Ibas++Depositor Entry করার উপায় অথবা আইবাসে ডিপোজিটর এন্ট্রি করার উপায়?
Ibas++ Depositor Entry কেন এন্ট্রি করা প্রয়োজন ?
- ঠিকাদার বিলের জামানত ফেরত প্রদানের জন্য
- নির্বাচনী জমানত ফেরত প্রদানের জন্য
- সরকারের অনান্য সুবিধাভোগীদের দাবী ও ভূমি অধিগ্রহন জনিত কারণে সংশ্লিষ্টদের দাবী ব্যতিত অন্যান্য যে সকল ব্যক্তি/ব্যক্তিগণ সরকারী কোষাগারে বিভিন্ন কারণে জমাকৃত অর্থ ফেরৎ প্রদানের ক্ষেত্রে এই Menu ব্যবহৃত হবে।
Ibas++ Depositor Entry এন্ট্রি করার জন্য কি কি তথ্য প্রয়োজন ?
- Depositor Management-তথ্য Entry করার ক্ষেত্রে সর্বদা সংশ্লিষ্টদের জাতীয় পরিচয়পত্র নম্বর (NID) ও জন্ম তারিখ ব্যবহার করে তথ্য Entry করা বাধ্যতামূলক করা হয়েছে।
- জাতীয় পরিচয়পত্র নম্বর (NID) ও জন্ম তারিখ প্রদানের সাথে সাথে জাতীয় পরিচয়পত্রের সার্ভার হতে উক্ত জাতীয় পরিচয়পত্র নম্বর এর বিপরীতে রক্ষিত তথ্যসমূহ স্বয়ংক্রিয়ভাবে iBAS++ System এ চলে আসবে। অতঃপর অন্যান্য প্রয়োজনীয় তথ্যসমূহ অত্যন্ত সতর্কতার সাথে সঠিকভাবে Entry করে Approve করতে হবে। একবার Approve-কৃত তথ্য কোনভাবে Edit/Remove করা যাবে না।
উল্লেখ্য যে,নতুন সংযোজিত Menu-সমূহতে Bank Information তথ্য Entry করার ক্ষেত্রে Bank Account Nameএর ঘরে যে নাম ব্যবহার করা হবে সেই নামেই Cheque/Payment order/EFT ইস্যু করা যাবে। এক্ষেত্রে, Bank Account Name-এর ঘরে বিশেষ কোন চিহ্ন কোনক্রমেই ব্যবহার করা যাবে না। অন্যথায় উক্ত তথ্যসমূহ Save/Approve হবে না।
আর ও জানুন
Ibas++Depositor Entry করার উপায় অথবা আইবাসে ডিপোজিটর এন্ট্রি করার উপায় বিস্তারিত ভিডিও দেখতে এখানে ক্লিক করুন।
আমি বাংলাদেশ সরকারের অডিট এন্ড একাউন্টস বিভাগের একজন কর্মচারি। প্রায় এক যুগের বেশি সময় ধরে কর্মরত থাকায় বিভিন্ন অভিজ্ঞতা শেয়ার করে থাকি। তারপরও যে কোন ভুল ত্রুটি হলে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। কোন পরামর্শ থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।