nocomments

Ibas++Depositor Entry করার উপায় অথবা আইবাসে ডিপোজিটর এন্ট্রি করার উপায়?

Ibas++ Depositor Entry কেন এন্ট্রি করা প্রয়োজন ?

  • ঠিকাদার বিলের জামানত ফেরত প্রদানের জন্য
  • নির্বাচনী জমানত ফেরত প্রদানের জন্য
  • সরকারের অনান্য সুবিধাভোগীদের দাবী ও ভূমি অধিগ্রহন জনিত কারণে সংশ্লিষ্টদের দাবী ব্যতিত অন্যান্য যে সকল ব্যক্তি/ব্যক্তিগণ সরকারী কোষাগারে বিভিন্ন কারণে জমাকৃত অর্থ ফেরৎ প্রদানের ক্ষেত্রে এই Menu ব্যবহৃত হবে।

Ibas++ Depositor Entry এন্ট্রি করার জন্য কি কি তথ্য প্রয়োজন ?

  • Depositor Management-তথ্য Entry করার ক্ষেত্রে সর্বদা সংশ্লিষ্টদের জাতীয় পরিচয়পত্র নম্বর (NID) ও জন্ম তারিখ ব্যবহার করে তথ্য Entry করা বাধ্যতামূলক করা হয়েছে।
  • জাতীয় পরিচয়পত্র নম্বর (NID) ও জন্ম তারিখ প্রদানের সাথে সাথে জাতীয় পরিচয়পত্রের সার্ভার হতে উক্ত জাতীয় পরিচয়পত্র নম্বর এর বিপরীতে রক্ষিত তথ্যসমূহ স্বয়ংক্রিয়ভাবে iBAS++ System এ চলে আসবে। অতঃপর অন্যান্য প্রয়োজনীয় তথ্যসমূহ অত্যন্ত সতর্কতার সাথে সঠিকভাবে Entry করে Approve করতে হবে। একবার Approve-কৃত তথ্য কোনভাবে Edit/Remove করা যাবে না।

উল্লেখ্য যে,নতুন সংযোজিত Menu-সমূহতে Bank Information তথ্য Entry করার ক্ষেত্রে Bank Account Nameএর ঘরে যে নাম ব্যবহার করা হবে সেই নামেই Cheque/Payment order/EFT ইস্যু করা যাবে। এক্ষেত্রে, Bank Account Name-এর ঘরে বিশেষ কোন চিহ্ন কোনক্রমেই ব্যবহার করা যাবে না। অন্যথায় উক্ত তথ্যসমূহ Save/Approve হবে না।

আর ও জানুন

সাময়িক বরখাস্ত বলতে কি বোঝায় ? সাময়িক বরখাস্তকালীন কি কি বেতন ভাতা প্রাপ্য ? সাময়িক বরখাস্ত কালীন আইবাসে বেতন ভাতা বা খরপোষ ভাতার বিল ইএফটি করার উপায়?

Ibas++Depositor Entry করার উপায় অথবা আইবাসে ডিপোজিটর এন্ট্রি করার উপায় বিস্তারিত ভিডিও দেখতে এখানে ক্লিক করুন।

Reply

error: Content is protected !!