Site icon

স্টাডি লিভ বা অধ্যয়ন ছুটি কি অথবা শিক্ষা ছুটি কি ? শিক্ষা ছুটিকালীন বেতন কি হারে বেতন প্রাপ্য হবে এবং সবোচ্চ কত দিন পাওয়া যায় ?

স্টাডি লিভ বা অধ্যয়ন ছুটি কি অথবা শিক্ষা ছুটি কি শিক্ষা ছুটিকালীন বেতন কি হারে বেতন প্রাপ্য হবে এবং সবোচ্চ কত দিন পাওয়া যায়

এই পোস্ট থেকে নিম্নলিখিত বিষয় সমূহ জানা যাবে:

জিপিএফ ব্যালেন্স চেক ২০২৩

গুগল নিউজ হতে আপডেট ” নিউজ হতে আইবাস++ ও সরকারি নিউজের আপডেট সংগ্রহ করে নিতে পারেন।

স্টাডি লিভ বা অধ্যয়ন ছুটি কি অথবা শিক্ষা ছুটি কি?

অধ্যয়ন ছুটি (Study Leave):

 সরকারের কতিপয় বিভাগের অফিসারগ যেমন শিক্ষা বিভাগ, গণপূর্ত বিভাগ, বন বিভাগ, প্রভৃতি, বিজ্ঞান, কারিগরি অনুরূপ বিষয়ে অধ্যয়নের জন্য অথবা বিশেষ ধরনের প্রশিক্ষণের জন্য যে ছুটি মঞ্জুর করা হয় তাকে অধ্যয়ন ছুটি বলা হয়।

আরও জানুন: নৈমিত্তিক ছুটি কি বা সি এল ছুটি কি ? নৈমিত্তিক ছুটির নিয়ম ? নৈমিত্তিক ছুটি বা সিএল ছুটি সর্বোচ্চ কত দিন নেওয়া যায় ? কোন কোন ক্ষেত্রে নৈমিত্তিক ছুটি মঞ্জুর করা যায় না ?

অধ্যয়ন ছুটি বা শিক্ষা ছুটি মঞ্জুরীরর শর্তাবলী কি কি ?

কোন কোন ক্ষেত্রে অধ্যয়ন ছুটি মঞ্জুর করা যাবে না ?

অধ্যয়ন ছুটির নিয়ম এবং কি পরিমাণ সর্বোচ্চ কত দিন হতে পারে এবং কিভাবে তা মঞ্জুর করা যেতে পারে?

আরও জানুনঃ ছুটি কি ? ছুটি কি অধিকার ? ছুটি কত প্রকার ও কি কি ? কিভাবে ছুটি অর্জন করা যায় ? Leave Account বা ছুটির হিসাব সংরক্ষণ কে করবেন ?

শিক্ষা ছুটিকালীন বেতন কি হারে বেতন প্রাপ্য হবে এবং অধ্যায়ন ছুটিকালীন সময় পেনশন যোগ্য কিনা ?

আরও জানুনঃ Gpf calculator & Future gpf calculatorএর সাহায্যে জিপিএফ হিসাব এবং ভবিষৎ জিপিএফ হিসাব বের করার উপায় ?

মাতৃত্বকালীন ছুটি কি ? মাতৃত্বকালীন ছুটির নিয়ম ও এ ছুটি কি আবেদনের তারিখ হতে কার্যকর হবে, ভিডিও দেখতে এখানে ক্লিক করুন।

অধ্যয়ন ছুটি সর্বোচ্চ কত দিন নেওয়া যায় ?


# যুক্তিযুক্ত কারণে অধ্যয়ন ছুটি বা শিক্ষা ছুটি ১বছর নিতে পারবে।
# সমগ্র চাকরি জীবনে অধ্যয়ন ছুটি বা শিক্ষা ছুটি ২ বছর নিতে পারবে।
# সর্বোচ্চ অধ্যয়ন ছুটি বা শিক্ষা ছুটি ৫ বছর নিতে পারবে।

রিলেটেড ট্যাগঃ Ibas++,shafinit22,shafinit.com.bd,শিক্ষা ছুটি বিধিমালা,শিক্ষা ছুটি,শিক্ষা ছুটি নীতিমালা,শিক্ষা ছুটি ২০২২,শিক্ষা ছুটি ২০২৩,শিক্ষা ছুটি ২০২০,অধ্যয়ন ছুটির আবেদন,অধ্যয়ন ছুটি সর্বোচ্চ কত দিন নেওয়া যায় ?,অধ্যয়ন ছুটির নিয়ম,অধ্যয়ন ছুটি বা শিক্ষা ছুটি মঞ্জুরীরর শর্তাবলী কি কি ?,স্টাডি লিভ বা অধ্যয়ন ছুটি কি অথবা শিক্ষা ছুটি কি?,শিক্ষা ছুটিকালীন বেতন কি হারে বেতন প্রাপ্য হবে ?

Exit mobile version