এলপিসি

লামগ্রান্ট কি ? মৃত কর্মচারী পরিবারকে ১৮ মাসের লাম্প গ্রান্ট অর্থ প্রদান করা যাবে কি ? ছুটি নগদায়ন কি ?

লামগ্রান্ট কি বা ছুটি নগদায়ন কি ?

লামগ্রান্ট হলো একজন সরকারি কর্মচারী পেনশন এর উদ্দেশ্যে পিআরএ গমনের পর যদি অর্জিত অর্জিত ছুটি পাওনা থাকে তবে তাকে সর্বোচ্চ ১৮ মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ প্রদান করা হয়ে থাকে যাকে লামগ্রান্ট বা ছুটি নগদায়ন  বলা হয়।

গুগল নিউজ হতে আপডেট ” নিউজ হতে আইবাস++ ও সরকারি নিউজের আপডেট সংগ্রহ করে নিতে পারেন।

বাধ্যতামূলক অবসর প্রদানের ক্ষেত্রে ১৮ মাসের লামগ্রান্ট বা ছুটি নগদায়ন করতে পারবেন কি?

• কোন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বাধ্যতামূলক অবসর প্রদান করা হলে সে ক্ষেত্রে তিনি পাওনা ছুটির পরিবর্তে ১৮ মাসের লামগ্রান্ট বা ছুটি নগদায়ন করতে পারবেন না।

• অর্থমন্ত্রণালয়ের ৩০-০৫-১৯৮১ তারিখের অম/অবি/প্রবি-২/ছুটি/৮৫/৫১ মোতাবেক  সিদ্ধান্ত প্রদান করা হয়েছে যে  বাধ্যতামূলকভাবে অবসর প্রধান এক ধরনের শাস্তি মূলক ব্যবস্থা এবং শাস্তিপ্রাপ্ত কোন কর্মকর্তা-কর্মচারীকে অতিরিক্ত আর্থিক সুবিধা প্রদান সরকারের অভিপ্রায় নয়।

• সুতরাং প্রায়  বাধ্যতামূলক অবসরপ্রাপ্ত কর্মচারী আওতায় ১৮ মাসের লামগ্রান্ট বা ছুটি নগদায়ন করতে পারবেন না।

আরও জানুনঃ আইবাস++হেল্পলাইন । ibas++helpline number | Ibas++ helpdesk Number

মৃত কর্মচারী পরিবারকে ১৮ মাসের লামগ্রান্ট বা ছুটি নগদায়ন অর্থ প্রদান করা যাবে কি?

• চাকরিরত অবস্থায় কোনো সরকারি কর্মকর্তা-কর্মচারীর মৃত্যুবরণ করলে তার পরিবার ১৮ মাসের ছুটির পরিবর্তে লামগ্রান্ট বা ছুটি নগদায়ন এর অর্থ প্রাপ্য হবেন ।

• অর্থমন্ত্রণালয়ের ০৭-০৯-১৯৮৬ তারি্খের অম/অবি/প্রবি-২/ছুটি-৩/৮৬/১৫৮  মোতাবেক অবশ্যই প্রস্তুতি ছুটি ভোগ করে কোনো কর্মকর্তা কর্মচারী অবসর গ্রহণ করলে ছুটি নগদায়ন সুবিধাপ্রাপ্ত হবেন।

• ফলে চাকরিরত অবস্থায় মৃত্যুবরণকারী কোন কর্মকর্তা-কর্মচারী পরিবারের ক্ষেত্রে পাওনা সাপেক্ষে ছুটি নগদায়ন সুবিধাপ্রাপ্ত হবে ।

অর্জিত ছুটি নগদায়ন বা লাম্পগ্রান্ট হিসাবের নিয়ম ?

অর্জিত ছুটি নগদায়ন বা লাম্পগ্রান্ট হিসাবের নিয়ম

অর্জিত ছুটি নগদায়ন বা লাম্পগ্রান্ট হিসাবের নিয়ম ?

অর্থ,মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রবিধি অনুবিভাগের প্রবিধি-১ শাখার ১৪ অক্টোবর ২০১৫ তারিখের পত্র নং ০৭.০০.০০০০.১৭১.১৩.০০৬.১৫-৮১ অনুযায়ী এর (ছ) অনুযায়ী ছুটি নগদায়ন নীতিমালা:

আরও জানুনঃ পিপিও কি , Pension Payment Order, ইপিপিও কি? ডি-হাফ ( Disburser’s Half) কি?

• অবসরকালে অর্জিত ছুটি পাওনা সাপেক্ষে ১২ মাসের ছুটি নগদায়ন এর বিধান পরিবর্তন করে ১৮ মাসের ছুটি নগদায়ন অর্থাৎ ১৮ মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ প্রাপ্য হবেন।

• ছুটি নগদায়নের ক্ষেত্রে দুই দিনের গড় বেতনে ছুটিকে ০১ দিনের গড় বেতনের ছুটিতে রূপান্তর করা যাবে।

• অবসরকালীন মূল বেতনের ভিত্তিতে নগদায়নের সুবিধা অবসর উত্তর ছুটির শুরুতে প্রাপ্য।

•অবসর-উত্তর ছুটি ভোগ না করলেও এ আর্থিক সুবিধা প্রাপ্য হবেন।

ছুটি নগদায়ন অর্থনৈতিক কোড কত ?

# ছুটি নগদায়ন বা লামগ্রান্ট এর অফিসারদের অর্থনৈতিক কোড কত হলোঃ ৩১১১১১০
# ছুটি নগদায়ন বা লামগ্রান্ট এর কর্মচারিদের অর্থনৈতিক কোড কত হলোঃ ৩১১১২০৯

ছুটি নগদায়ন ইংরেজি কি ?

ছুটি নগদায়ন ইংরেজি হলো Lampgrant বা লামগ্রান্ট ।

নিজে নিজে অনলাইনে খুব সহজেই জিপিএফ ব্যালেন্স যাচাই করার এবং জিপিএফ একাউন্টস স্লিপ প্রিন্ট করার পদ্ধতি জানতে এখানে ক্লিক করুন।

লাম গ্রান্ট কি।মৃত কর্মচারী পরিবারকে ১৮ মাসের লাম্প গ্রান্ট অর্থ প্রদান করা যাবে কি |বাধ্যতামূলক অবসর প্রদানের ক্ষেত্রে ১৮ মাসের ছুটি নগদায়ন করতে পারবেন কি? বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

রিলেটেড ট্যাগঃ লামগ্রান্ট-কি, ছুটি নগদায়ন কি, লামগ্রান্ট কি, নগদায়ন অর্থ কি, ছুটি নগদায়ন ইংরেজি,ছুটি নগদায়নের হিসাব, অর্জিত ছুটি নগদায়ন,ছুটি নগদায়ন হিসাব

Recent Posts

এটিও/টিও এবং উপজেলা/থানা রিসোর্স সেন্টারের সহকারী ইন্সট্রাক্টরগণের  ভ্রমন ভাতা বৃদ্ধির গেজেট ২০২৪ ?

এটিও/টিও এবং উপজেলা/থানা রিসোর্স সেন্টারের সহকারী ইন্সট্রাক্টরগণের  ভ্রমন বিল বৃদ্ধির ভ্রমণ ভাতা গেজেট ২০২৪ ?…

3 days ago

নবম পে স্কেল ২০২৪ সহ ৭ দফা দাবিসমূহ কি কি ?নবম পে স্কেলের সর্বশেষ খবর ২০২৪ ?

দ্রব্যমূল্যে উর্ধগতির কারণে জীবনযত্রার ব্যয় বৃদ্ধির ফলে সরকারি কর্মকর্ত/কর্মচারিদের বেতন বৃদ্ধির দাবি দীর্ঘ দিনের ।…

2 weeks ago

প্রাথমিক সহকারি শিক্ষকদের নিয়োগ ২০২৩ সালের তয় ধাপের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ ।

রাজস্বখাতভুক্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের “সহকারী শিক্ষক নিয়োগ ২০২৩” এর তৃতীয় ধাপরে লিখিত পরীক্ষার ফলাফল ২০২৪…

4 weeks ago

এমপিওভুক্ত স্কুল শিক্ষকদের বেতন ও ভাতাদি কত ২০২৪ ?

সারা দেশে অসংখ্য বেসরকারি এমপিওভুক্ত মাধ্যমিক স্কুল রয়েছে। এসব বেসরকারি এমপিওভুক্ত মাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষক,…

1 month ago

সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকদের বেতন গ্রেড এবং বেতন কত ২০২৪ ?

বাংলাদেশে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যা কত ? বাংলাদেশে শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী…

1 month ago

ঈদুল ফিতর এর কতদিন থাকছে ২০২৪ সালে সরকারি ছুটি ?

পোস্ট সামারীঃ কতদিন থাকছে  ঈদুল ফিতর ২০২৪ সালে সরকারি ছুটি ? ঈদুল ফিতর ২০২৪ সরকারি…

2 months ago