Admin

নতুন পদ্ধতিতে সঞ্চয়পত্র ক্রয় করার জন্য কি কি কাগজপত্র প্রয়োজন এবং বিভিন্ন প্রশ্ন এবং উত্তর পর্ব ।

সঞ্চয়পত্র ক্রয় ফরমের সাথে কিকি কাগজপত্র প্রদান করতে হয় ?

উঃ ক) ক্রেতা ও নমিনী প্রত্যেকের ০২(দুই) কপি পাসপোর্ট আকারের সত্যায়িত ছবি (ক্রেতার ছবি ১ম শ্রেনীর কর্মকর্তা কর্তৃক ও নমিনীর ছবি ক্রেতা কর্তৃক সত্যায়িত)।

খ) ক্রেতা ও নমিনীর জাতীয় পরিচয় পত্রের কপি (নমিনী নাবালক হলে তার জন্ম নিবন্ধন এবং প্রত্যয়ন কারীর জাতীয় পরিচয় পত্রের কপি)

গ) ক্রেতা (গণ)-এর E-TIN সার্টিফিকেটের কপি

ঘ) গ্রাহকের নিজ ব্যাংক হিসাবের MICR চেকের কপি; যে হিসাবে সঞ্চয় পত্রের মনাফা ও আসল EFT-এর মাধ্যমে স্বয়ংক্রিয় ভাবে জমা করা হবে।

বর্তমানে কয়টি সঞ্চয় প্রকল্প চালু রয়েছে ও কিকি ?

উঃ ৪টি। যথা-(ক) পাঁচ বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র ;

(খ) পরিবার সঞ্চয়পত্র ;

(গ) তিন মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র ও

(ঘ) পেনশনার সঞ্চয়পত্র।

পরিবার সঞ্চয়পত্র কত বছর মেয়াদী ?

উঃ৫(পাঁচ) বছর। তিন মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র কত বছর মেয়াদী ?

উঃ ৩(তিন) বছর।

পেনশনার সঞ্চয়পত্র কত বছর মেয়াদী ?

উঃ৫(পাঁচ) বছর।

কোথায় সঞ্চয়পত্র কিনতে পাওয়া যায় ?

উঃবাংলাদেশ ব্যাংকের সকল অফিস, সকল বাণিজ্যিক ব্যাংক, জাতীয় সঞ্চয় পরিদপ্তরের অধীনস্থ সারাদেশে ৭১টি সঞ্চয় ব্যরো অফিস এবং ডাকঘর (Post Office) সমূহে।

সকল প্রকার সঞ্চয়পত্র সবাই(পুরুষ/মহিলা) কিনতে পারে নকি-না ?

উঃ না।

কো সঞ্চয়পত্র সকলে কিনতেপারেন ?উঃপাঁচ বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র ও তিন মাস অন্তর ‍মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র (শুধমাত্র জাতীয় পরিচয় পত্র ধারী)।

কোথায় সঞ্চয়পত্র কিনতে পাওয়া যায় ?

উঃ বাংলাদেশ ব্যাংকের সকল অফিস, সকল বাণিজ্যিক ব্যাংক, জাতীয় সঞ্চয় পরিদপ্তরের অধীনস্থ সারা দেশে ৭১টি সঞ্চয় ব্যরো অফিস এবং ডাকঘর (Post Office) সমূহে।

সকল প্রকার সঞ্চয়পত্র কি পুনঃ বিনিয়োগ যোগ্য ?

উঃনা, শুধুমাত্রপাঁচ বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র পরবর্তী ১(এক) মেয়াদের জন্য স্বয়ংক্রিয় পুনঃ বিনিয়োগ যোগ্য।

বিস্তারিত ভিডিও দেখে নিতে পারেন।

এসিআর এর পরিবর্তে চালু হচ্ছে এপিএআর সর্ম্পকে এখান থেকে জেনে নিতে পারেন।

admin

Recent Posts

নবম পে স্কেল ২০২৪ সহ ৭ দফা দাবিসমূহ কি কি ?নবম পে স্কেলের সর্বশেষ খবর ২০২৪ ?

দ্রব্যমূল্যে উর্ধগতির কারণে জীবনযত্রার ব্যয় বৃদ্ধির ফলে সরকারি কর্মকর্ত/কর্মচারিদের বেতন বৃদ্ধির দাবি দীর্ঘ দিনের ।…

2 weeks ago

প্রাথমিক সহকারি শিক্ষকদের নিয়োগ ২০২৩ সালের তয় ধাপের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ ।

রাজস্বখাতভুক্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের “সহকারী শিক্ষক নিয়োগ ২০২৩” এর তৃতীয় ধাপরে লিখিত পরীক্ষার ফলাফল ২০২৪…

4 weeks ago

এমপিওভুক্ত স্কুল শিক্ষকদের বেতন ও ভাতাদি কত ২০২৪ ?

সারা দেশে অসংখ্য বেসরকারি এমপিওভুক্ত মাধ্যমিক স্কুল রয়েছে। এসব বেসরকারি এমপিওভুক্ত মাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষক,…

1 month ago

সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকদের বেতন গ্রেড এবং বেতন কত ২০২৪ ?

বাংলাদেশে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যা কত ? বাংলাদেশে শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী…

1 month ago

ঈদুল ফিতর এর কতদিন থাকছে ২০২৪ সালে সরকারি ছুটি ?

পোস্ট সামারীঃ কতদিন থাকছে  ঈদুল ফিতর ২০২৪ সালে সরকারি ছুটি ? ঈদুল ফিতর ২০২৪ সরকারি…

2 months ago

ছুটি নগদায়ন নীতিমালা ২০২৪ ?

ছুটি নগদায়নের ইংরেজি কি ? ছুটি নগদায়নের ইংরেজি কি হলো লাম্পগ্রান্ড (lump grant) . ছুটি…

2 months ago