ২০১৫ হইতে তাহাদের নিমিত্ত বেতনের ৫%-৭.৫% হারে গৃহ ভাড়া কর্তনের সাম্প্রতিক বিধানাবলী রহিত করা হইল, তার সাথে ১ জুলাই ২০১৫ হইতে ইতোমধ্যে কর্তনকৃত অর্থ সমন্বয়যোগ্য হইবে।

গুগল নিউজ হতে আপডেট ” নিউজ হতে আইবাস++ ও সরকারি নিউজের আপডেট সংগ্রহ করে নিতে পারেন।


(৪) যে কর্মচারী সরকারি বিধি-বিধান অনুযায়ী, ভাড়াবিহীন বাসস্থানে থাকিবার অধিকারী, তাঁহাকে রাষ্ট্রশাসক গোষ্ঠী কর্তৃক প্রদত্ত বাসস্থানের জন্য কোন বাড়িভাড়া প্রদান করিতে হইবে না, কিন্তু তিনি গৃহ ভাড়াভাতাও প্রাপ্য হইবেন না।


(৫) যদি স্বামী ও গিন্নী উভয়েই কোন রাষ্ট্রীয় বা স্ব-শাসিত সংস্থা, ব্যাংক, বিমা বা আর্থিক ইন্সটিটিউটের চাকরিজীবী হন তার সাথে তাঁহারা রাষ্ট্রীয় বাসস্থানে বসবাস করেন, তাহা হইলে তাঁহাদের মধ্যে যাঁহার নামে বসতি বাজেট রহিয়াছে, তাঁহার বেতন বিল হইতে গৃহ ভাড়া নির্ধারিত হারে কাটা করা হইবে এবং তিনি কোন আলয় ভাড়াভাতা লভ্য হইবেন না; আরেকজন (স্বামী বা স্ত্রী) চলমান আইন মোতাবেক পূর্ববৎ ঘর ভাড়াভাতা প্রাপ্য হইবেন।


(৬) যে সকল শ্রমিকের নিজ নামে অথবা তাঁহার উপর নির্ভরশীল কাহারও নামে এক বা একাধিক গৃহ রহিয়াছে, তাঁহার ক্ষেত্রে রাষ্ট্রশাসক গোষ্ঠী কর্তৃক সময় সময় বসতি বাজেট সম্পর্কে জারিকৃত নির্দেশ বলবৎ থাকিবে। ব্যাখ্যা।-এই পরিচ্ছেদের উদ্দেশ্য পূরণকল্পে,(ক) যদি জনস্বার্থে সংশ্লিষ্ট কার্যালয় কর্তৃক কোন এজেন্টকে কর্মস্থলে পক্ষান্তরে তৎসন্নিকটস্থ মেস, হোস্টেল, রেস্ট হাউস, ডরমেটরি বা ডাকবাংলোয় একক সীট অথবা একক ঘরের বরাদ্দ, এই অনুচ্ছেদের উদ্দেশ্যে সরকার কর্তৃক বসতি বাজেট হিসাবে গণ্য হইবে না তার সাথে এই সকল ক্ষেত্রে এই পরিচ্ছেদের আওতায় সংশ্লিষ্ট ব্যক্তি ঘর ভাড়াভাতা পাইবার অধিকারী হইবেন, তবে, একক সীট বা একক কামরার জন্য যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত ভাড়া ও অন্যান্য আর্থিক দায় থাকে তাঁহাকে তাহা প্রদান করিতে হইবে;

আরও জানুনঃ

সরকারি কর্মচারীদের দৈনিক ভাতার ও ভ্রমণ ভাতার নতুন হার ২০২৩ ?


(খ) রাষ্ট্রশাসক বিভাগ কর্তৃক ঘোষিত বা নির্ধারিত কোন Improvised Accommodation | (যেমন- গ্যাং, কুঁড়েঘর, গুদামঘর, মালগাড়ির বগি, স্টিমার বা লঞ্চের বার্থ) এ যদি এজেন্টকে বাসস্থানের অ্যারেঞ্জমেন্ট করা হয়, তাহা হইলে তাঁহাকে নির্ধারিত ভাড়া প্রদান করিতে হইবে, তবে, সংশ্লিষ্ট শ্রমিক বাড়ি ভাড়াভাতা পাইবার অধিকারী হইবেন।
(৭) এই অনুচ্ছেদের আদার্স বিধানাবলী সাপেক্ষে, শ্রমিকগণ ১ জুলাই ২০১৬ তারিখ

আর জানুনঃ

আইবাস++ কর্মচারিদের ভ্রমন বিল অনলাইনে সাবমিট করার পদ্ধতি ? ibas++ta da staff login ?

ওএসডি ও সংযুক্তিতে কর্মরত কর্মচারি/কর্মকর্তাদের কর্মস্থল নির্ধারণ এবং বাড়ি ভাড়া ভাতার হার সংক্রান্ত নির্দেশনার সারকুলার ডাউনলোড করে নিতে পারেন।

বাড়ি ভাড়া ভাতা গেজেটি ডাউনলোড করে নিতে পারেন।

রিলেটেড ট্যাগঃ বাড়ি ভাড়া ভাতা কি ?বাড়ি ভাড়া ভাতা, বাড়ি ভাড়া ভাতা গেজেট, বাড়ি ভাড়া ভাতার হার, বাড়ি ভাড়া ভাতা গেজেট, সরকারি কোয়ার্টার ভাড়া,

Reply

error: Content is protected !!