Pension

সর্বজনীন পেনশন ব্যবস্থা কি ? কত প্রকার সর্বজনীন পেনশন ব্যবস্থা চালু হচ্ছে ? সর্বজনীন পেনশন কবে চালু হবে ?

সর্বজনীন পেনশন ব্যবস্থা কি ?

বাংলাদেশের সকল নাগরিকের জন্য পেনশন চালু করার উদ্যোগ গ্রহণ করেছে সরকার, এটিও হচ্ছে সর্বজনীন পেনশন ব্যবস্থা।

গুগল নিউজ হতে আপডেট ” নিউজ হতে আইবাস++ ও সরকারি নিউজের আপডেট সংগ্রহ করে নিতে পারেন।

সর্বজনীন পেনশন ব্যবস্থায় সর্বজনীন পেনশনের  প্রথমে চার কর্মসূচি, যে হারে চাঁদা নেওয়া হবে চলতি মাসের আরও পরবর্তী দিকে যে সর্বজনীন পেনশন কর্মসূচি শুরু করা হবে, তাতে প্রথমে থাকবে চার ধরনের কর্মসূচি। এসব কর্মসূচির জন্য চাঁদার হারও সঠিক করা হয়েছে। পেনশন কর্মসূচির আওতায় চাঁদা দেওয়া যাবে ঘরে বসেই। সে জন্য একটি অ্যাপ্লিকেশন সৃষ্টি করা হয়েছে।
অর্থ মন্ত্রাণলয়ের সূত্রে জানা গেছে, কমিউনিটির নানারকম শ্রেণি-পেশার মানুষের কথা বিবেচনায় নিয়ে আপাতত চার শ্রেণির জনগোষ্ঠীর জন্য চার ধরনের পেনশন কর্মসূচি আরম্ভ করা হচ্ছে।

কত প্রকার সর্বজনীন পেনশন ব্যবস্থা চালু হচ্ছে ?

সর্বজনীন পেনশন ব্যবস্থায় প্রাথমিকভবে  চার ধরনের পেনশন  চালু করা হচ্ছে।

  এগুলোর নাম হলো:

  • প্রগতি
  • সুরক্ষা
  • একতা ও
  • প্রবাসী।

আরও জানুনঃ প্রাপ্যতা বিহীন ছুটি ? প্রাপ্যতা বিহীন ছুটি সর্বোচ্চ কত দিনের মঞ্জুর করা যায় ?

প্রগতিঃ বেসরকারি খাতের চাকরিজীবীদের জন্য করা হলো ‘প্রগতি’।

সুরক্ষা :স্বকর্মে নিয়োজিত ব্যক্তিদের জন্য হবে ‘সুরক্ষা’।

 প্রবাসী: প্রবাসী বাংলাদেশিদের জন্য করা হলো ‘প্রবাসী’।

একতা : আর রাষ্ট্রের নিম্ন আয়ের জনগোষ্ঠীর জন্য করা হচ্ছে ‘সমতা’।

দেশের সব নাগরিক পেনশন পাবে ?


সর্বজনীন পেনশন কর্মসূচি এমনভাবে করা হচ্ছে, যাতে ১৮ হতে ৫০ বছর বয়সী সব নাগরিকই এ পেনশন ব্যবস্থার আওতায় আসতে পারবেন তার সাথে ৬০ বছর বয়স হতে তাঁরা আজীবন পেনশন পাবেন। শুরুর প্রথম দিকে না থাকলেও পরে ৫০ বছরের অধিক বয়সীদেরও পেনশন কর্মসূচির আওতায় অন্তভূক্ত করা হয়। টানা ১০ বছর চাঁদা দেওয়ার পরই তাঁরা পেনশন সুবিধা পাবেন।
প্রবাসী রোজগারে (রেমিট্যান্স) আজকাল যে ২ দশমিক ৫ শতাংশ প্রণোদনা দেয় সরকার, এখানেও তা বহাল রাখার স্মরণ করা হয়েছিল। পরে তা বাদ দেওয়া হয়। কারণ, বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপন অনুযায়ী বিনিয়োগের ক্ষেত্রে প্রণোদনা দেওয়া যায় না।

আরও জানুনঃ পেনশন ইএফটি কি ? ইএএফটি রিটার্ন কী ?  ইএফটি রিটার্ন হলে করণীয় ? পেনশনার মারা গেলে করণীয় ?


নগদ, বিকাশেও চাঁদা দেওয়া যাবে ?

সর্বজনীন পেনশন ব্যবস্থায় চাঁদা নগদ, বিকাশের মাধ্যমে ঘরে বসেই দেওয়া যাবে। এ কারণে অ্যাপ তৈরী করা হয়েছে।

গ্রামীণ অবস্থায় রেজিস্ট্রেশন করতে সহযোগিতা করবে ইউনিয়ন ডিজিটাল সেন্টারগুলো।
ব্যাংকের একসাথে নগদ, বিকাশসহ যেকোনো মোবাইলে আর্থিক সেবা (এমএফএস) ইন্সটিটিউটের মাধ্যমেও চাঁদা পরিশোধের চান্স রাখা হচ্ছে।

চার প্রকার সর্বজনীন পেনশন কর্মসূচী চালু হচ্ছে প্রাথমিক পর্যায়ে ?

সর্বজনীন পেনশন কর্মসূচী চালু হচ্ছে। এগুলো হলোঃ

  • প্রগতি
  • সুরক্ষা
  • প্রবাসী
  • সমতা

কোন পেনশনে চাঁদা কত ?

সর্বজনীন পেনশন এর ধরন এবং চাঁদার পরিমাণ

প্রগতি ১০০০-১০০০০ টাকা

সুরক্ষা ১০০০-১০০০০ টাকা

প্রবাসী ৫০০০-১০০০০ টাকা

সমতা ৫০০ টাকা

প্রবাসীদের সর্বজনীন পেনশন ব্যবস্থাপনায় চাঁদা বৈদেশিক মুদ্রায় দিতে হবে। তবে এ কর্মসূচিতে বিদেশি কারেন্সি অর্থাৎ মার্কিন ডলার, ইউরো, কুয়েতি দিনার, সৌদি রিয়াল ইত্যাদি মুদ্রায় চাঁদা দিতে হবে।

আরও জানুনঃ গর্ভবতী মায়ের যত্ন কি কি এবং গর্ভবতী মায়ের প্রথম তিন মাসের সতর্কতা ? গর্ভবতী মায়ের কি কি চেকআপ করা দরকার ?

সর্বজনীন পেনশন কবে চালু হবে ?

সর্বজনীন পেনশন আগামী ১৭ আগস্ট ২০২৩ শুভ উদ্বোধন হতে যাচ্ছে। উদ্বোধন তারিখ হতেই চালু হচ্ছে সর্বজনীন পেনশন ব্যবস্থা।

রিলেটেড ট্যাগঃ

রিলেটেড ট্যাগঃ সর্বজনীন পেনশন কবে চালু

admin

Recent Posts

নবম পে স্কেল ২০২৪ সহ ৭ দফা দাবিসমূহ কি কি ?নবম পে স্কেলের সর্বশেষ খবর ২০২৪ ?

দ্রব্যমূল্যে উর্ধগতির কারণে জীবনযত্রার ব্যয় বৃদ্ধির ফলে সরকারি কর্মকর্ত/কর্মচারিদের বেতন বৃদ্ধির দাবি দীর্ঘ দিনের ।…

2 weeks ago

প্রাথমিক সহকারি শিক্ষকদের নিয়োগ ২০২৩ সালের তয় ধাপের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ ।

রাজস্বখাতভুক্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের “সহকারী শিক্ষক নিয়োগ ২০২৩” এর তৃতীয় ধাপরে লিখিত পরীক্ষার ফলাফল ২০২৪…

3 weeks ago

এমপিওভুক্ত স্কুল শিক্ষকদের বেতন ও ভাতাদি কত ২০২৪ ?

সারা দেশে অসংখ্য বেসরকারি এমপিওভুক্ত মাধ্যমিক স্কুল রয়েছে। এসব বেসরকারি এমপিওভুক্ত মাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষক,…

1 month ago

সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকদের বেতন গ্রেড এবং বেতন কত ২০২৪ ?

বাংলাদেশে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যা কত ? বাংলাদেশে শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী…

1 month ago

ঈদুল ফিতর এর কতদিন থাকছে ২০২৪ সালে সরকারি ছুটি ?

পোস্ট সামারীঃ কতদিন থাকছে  ঈদুল ফিতর ২০২৪ সালে সরকারি ছুটি ? ঈদুল ফিতর ২০২৪ সরকারি…

2 months ago

ছুটি নগদায়ন নীতিমালা ২০২৪ ?

ছুটি নগদায়নের ইংরেজি কি ? ছুটি নগদায়নের ইংরেজি কি হলো লাম্পগ্রান্ড (lump grant) . ছুটি…

2 months ago