Admin

আইবাস++ ডিজিটাল পদ্ধতিতে কর্মচারিদের জিপিএফ হিসাব খোলার নিয়ম ?

এই পোস্ট থেকে নিম্নবর্ণিত বিষয়সমূহ জানা যাবে;

  • জিপিএফ(gpf) কি?
  • জিপিএফ বিধিমালা ১৯৭৯ কি ?
  • ibas++ gpf account opening করা জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট ?
  • ibas++ gpf account opening করার নিয়ম ?
  • gpf subscriber nominee entry করার উপায় ?
  • জিপিএফ অগ্রিম উত্তোলনের নিয়ম?
  • ভবিষ্য তহবিলে যোগদানের যোগ্যতা (General Provident Fund) কি ?
  • সাধারণ ভবিষ্য তহবিলে (General Provident Fund) চাঁদার হার কত?
  • সাধারণ ভবিষ্য তহবিলে gpf subscriber nominee বা নমিনি পরিবর্তন করা যায় কিনা ?
  • সাধারণ ভবিষ্য তহবিল ( জিপিএফ) সুদের হার কত ?
  • জিপিএফ অগ্রিম উত্তোলনের নিয়ম ?
  • সাধারণ ভবিষ্য তহবিল ( জিপিএফ) হতে অগ্রিম কতবার নেয়া যায় ?
  • সাধারণ ভবিষ্য তহবিল ( জিপিএফ) সুদের হার কত ?
  • জিপিএফ অগ্রিম (GPF Advance) বাবদ গৃহিত অর্থ চালানে জমা দেয়া যায় কিনা
  • জিপিএফ অগ্রিম (GPF Advance) উত্তোলন করলে সুদ পাবে কিনা ?
  •  জিপিএফ অগ্রিম (GPF Advance) উত্তোলিত টাকা কর্তন করলে বিনিয়োগ হিসাব গণ্য হবে কিনা ?
  • একই সঙ্গে একই হারে চাঁদা কর্তন করলেও যিনি অগ্রিম গ্রহণ করেছেন তার স্থিতি কমে যায় কেন ?
  • বৎসরের মাঝখানে জিপিএফ (GPF) এর টাকা কমানো বাড়ানো যায় কি না?
  • জিপিএফ ফাইনাল উত্তোলনের প্রক্রিয়া কি?

গুগল নিউজ হতে আপডেট ” নিউজ হতে আইবাস++ ও সরকারি নিউজের আপডেট সংগ্রহ করে নিতে পারেন।

জিপিএফ(gpf) কি বা জিপিএফ হিসাব কি ?

সরকারি চাকরিজীবী সবাই কম/বেশি জিপিএফ(gpf) শব্দের সাথে পরিচিত। জিপিএফ(gpf) জেনারেল প্রভিডেন্ট ফান্ড( General Provident Fund) । সরকারী চাকরিজীবীদের পেনশন এবং জিপিএফ হচ্ছে শেষ ভরসার জায়গা। জিপিএফ(gpf) বা জেনারেল প্রভিডেন্ট ফান্ড হতে অগ্রিম লোন গ্রহণ করা যায়। জিপিএফ(gpf) জেনারেল প্রভিডেন্ট ফান্ড( General Provident Fund) এবং সিপিএফ contributory provident fund (cpf) মনুফা হার ১৩% ।

আরও জানুনঃ অনলাইনে জিপিএফ ব্যালেন্স চেক করার উপায় ২০২৩ এবং জিপিএফ হিসাবের স্লিপ বের করার উপায় ?

জিপিএফ বিধিমালা ১৯৭৯ কি ?

জিপিএফ বিধিমালা ১৯৭৯ সালের ৫(১) অনুযায়ী যাদের চাকুরীর মেয়াদ দুই বছর পূর্ণ হয়েছে তাদের বাধ্যতামূলক চাঁদা প্রদান করতে হবে এবং ৫(২) অনুযায়ী কোন সরকারী কর্মচারীর দুই বছর পূর্ণ হওয়ার যে কোন সময় চাদা প্রদান করতে পারবেনব। চাকুরীর বয়স ৫২ বছর হলে জিপিএফ চাঁদা দেওয়া বন্ধ করা যাবে।

জিপিএফ (gpf) বা জেনারেল প্রভিডেন্ট ফান্ড নতুন হিসাব খোলার জন্য প্রয়োজনীয় কাগজপত্রঃ

জাতীয় পরিচয় পত্রের ফটোকপি।

নমিনিরজাতীয় পরিচয় পত্রের ফটোকপি।

• জিপিএফ অনলাইন মনোনয়ন ফরম।

সাধারণত ২ বছর পর কর্তন বাধ্যতামূলক।

শুরুতেও কর্তন করতে পারেন।

আরও জানুনঃ অক্ষমতাজনিত অবসর কি ? অক্ষমতাজনিত অবসর গ্রহণ করলে কি কি সুবিধা পাওয়া যায় ? অক্ষমতাজনিত অবসর গ্রহণ করলে পুনরায় চাকরি ফিরে পাওয়া যায় ?

আইবাস ++ এ জিপিএফ একাউন্ট ছাড়া এন্ট্রি করা যায় না।

সর্ব নিম্ন কর্তন ৫% এবং সর্বোচ্চ কর্তন ২৫%

জিপিএফ এ অর্থ জমানো খুবই লাভজনক ১৩% মুনাফা পাওয়া যায়।

আপনি ইচ্ছা করলে মুনাফা মুক্ত রাখতে পারবেন।

নমিনি পরিবর্তন করা যায়।

বিয়ের স্ত্রী উত্তরাধিকারী হিসাবে বিবেচিত হয়।

আইবাস++ ডিজিটাল পদ্ধতিতে কর্মচারিদের নতুন জিপিএফ একাউন্ট খোলার পদ্ধতি | ibas++ staff gpf account open করার জন্য যে কোন ব্রাউজারের সাহায্যে প্রবেশ করার পর নিচের স্ক্রিন আসবেঃ

ibas++ staff digital gpf account opening

আইবাস++ ইউজার আইডি, পাসওয়ার্ড এবং ক্যাপচা পূরণ করে লগইন এ প্রবেশ করলে নিচের স্ক্রিন আসবেঃ

ibas++ staff digital gpf account opening

তারপর আইবাস++ ডিজিটাল জিপিএফ একাউন্ট তৈরী করার জন্য Accounting অপশনে ক্লিক করলে নিচের স্ক্রিন আসবেঃ

ibas++ staff digital gpf account opening

এখানে gpf Management অপশনে ক্লিক করলে নিচের স্ক্রিন আসবেঃ

ibas++ staff digital gpf account opening

তারপর gpf Transaction অপশনে ক্লিক করলে নিচের স্ক্রিন আসবেঃ

ibas++ staff digital gpf account opening

এখানে gpf Account Opening অপশনে ক্লিক করলে নিচের স্ক্রিন আসবেঃ

ibas++ staff digital gpf account opening

Employee Type সিলেক্ট করে Nid দিয়ে go অপশনে ক্লিক করলে নিচের তথ্যগুলো অটোমেটিক দেখা যাবেঃ

Application Status : প্রদর্শন করবে।

Subscriber’s Name : অটোমেটিক দেখা যাবে।

Designation : অটোমেটিক দেখা যাবে।

Basic : অটোমেটিক দেখা যাবে।

Office : অটোমেটিক দেখা যাবে।

Subscription Starting Fiscal Year (Salary) : অটোমেটিক দেখা যাবে।

Subscription Starting Fiscal Period (Salary) : অটোমেটিক দেখা যাবে।

Subscription Amount : চাঁদা কর্তনের পরিমাণ দিতে হবে।

Profit Applicable : মুনাফা গ্রহন না করলে NO সিলেক্ট করতে হবে।

আরও জানুনঃ প্রাপ্যতা বিহীন ছুটি ? প্রাপ্যতা বিহীন ছুটি সর্বোচ্চ কত দিনের মঞ্জুর করা যায় ?

NOMINEE INFO ENTRY করার পর প্রিন্ট অপশনে ক্লিক করলে প্রিন্ট করতে হবে। সেখানে জিপিএফ সাবক্রাইবার এবং ডিডিও এর স্বাক্ষর গ্রহণ করার পর সিলেক্ট ফাইলে অপশন থেকে সংযুক্ত করে সাবমিট অপশনে ক্লিক করতে হবে। মোবাইলে প্রেরণকৃত ওটিপি দিয়ে সাবমিট করে হিসবরক্ষণ অফিস হতে অনুমোদন করে নিতে হবে।

ibas++ gpf question & answer | জিপিএফ সংক্রান্ত প্রশ্ন গুরুত্বপর্ণ এবং উত্তর ?

১। ভবিষ্য তহবিলে যোগদানের যোগ্যতা (General Provident Fund) কি ?

উত্তর : একজন সরকারি কর্মকর্তা/কর্মচারী চাকুরীর মেয়াদ ২ বৎসর পূর্ণ হওয়ার পর ভবিষ্য তহবিলে যোগদানের যোগ্যতা (General Provident Fund) তহবিলে যোগদান করা বাধ্যতামূলক। তবে একজন সরকারী কর্মকর্তা/কর্মচারী ইচ্ছা করলে ২ বৎসর পূর্ণ হওয়ার আগেও General Provident Fund (GPF) এ যোগদান করতে পারবেন।

আরও জানুনঃ ibas++ gpf subscriber nominee entry | ডিজিটাল নম্বর দিয়ে আইবাস++ সিস্টেমে নমিনির তথ্য এন্ট্রি করার পদ্ধতি ?

২। সাধারণ ভবিষ্য তহবিলে (General Provident Fund) তহবিলে যোগদানের  নমিনি/মনোনয়ন :

উত্তর : সরকারি কর্মকর্তা/কর্মচারী (চাঁদাদাতা) তার পরিবারের সদস্য নয়, এমন কোন ব্যক্তি বা ব্যক্তিবর্গকে মনোনয়ন করতে পারবনে না। চাঁদাদাতা যদি অবিবাহিত হন, তবে পিতা/মাতা/ভাই/বোনকে মনোনয়ন করতে পারবেন। তবে উক্ত কর্মকর্তা/কর্মচারী পরিবার হওয়ার সংগে সংগে পরিবার বহির্ভূত ব্যক্তিকে মনোনয়ন দান সংক্রান্ত মনোনয়ন পত্র অটোমেটিক বাতিল হয়ে যাবে।

৩। সাধারণ ভবিষ্য তহবিলে (General Provident Fund) চাঁদার হার কত?

উত্তর : সরকারি কর্মকর্তা/কর্মচারীর মূল বেতনের সর্বোচ্চ ২৫% সর্বনিম্ন ৫%।

৪। সাধারণ ভবিষ্য তহবিলে (General Provident Fund) এর নমিনি পরিবর্তন করা যায় কিনা ?

উত্তর : নমিনি পরিবর্তন করা যায় তবে পরিবারের সদস্যের নামে নমিনি থাকলে, বিবাহ করার পর স্বয়ংক্রিয়ভাবে স্ত্রীর নামে নমিনি হয়ে যায়।

আরও জানুনঃ পেনশন ইএফটি কি ? ইএএফটি রিটার্ন কী ?  ইএফটি রিটার্ন হলে করণীয় ? পেনশনার মারা গেলে করণীয় ?

৫।  সাধারণ ভবিষ্য তহবিল ( জিপিএফ) সুদের হার কত ?

উত্তর : বর্তমানে জিপিএফ এর সুদের হার ১৩%।

৬। সাধারণ ভবিষ্য তহবিল ( জিপিএফ) হতে অগ্রিম কতবার নেয়া যায় ?

উত্তর : একজন কর্মচারীর ধারাবাহিকভাবে সর্বোচ্চ ৪টি অগ্রিম নেয়ার সুযোগ আছে। তবে ৫২ বৎসর পূর্ণ হলে অফেরতযোগ্য অগ্রিম এর ক্ষেত্রে নির্দিষ্ট নেই।

৭। জিপিএফ অগ্রিম উত্তোলনের নিয়ম বা জিপিএফ অগ্রিম ( GPF Advance)  কিভাবে মঞ্জুর করা হয় ?

উত্তর : আবেদনকারী জিপিএফ অগ্রিম এর আবেদন করলে আর্থিক ক্ষমতা অর্পণ ( ডেলিগেশন ফিন্যান্সিয়াল পাওয়ার) অনুযায়ী ক্ষমতাপ্রাপ্ত কর্তৃপক্ষ জিপিএফ অগ্রিম ( GPF Advance) মঞ্জুর করবেন।

৮। জিপিএফ অগ্রিম (GPF Advance) উত্তোলনের নিয়ম ?

উত্তর : জিপিএফ অগ্রিম (GPF Advance) উত্তোলনের জন্য প্রথমে অগ্রিম জন্য স্ব-অফিসে আবেদন করতে হবে। কর্তৃপক্ষ আবেদনের প্রেক্ষিতে মঞ্জুরী ইস্যু করে জিপিএফ অগ্রিমের বিল হিসাবরক্ষণ অফিসে প্রেরণ করলে, হিসাবরক্ষণ অফিস ব্যক্তির নির্দ্দিষ্ট জিপিএফ একাউন্টস অফিস পরিশোধ করবেন।

৯। জিপিএফ অগ্রিম (GPF Advance) বাবদ গৃহিত অর্থ চালানে জমা দেয়া যায় কিনা :

উত্তরঃ জিপিএফ অগ্রিম (GPF Advance) বাবদ গৃহিত অর্থ চালানে জমা দেয়া যায় না। কর্মচারীর  বেতন হতে কিস্তির মাধ্যমে আদায় করা হয়।

১০। জিপিএফ অগ্রিম (GPF Advance) উত্তোলন করলে সুদ পাবে কিনা ?

উত্তর : জিপিএফ অগ্রিম (GPF Advance) উত্তোলন করলে অগ্রিম উত্তোলিত টাকা জিপিএফ স্থিতি হতে সমন্বয় হবে। যে মাসে অগ্রিম উত্তোলন করেন তার পরবর্তী মাসের বেতন বিল হতে উত্তোলিত টাকায় কোন সুদ প্রাপ্য হবেন না।


১১। জিপিএফ অগ্রিম (GPF Advance) বা জিপিএফ লোন এর উত্তোলিত টাকা কর্তন করলে বিনিয়োগ হিসাব গণ্য হবে কিনা ?

উত্তর : জিপিএফ অগ্রিম (GPF Advance) উত্তোলিত টাকা কর্তন করলে বিনিয়োগ হিসাবে গণ্য করা হয়।

১২। একই সঙ্গে একই হারে চাঁদা কর্তন করলেও যিনি অগ্রিম গ্রহণ করেছেন তার স্থিতি কমে যায় কেন ?

উত্তর : উত্তোলিত জিপিএফ অগ্রিম (GPF Advance) জিপিএফ স্থিতি হতে বিয়োগ হয় ফলে স্থিতি কমে যায়।

১৩। বৎসরের মাঝখানে জিপিএফ (GPF) এর টাকা কমানো বাড়ানো যায় কি না ?

উত্তর : বৎসরের মাঝখানে জিপিএফ (GPF) এর টাকা কমানো বাড়ানো যায় না। তবে বিশেষ প্রেক্ষিতে বৎসরের মাঝখানে টাকা কমানো বাড়ানো যায়।

১৪। জিপিএফ ফাইনাল উত্তোলনে বা জিপিএফ চূড়ান্ত উত্তোলনের নিয়ম কি?

উত্তর : জিপিএফ(GPF) ফাইনাল উত্তোলনের জন্য ৬৬৩ নং ফরম পূরণপূর্বক আবেদনকারী চূড়ান্ত উত্তোলনের সংশ্লিষ্ট  কর্তৃপক্ষ জন্য আবেদন করবেন। স্ব-স্ব কর্তৃপক্ষ আবেদনের ভিত্তিতে হিসাবরক্ষণ অফিস কর্তৃক চূড়ান্ত উত্তোলনের জন্য অথরিটি জারী করবেন। হিসাবরক্ষণ অফিস সংশ্লিষ্ট কর্মকর্তা/কর্মচারীর সমুদয় জিপিএফ হিসাবের সুদ ও আসল নির্ণয়পূর্বক অথরিটি ইস্যু করেন। উক্ত অথরিটির ভিত্তিতে স্ব স্ব সরকারি কর্তৃপক্ষ চূড়ান্ত পরিশোধের নিমিত্তে মঞ্জুরীসহ বিল হিসাবরক্ষণ অফিসে দাখিল করলে  হিসাবরক্ষণ অফিস কর্তৃক জিপিএফ চূড়ান্ত বিল পরিশোধ করেন।

ibas++ gpf question & answer | জিপিএফ সংক্রান্ত প্রশ্ন গুরুত্বপর্ণ এবং উত্তর বিস্তারিত জেনে নিতে পারেন।

জিপিএফ এর নতুন হিসাব খোলার প্রদ্ধতি বিস্তারিত জেনে নিন।

সাধারন ভবিষৎ তহবিল ভর্তি হইবার দরখাস্ত(দুই খানা দাখিল করিতে হইবে) ওয়ার্ড ফাইল ডাউনলোড করতে পারেন।

সাধারন ভবিষৎ তহবিল ভর্তি হইবার দরখাস্ত(দুই খানা দাখিল করিতে হইবে) পিডিএফ ডাউনলোড করতে পারেন।

চাদাঁ প্রদানকারীর মনোনয়ন ফরম ডাউনলোড করে নিতে পারেন।

মনোনয়ন বাতিলের উপনিমিত্ত বিজ্ঞপ্তি ডাউনলোড করতে করে নিতে পারেন।

নতুন ডিজিটাল পদ্ধতিতে অফিসারদের জিপিএফ হিসাব খোলার নিয়ম জানতে জেনে নিন।

জিপিএফ এর নতুন হিসাব খোলার প্রদ্ধতি ?

পোস্ট রিলেটেড ট্যাগঃ ibas++ gpf account opening, ibas++ gpf balance check, ibas.finance.gov.bd gpf balance check, ibas++gpf information, জিপিএফ হিসাব খোলার আবেদন ফরম,জিপিএফ হিসাব খোলার নিয়ম, জিপিএফ হিসাব খোলার আবেদন ফরম pdf, জিপিএফ হিসাব বের করার নিয়ম, অনলাইনে জিপিএফ হিসাব দেখার নিয়ম,জিপিএফ অগ্রিম উত্তোলনের নিয়ম,ibas++ gpf account opening ,ibas++ gpf

admin

Recent Posts

নবম পে স্কেল ২০২৪ সহ ৭ দফা দাবিসমূহ কি কি ?নবম পে স্কেলের সর্বশেষ খবর ২০২৪ ?

দ্রব্যমূল্যে উর্ধগতির কারণে জীবনযত্রার ব্যয় বৃদ্ধির ফলে সরকারি কর্মকর্ত/কর্মচারিদের বেতন বৃদ্ধির দাবি দীর্ঘ দিনের ।…

3 days ago

প্রাথমিক সহকারি শিক্ষকদের নিয়োগ ২০২৩ সালের তয় ধাপের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ ।

রাজস্বখাতভুক্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের “সহকারী শিক্ষক নিয়োগ ২০২৩” এর তৃতীয় ধাপরে লিখিত পরীক্ষার ফলাফল ২০২৪…

2 weeks ago

এমপিওভুক্ত স্কুল শিক্ষকদের বেতন ও ভাতাদি কত ২০২৪ ?

সারা দেশে অসংখ্য বেসরকারি এমপিওভুক্ত মাধ্যমিক স্কুল রয়েছে। এসব বেসরকারি এমপিওভুক্ত মাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষক,…

3 weeks ago

সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকদের বেতন গ্রেড এবং বেতন কত ২০২৪ ?

বাংলাদেশে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যা কত ? বাংলাদেশে শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী…

1 month ago

ঈদুল ফিতর এর কতদিন থাকছে ২০২৪ সালে সরকারি ছুটি ?

পোস্ট সামারীঃ কতদিন থাকছে  ঈদুল ফিতর ২০২৪ সালে সরকারি ছুটি ? ঈদুল ফিতর ২০২৪ সরকারি…

1 month ago

ছুটি নগদায়ন নীতিমালা ২০২৪ ?

ছুটি নগদায়নের ইংরেজি কি ? ছুটি নগদায়নের ইংরেজি কি হলো লাম্পগ্রান্ড (lump grant) . ছুটি…

2 months ago