nocomments

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বৈষম্য দূর করতে  ডিপিএড/সিইনএড প্রশিক্ষণের বেতন নির্ধারণের নতুন নির্দেশনা ২০২৩ ?

সহকারি শিক্ষকদের ডিপিএড/সিইনএড প্রশিক্ষণের বেতন নির্ধারণের নতুন নির্দেশনা ?

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বৈষম্য দূর করতে  ডিপিএড/সিইনএড প্রশিক্ষণের বেতন নির্ধারণের নতুন নির্দেশনা ?

আরও জানুনঃ Ibas++ increment 2023 বা ১ জুলাই ইনক্রিমেন্ট এর কপি বের করার উপায় ?

প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকদের ১ বছরের সিইনএড কোর্স বর্তমানে ১৮ মাস ডিপিএড প্রশিক্ষণ করলে বেতন বাড়ার কথা কিন্তু নিম্নধাপে বেতন নির্ধারণ করার ফলে বেতন বাড়ার পরিবর্তে কমে যায়।

অর্থ মন্ত্রণালয়, অর্থ বিভাগ বাস্তবায়ন-১ অধিশাখা হতে ১২ই ২০২৩ সালে ফ্রেব্রুয়ারি তারিখে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ডিপিএড/সিইনএড প্রশিক্ষণ গ্রহণকারী সহকারী শিক্ষকদের বেতন নির্ধারণের ক্ষেত্রে নতুন নির্দেশনা জারি করা হয়েছে। ১২/০৮/২০২০ খ্রিঃ তারিখের 07.00.0000.161.৩৮.০০৭.১৩-৯১ নং স্মারকের (অনুচ্ছেদ (ঘ) অনুযায়ী ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করা হয়েছে।

গুগল নিউজ হতে আপডেট ” নিউজ হতে আইবাস++ ও সরকারি নিউজের আপডেট সংগ্রহ করে নিতে পারেন।

অর্থ বিভাগের  ১২/০৮/২০২০ তারিখের ৯১ স্মারকে উল্লেখ রয়েছে “বর্তমান মূলবেতন নিরূপণকৃত স্কেলের সর্বনিম্ন ধাপের বেশী হলে এবং উক্ত স্কেলের কোন ধাপের সমান না হলে সে ক্ষেত্রে অব্যবহিত উচ্চতর ধাপে বেতন নির্ধারণ করতে হবে; ”

অর্থাৎ ডিপিএড/সিইনএড প্রশিক্ষণ গ্রহণকারী সহকারী শিক্ষকদের বেতন নির্ধারণ হবে উচ্চ ধাপে। যার ফলে এখন সহকারি শিক্ষকদের বেতন কমে যাওয়ার বৈষম্য আর থাকবে না।

অর্থ বিভাগের  ১২/০৮/২০২০ তারিখের ৯১ স্মারকের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের উন্নীত বেতন স্কেলে বেতন নির্ধারণ আদেশ সংগ্রহ কররে নিতে পারেন।

১২ ফেব্রুয়ারি ২০২৩ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ডিপিএড/সিইনএড প্রশিক্ষণ গ্রহণকারী সহকারী শিক্ষকদের বেতন নির্ধারণের সারকুলার সংগ্রহ করে নিতে পারেন।

Reply

error: Content is protected !!