nocomments

এটিও/টিও এবং উপজেলা/থানা রিসোর্স সেন্টারের সহকারী ইন্সট্রাক্টরগণের  ভ্রমন ভাতা বৃদ্ধির গেজেট ২০২৪ ?

এটিও/টিও এবং উপজেলা/থানা রিসোর্স সেন্টারের সহকারী ইন্সট্রাক্টরগণের  ভ্রমন বিল বৃদ্ধির ভ্রমণ ভাতা গেজেট ২০২৪ ?

বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের অনুবিভাগ প্রবিধি-৩ অধিশাখার ১৬/০৪/২০২৪ খ্রিঃ আদেশ অনুযায়ী উপজেলা/থানা পর্যায়ে কর্মরত সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসারদের মাসিক ভ্রমণ ভাতা বিদ্যমান ৩,০০০/-(তিন হাজার) টাকা হতে বৃদ্ধি করে ৪,০০০/- (চার হাজার) টাকায় পুনঃনির্ধারণ এবং উপজেলা/থানা রিসোর্স সেন্টারের সহকারী ইন্সট্রাক্টরগণের মাসিক ভ্রমণ ভাতা ২,০০০/-(দুই হাজার) টাকা নির্ধারণে নিম্নোক্ত শর্তে বৃদ্ধি করে ভ্রমন ভাতা বৃদ্ধির গেজেট জারি করা হয়েছে।

আরও জানুনঃ ভ্রমণ ভাতা কি ? ভ্রমণ বিল করার নিয়ম ? সরকারী টিএডিএ বিল করা নিয়ম ? সরকারি ভ্রমণ ভাতা ? দৈনিক ভাতা কি ?

এটিও/টিও এবং উপজেলা/থানা রিসোর্স সেন্টারের সহকারী ইন্সট্রাক্টরগণের  ভ্রমন বিল বৃদ্ধির শর্তাবলী ২০২৪ :

  • বিলের সাথে প্রমাপ অনুযায়ী পরিদর্শন করা হয়েছে মর্মে নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের প্রত্যয়নপত্র দাখিল করতে হবে ;
  • বিদ্যালয় পরিদর্শনের জন্য উক্ত ভ্রমণ ভাতা ব্যতিত অন্য কোন ভাতা প্রাপ্ত হবেন না; এবং
  • আদেশ জারির তারিখ থেকে পুনঃনির্ধারিত হার কার্যকর হবে।

সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার ফিক্সড টিএডিএ বেতন বিলের সাথে প্রাপ্য হবেন কি ?

  • ফিক্সড টিএডিএ বেতনের সাথে প্রাপ্য হবে।
  • নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের অনুমোদনের পর হিসাবরক্ষণ অফিসে ভ্রমন বিল দাখি করহে হবে।

আরও জানুনঃ মেয়েদের ডিম্বাণু কি ? আপনার মাসিকের কত দিন পরে আপনি গর্ভবতী থেকে পারেন ? ৫০ বছর বয়সে কি গর্ভবতী হওয়া যায় ?

ভ্রমন ভাতা বৃদ্ধির গেজেট
ভ্রমন ভাতা বৃদ্ধির গেজেট

Reply

error: Content is protected !!